ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিক্ষুদ্রঋণ

ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস)

পল্লী জনগােষ্ঠীর দারিদ্র বিমােচন, গ্রামীণ বেকার ও বিপন্ন ব্যক্তিদের কর্মসংস্থান এবং গরিব কৃষক ও বর্গাচাষিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পল্লী উন্নয়ন প্রকল্প।

গ্রাম নির্বাচন
নির্ধারিত শাখা তার আওতাধীন এলাকায় গ্রাম নির্বাচন করে। এক্ষেত্রে যােগাযােগ ব্যবস্থা, কৃষি-অকৃষি খাতে কর্মসংস্থানের সুযােগ, নিম্ন আয়ের মানুষের আধিক্য ইত্যাদি বিবেচনায় নেয়া হয়।

উপকারভােগীর যােগ্যতা
০ গ্রামের স্থায়ী বাসিন্দা
০ স্বাক্ষরজ্ঞানসম্পন্ন
০ স্বাস্থ্যবান, কর্মঠ ও সামর্থ্যবান ১৮-৫০ বছর বয়সী নারী ও পুরুষ
০ সর্বোচ্চ ৫০ শতাংশ চাষযােগ্য জমির মালিক বা বর্গাচাষি
০ কায়িক শ্রমে জীবিকা নির্বাহ করে
০ পুঁজির অভাবে স্ব-কর্মসংস্থান সৃষ্টি করতে অক্ষম এবং সামাজিক ও আর্থিকভাবে দুর্বল।

কেন্দ্রভিত্তিক কার্যক্রম
০ ৫ সদস্যের সমন্বয়ে গ্রুপ গঠন
০ প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ ৮টি গ্রুপ থাকে
০ সিদ্ধান্ত গ্রহণে সদস্যদের পরামর্শকে সর্বাধিক গুরুত্ব প্রদান৷

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

বিনিয়ােগ খাত
প্রধানত কৃষি ও অকৃষি খাতে বিনিয়ােগ প্রদান করা হয়, যেমন:
০ শস্য ও অন্যান্য ফসল উৎপাদন/চাষাবাদ
০ মৎস্য চাষ
০ নার্সারি এবং ফুল ও ফলের বাণিজ্যিক উৎপাদন
০ গ্রামীণ পরিবহন
০ কৃষি যন্ত্রপাতি
০ গৃহনির্মাণ
০ গবাদি পশুপালন
০ ক্ষুদ্র ব্যবসা
০ হাঁস-মুরগি পালন
০ বিবিধ অকৃষি খাত৷

মৌসুমী বিনিয়ােগ
পল্লী এলাকায় কিছু কিছু খাতে ৩/৪ মাসের জন্য বিনিয়ােগ করা হয়। গ্রাহক কিস্তিতে বিনিয়ােগ পরিশােধের পরিবর্তে প্রকল্প শেষে এককালীন পরিশােধ করতে পারেন।

বিনিয়ােগ পদ্ধতি
বিনিয়ােগের খাত ও ধরনের ওপর ভিত্তি করে নিম্নরূপ যেকোনাে পদ্ধতিতে বিনিয়ােগ করা হয়-
০ বাই মুয়াজ্জাল
০ হায়ার পারচেজ আন্ডার শিকাতুল মিল্ক বা লিজিং
০ বাই মুরাবাহা
০ মুশারাকা
০ বাই-সালাম
০ মুদারাবা৷

আবেদনের নিয়মাবলি
০ বিনিয়ােগ প্রস্তাব মিটিংয়ে প্রাথমিক অনুমােদনের পর সংশ্লিষ্ট গ্রুপ লিডার, কেন্দ্র লিডার, ফিল্ড অফিসার ও প্রকল্প কর্মকর্তার সুপারিশসহ শাখা ব্যবস্থাপকের কাছে চুড়ান্ত অনুমােদনের জন্য উপস্থাপন করা হয়
০ যথানিয়মে আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর গ্রহণযােগ্য বিবেচিত হলে ব্যাংক বিনিয়ােগ প্রদান করে থাকে৷

জামানত
০ প্রত্যেক সদস্যের বিনিয়ােগের বিপরীতে সংশ্লিষ্ট গ্রুপের অন্যান্য সদস্য ব্যক্তিগত জামানত প্রদান করেন
০ সদস্যগণ পরস্পরের বিনিয়ােগ তদারকি ও আদায়ে সহযােগিতা করবেন এই মর্মে একে অন্যের জামানতপত্রে স্বাক্ষর করেন বিনিয়ােগ আদায়
০ বিনিয়ােগের প্রকৃতি ও ধরন অনুযায়ী বিনিয়ােগগ্রাহকদের কাছ থেকে সাপ্তাহিক বা মাসিক কিস্তিতে অথবা একত্রে নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়ােগ আদায় করা হয়
০ ফিল্ড অফিসারগণ সাপ্তাহিক কেন্দ্রমিটিংয়ে উপস্থিত হয়ে গ্রাহকদের কাছ থেকে বিনিয়ােগের বিপরীতে কিস্তি আদায় করে থাকেন।

সঞ্চয়
প্রত্যেক সদস্যকে বাধ্যতামূলক সাপ্তাহিক সঞ্চয় জমা দেয়ার জন্য ব্যাংকে একটি মুদারাবা সঞ্চয়ী হিসাব খুলতে হয়। কোনাে দায়-দেনা না থাকলে একজন সদস্য তার হিসাব থেকে টাকা তুলতে পারেন ক্ষুদ্র উদ্যোক্তা৷

বিনিয়ােগ প্রকল্প
০ এই প্রকল্পের সদস্যদের অতিরিক্ত বিনিয়ােগ চাহিদা পূরণের লক্ষ্যে ‘মাইক্রো-এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট স্কিম’ গ্রহণের সুযােগ রয়েছে
০ এক্ষেত্রে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়ােগ দেয়া হয়। গ্রাহককে প্রয়ােজনীয় সহায়ক জামানত প্রদান করতে হয়
০ এই প্রকল্পের সম্ভাবনাময় ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাকে ১ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন বিনিয়ােগ প্রদান করা হয়।

উদ্যোক্তা প্রশিক্ষণ
কার্যক্রম সদস্যদেরকে বিভিন্ন কৃষিভিত্তিক কর্মকাণ্ড, যেমন: ফসল উৎপাদন, গবাদিপশু পালন, মৎস্য চাষ ইত্যাদির ওপর প্রশিক্ষণ দেয়া হয়।

আত্মকর্মসংস্থান
আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে সদস্যদের সন্তানদেরকে কম্পিউটার, মােবাইল সাভিসিং, টেইলারিং, ইলেকট্রিকসহ বিভিন্ন কার্যক্রমে প্রশিক্ষণ প্রদান৷

প্রকল্পসহায়ক কার্যক্রম
শিক্ষা খাত: সদস্যদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপহার প্রদান
স্বাস্থ্যসেবা: টিউবওয়েল ও স্যানিটারি ল্যাট্রিন স্থাপন, গরিব সদস্যদের জটিল অসুস্থতায় চিকিৎসা সহায়তা প্রদান, সদস্যদের নবজাতক সন্তানদের উপহার প্রদান
ত্রাণ ও পুনর্বাসন: দুর্দশাগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা
মানবিক সহায়তা: হতদরিদ্রদের কর্জ প্রদান, মৃত সদস্যদের দাফন/সৎকার
পরিবেশ: বৃক্ষরােপণ, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশসংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন৷

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ info@islamibankbd.com
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com

কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button