ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিপ্রবাসী ব্যাংকিং

সৌদি আরব প্রবাসীদের জন্য ইসলামী ব্যাংক প্রতিনিধি

প্রবাসী বাংলাদেশীদের অর্জিত টাকা বৈধ উপায়ে সহজে দেশে পাঠাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ যাবত বিভিন্ন দেশের ১৩৯টি ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজের সাথে টাকা ড্রয়িং/রেমিট্যান্স ব্যবস্থা সম্পন্ন করেছে। এ সব ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে পাঠানাে টাকা দ্রুত ও নিরাপদে প্রাপকের কাছে পৌছে দিতে ইসলামী ব্যাংকের রয়েছে আকর্ষণীয় সব সার্ভিস।

পবিত্র নগরী সৌদি আরবের জেদ্দা, মক্কা, মদিনা, তায়েফ, আলবাহা, ইয়ানবু, জিজান, দাম্মাদ, জুবাইল এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সার্বিক সহযােগিতা প্রদান করার জন্য প্রতিনিধি/ রিপ্রেজেন্টেটিভ রেখেছে। উক্ত প্রতিনিধি/ রিপ্রেজেন্টেটিভের কাছে একাউন্ট খােলা ও একাউন্ট সংক্রান্ত যেকোন সমস্যা সমাধান এবং দেশে টাকা পাঠানোর জন্য সার্বিক সহযোগিতা পাবেন৷

ইসলামী ব্যাংক প্রতিনিধি (সৌদি আরব)
মােহাম্মদ জাহিদুল ইসলাম
বিএ (অনার্স), এমএ (ইংলিশ), এমবিএম, ডিআইবি
সিনিয়র অফিসার ও সৌদি আরব প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং সাপাের্ট স্পেশালিস্ট
এন্ড প্রজেক্ট ম্যানেজার, আল রাজী ব্যাংক, সৌদি আরব।
✆ ফোন নম্বরঃ +৯৬৬ ০৫৪ ৬৯৫ ০৭৮৩ ও +৯৬৬ ০৫৩ ৪৪৮ ২৬৯৭

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ info@islamibankbd.com
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আরো কিছু গুরুত্বপূর্ণ নম্বর
❏ ফরেন রেমিটেন্স সার্ভিসঃ ৮৮০- ২- ৭১১১০৮১, ৮৮০- ২- ৭১১১২০৩৮, ৮৮০- ২- ৭১১৭৭১৮ (কাস্টমার সার্ভিসঃ এক্সটেনশন ৪২২, ৪১৬)
❏ ওভারসিস ব্যাংকিং ডিভিশনঃ ৮৮০- ২- ৯৫৬৩০৪০ (এক্সটেনশন ৩০১, ৩১৭), সুইফটঃ ১১২
❏ এটিএম কার্ড সাপোর্টঃ ০১৭১৩-১৯০৬৯৩, ০১৭২৯-০৭২৮৯০, ০১৭২৯-০৭২৮৯১, ৯৮৩০৮৪০, ৯৮৩০৮৪৪

কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button