ইসলামী ব্যাংক রেমিট্যান্স কার্ড
প্রবাসী বাংলাদেশীদের অর্থ প্রেরণে ইসলামী ব্যাংকের বিশেষ সেবা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রবাসী গ্রাহকদের কষ্টার্জিত অর্থ প্রেরণে নিরাপদ, দ্রুত ও সর্বোত্তম সেবা প্রদানে সার্বক্ষণিকভাবে নিয়ােজিত তথ্য প্রযুক্তি সম্বলিত আধুনিক ব্যাংকিং সেবায় নতুন সংযােজন Islami Bank Remittance Card। এই কার্ডের মাধ্যমে প্রবাসী গ্রাহকগণ কোন ধরনের হিসাব ছাড়াই আরও দ্রুত অর্থ প্রেরণ করতে পারেন। Remittance Card এ বিদেশ থেকে প্রেরিত অর্থ তাৎক্ষণিক জমা হয় এবং যে কোন সময়ে টাকা উত্তোলন করা যায়।
রেমিট্যান্স কার্ড- এর সেবা ও সুবিধাসমূহ
● ২৪ ঘণ্টা সেবা প্রদান, সময় ও অর্থ সাশ্রয় কোন রকম চার্জ ছাড়াই যে কোন শাখা থেকে রেমিট্যান্স কার্ড গ্রহণ করা যায়।
● ব্যাংকের যে কোন শাখা/ATM বুথ হতে Remittance গ্রহণ করা ও Balance জানা যায়।
● বিদেশ থেকে প্রেরিত অর্থ সরাসরি Remittance Card এ জমা হয়।
● কার্ড গ্রহণে ব্যাংকে Account থাকা জরুরী নয়।
● রেমিটেন্স কার্ড দিয়ে ইসলামী ব্যাংকের যে কোন শাখা হতে নগদ টাকা উত্তোলন করা যায়।
● প্রতিদিন ATM-এর মাধ্যমে সর্বাধিক নগদ ১ লাখ টাকা এবং ব্যাংক কাউন্টার হতে যে কোন পরিমাণ টাকা উত্তোলন করা যাবে।
● শুধুমাত্র Foreign Remittance প্রেরণকারী/ উত্তোলনকারীগণ এই Remittance Card এর সেবা গ্রহণ করতে পারবেন।
● Remittance Card এর মাধ্যমে Utility Bill (টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি) প্রদান করা যাবে।
● SMS Banking এর মাধ্যমে Remittance Card এর Balance জানা যায়।
● POS (Point of Sale) এর মাধ্যমে লেনদেনের সুবিধা পাওয়া যাবে।
রেমিট্যান্স কার্ড পেতে যা প্রয়ােজন
● ব্যাংকের নির্ধারিত Form পূরণ করতে হবে।
● জাতীয় পরিচয়পত্র/ পাসপাের্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত কপি।
● গ্রাহকের দুই কপি পাসপাের্ট সাইজ ছবি এবং নমিনির এক কপি ছবি (গ্রাহক কর্তৃক সত্যায়িত)।
● আপনার নিকটস্থ শাখা থেকে আজই Remittance Card সংগ্রহ করুন এবং বিদেশে আপনার নিকট রেমিট্যান্স প্রেরণকারীর নিকট Remittance Card এর নম্বরটি প্রদান করুন এবং উল্লেখিত সুবিধাদি গ্রহণ করুন।
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ info@islamibankbd.com
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল