ইসলামী ব্যাংক স্টুডেন্ট মুদারাবা সঞ্চয়ী হিসাব (SMSA)
আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভাল আছেন। আজ আলোচনা করবো Islami Bank এর স্কুল ব্যাংকিং Account খোলা ও এর সুযোগ-সুবিধা সম্পর্কে।
ছোটদের ভবিষ্যৎ আর আমাদের সাফল্য একসূত্রে গাঁথা এখন জুনিয়ররাও পাচ্ছে কল্যাণমুখী ইসলামী ব্যাংকিং সেবা৷ স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সুদমুক্ত ব্যাংকিং সুবিধা দিতে ইসলামী ব্যাংক এনেছে স্টুডেন্ট মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট।
• এই স্কিমের উদ্দেশ্য
শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে, সুপরিকল্পিত উপায়ে ভবিষ্যৎ প্রয়োজন পূরণের জন্য বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে এবং উচ্চ শিক্ষার তহবিল যোগাতে এই অ্যাকাউন্ট প্রেরণা যোগাবে।
• যাদের জন্য এই অ্যাকাউন্ট
বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
• এই স্কিমের সুবিধা
* প্রাথমিক জমা মাত্র ১০০ টাকা।
* সরকারি শুল্ক ও কর ছাড়া অন্য কোন চার্জ নেই।
* ফ্রি ATM কার্ড প্রদান। ATM কার্ডের নবায়ন ফি বা অন্য কোন চার্জ নেই।
* দেশব্যাপী ব্যাংকের নিজস্ব ৫০০ এবং শেয়ার্ড ৭ হাজার ATM বুথ থেকে টাকা তোলার সুবিধা।
* অনলাইনের মাধ্যমে ৬৪টি জেলায় বিস্তৃত ব্যাংকের ৩০৪টি শাখার যে কোন শাখায় টাকা জমা ও উত্তোলনের সুবিধা।
* ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে যে কোন সময় যে কোন স্থান থেকে মোবাইল রিচার্জ ও ফান্ড ট্রান্সফারের বিশেষ সুবিধা।
* SMS এর মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স জানা ও স্টেটমেন্ট দেখার সুবিধা।
* বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্সের টাকা গ্রহণ ও উত্তোলনের সুযোগ।
* ছাত্র-ছাত্রীদের সকল প্রকার বৃত্তি/ উপবৃত্তির অর্থ এ অ্যাকাউন্টে জমা করার সুবিধা।
* দেশে-বিদেশে স্কুল ব্যাংকিং কনফারেন্সে ব্যাংকের প্রতিনিধিত্ব করার সুযোগ (নমিনেশন পাওয়া সাপেক্ষে)।
* এ অ্যাকাউন্ট থেকে ইন্টারনেট ব্যাংকিং/ মোবাইল ব্যাংকিং (mCash) এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করে টিউশন ফি, পরীক্ষার ফিসহ শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের পাওনা পরিশোধ করার সুযোগ।
• স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয়তা
যে সব ছাত্র-ছাত্রী পরিবার থেকে দূরে থাকেন এবং নিয়মিত খরচের টাকা পরিবার থেকে আনতে হয়, তারা ইসলামী ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত শাখাসমূহের অনলাইন সেবার মাধ্যমে দেশের যে কোন প্রান্ত থেকে দ্রুততম সময়ে টাকা গ্রহণ করতে পারবেন। তাছাড়া যাদের আত্মীয়-স্বজন বিদেশে রয়েছেন তারাও বিদেশ থেকে ন্যূনতম খরচে ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।
• ফ্রি ATM সেবা ও মোবাইল রিচার্জ
* টাকা তোলার জন্য ছাত্র-ছাত্রীদের ফ্রি ATM কার্ডের ব্যবস্থা রয়েছে। যার কোন নবায়ন (Renewal) ফি বা অন্য কোন চার্জ দিতে হবে না।
* ছাত্র-ছাত্রীরা তাদের প্রয়োজনমত যে কোন সময়ে যে কোন ATM বুথ থেকে টাকা তুলতে পারবে এবং ইন্টারনেটের মাধ্যমে অ্যাকাউন্টে জমাকৃত টাকা থেকে মোবাইলে রিচার্জ করতে পারবে, ফ্লেক্সিলোড করার জন্য দোকানে যাওয়ার প্রয়োজন হবে না।
* তাছাড়া ঘরে বসেই অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবে।
• শর্তাবলী
* ছাত্র-ছাত্রী ও অভিভাবক উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে।
* আঠার বছরের কম বয়সী ছাত্র-ছাত্রীদের পক্ষে পিতা/ মাতা/ আইনগত বৈধ অভিভাবক হিসাব পরিচালনা করবেন।
* প্রাপ্তবয়স্ক (১৮ বছর +) ছাত্র-ছাত্রী নিজেরাই তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে।
• অ্যাকাউন্ট খুলতে যা লাগবে
* শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র বা আইডি কার্ড।
* দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অভিভাবকেরও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে)।
* অভিভাবকের ভোটার আইডি (NID)/ পাসপোর্ট/ নাগরিক সনদপত্র/ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি (ছাত্র-ছাত্রী অথবা অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অভিভাবক কর্তৃক সত্যায়িত)।
• শিক্ষা প্রতিষ্ঠানের ফি সংগ্রহের ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা
ছাত্র-ছাত্রীদের টিউশন ফি ও অন্যান্য ফি কালেকশনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে প্রতিষ্ঠানের নামে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে।
* কমিটির সিদ্ধান্তে হিসাব পরিচালনাকারীগণের নাম ও পদবি উল্লেখ থাকতে হবে।
* হিসাব পরিচালনাকারীগণের ছবি, ভোটার আইডি (NID)/ পাসপোর্ট/ নাগরিক সনদপত্র/ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, স্কুলের উপবিধি (By Laws), ম্যানেজিং কমিটির রেজুলেশনের সত্যায়িত কপি এবং অনুমোদিত ম্যানেজিং কমিটির সদস্যদের তালিকা অবশ্যই নিতে হবে।
* কর্তৃপক্ষের পরিবর্তনের ক্ষেত্রে নতুন রেজুলেশন/তথ্যাদি অবশ্যই ব্যাংকে প্রদান করতে হবে।
• হিসাব পরিচালনা
১. কর্তৃপক্ষ কর্তৃক জমা
এ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যে কোন পরিমাণ টাকা ব্যাংকের ক্যাশ কাউন্টারে অথবা জমা মেশিনে নগদ বা চেক এর মাধ্যমে জমা করতে পারবেন।
২. ছাত্র/ছাত্রী/অভিভাবক কর্তৃক জমা
শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবে ছাত্র/ছাত্রী/অভিভাবক ব্যাংকের ক্যাশ কাউন্টারে অথবা জমা মেশিনে নগদ বা চেক এর মাধ্যমে জমা দিতে পারবেন। তাছাড়া ইন্টারনেট ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং বা অন্য যে কোন উপায়ে ফান্ড ট্রান্সফারের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। জমা দেয়ার সময় ছাত্র/ছাত্রীর প্রয়োজনীয় তথ্য এবং জমার উদ্দেশ্য উল্লেখ করতে হবে।
৩. Standing Instruction
মাসিক বেতন বা অন্যান্য ফি নিয়মিত প্রদানের ক্ষেত্রে ছাত্র/ছাত্রী বা অভিভাবকগণ ব্যাংকে Standing Instruction প্রদানের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে মাসিক হারে নির্দিষ্ট পরিমাণ টাকা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে প্রদানের নির্দেশ দিতে পারবে। প্রতি মাসে ব্যাংকে আসার প্রয়োজন হবে না।
৪. অন্যান্য জমা
এছাড়াও অন্য যে কেউ শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবে টাকা/চেক জমা করতে পারবেন।
• টাকা উত্তোলন
শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হিসাব পরিচালনাকারীগণ চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। তাছাড়া ATM কার্ডের মাধ্যমে বুথ থেকে টাকা উত্তোলন এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা যাবে।
• অ্যাকাউন্ট স্টেটমেন্ট নেয়া
শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হিসাব আপডেট করার জন্য নিয়মিতভাবে অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রয়োজন হতে পারে। ব্যাংক তাদের চাহিদামত স্টেটমেন্ট প্রদান করবে। তাছাড়া তারা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অফিসে বসে বা যে কোন স্থান থেকে তাৎক্ষণিকভাবে স্টেটমেন্ট দেখতে বা প্রিন্ট করতে পারবেন।
• শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাসমূহ
১. ক্যাশ টাকা লেনদেন করার ঝামেলা থেকে মুক্ত থাকবেন।
২. হিসাবরক্ষকের কাজ কমে যাবে।
৩. ছাত্র/ছাত্রী/অভিভাবকগণের সময় বাঁচবে।
৪. টাকা লেনদেন তথ্য অধিক স্থায়ী ও নির্ভরযোগ্য পদ্ধতিতে সংরক্ষিত হবে।
৫. হিসাব পদ্ধতি অধিক গ্রহণযোগ্য এবং স্বচ্ছ হবে।
৬. ছাত্র-ছাত্রীরা আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত জ্ঞান ও লেনদেনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে, ফলে শিক্ষকদের এ বিষয়ে পাঠদান সহজতর হবে।
৭. ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষকদের বেতন প্রদান সহজ হবে।
৮. আধুনিক ও সর্বোত্তম সেবা নিশ্চিত করা হবে।
৯. সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক হবে।
• ইসলামী ব্যাংক স্টুডেন্ট মুদারাবা সঞ্চয়ী হিসাব (SMSA) খোলার আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন
ব্যক্তিক হিসাব অথবা অ-ব্যক্তিক হিসাব
• বিস্তারিত জানতে
ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০
আজ এ পর্যন্ত। আবার অন্য কোন বিষয় নিয়ে আসব আপনাদের মাঝে ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
আমি যদি স্টুডেন্ট একাউন্ট খুলি এক জায়গায় এবং টাকা যদি অন্য জায়গা থেকে জমা দেই তাহলে কী চার্জ কাটবে?
আর স্টুডেন্ট একাউন্ট এ ইসলামী ব্যাংক এর বুথ থেকে টাকা না তুলে অন্য কোনো বুথ থেকে টাকা তুলতে খরচ কত হবে?
জি চার্জ কাটবে। ইসলামী ব্যাংক এর বুথ থেকে টাকা না তুলে অন্য কোনো ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে খরচ হবে- NPSB সাপোর্ট বুথে ১৫ টাকা এবং ভিসাতে ৩০ টাকা।
স্টুডেন্ট মুদারাবা একাউন্টের মুনাফার হার কত? মাসিক কত পারসেন্ট মুনাফা পাবো এই একাউন্ট থেকে?
প্রভিশনাল প্রফিট রেট ৩.২০%