ইসলামী ব্যাংক POS মেশিন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের গ্রাহকদের সুবিধার জন্য শাখা লেভেলে চালু করেছে POS মেশিনের মাধ্যমে নগদ টাকা উত্তোলন সুবিধা। সম্মানিত গ্রাহকবৃন্দ কোন ধরনের চেক বই ছাড়াই ATM কার্ড এর মাধ্যমে POS মেশিন ব্যবহার করে ৫ লাখ পর্যন্ত নগদ টাকা উত্তোলন করতে পারবেন। সে ক্ষেত্রে চেক লেখা, চেক বই বহন করা, বার বার ব্যাংক থেকে চেক বই উঠানাে ইত্যাদি ঝামেলা কমে যাবে। চেক বইয়ের জন্য হিসাব থেকে চার্জ কাটা হয়, কিন্তু POS মেশিনের জন্য কোন চার্জ কাটা হয় না।
কার্ড ব্যবহার করে আইবিবিএল গ্রাহকের জন্য POS সেবা
শাখা POS হল POS মেশিনের প্রসারিত সেবা যেখানে গ্রাহক তার কার্ড ব্যবহার করে বিভিন্ন লেনদেন করতে পারেন। POS এর মাধ্যমে নিম্নলিখিত লেনদেন/সেবাগুলি প্রদান করা হবে-
১. ব্যালান্স অনুসন্ধান সেবা: কোন ফি প্রয়োজন নেই;
২. একই শাখার হিসাব থেকে নগদ উত্তোলন: কোনও ফি/সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না;
৩. অন্য শাখার কার্ডের ক্ষেত্রে অনলাইন চার্জ প্রযোজ্য হবে;
৪. ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদ উত্তোলন;
৫. একই শাখার হিসাব থেকে অন্য সিবিএস হিসাবে তহবিল স্থানান্তরে অনলাইন চার্জ প্রযোজ্য হবে।
ক্যাশ উত্তোলন প্রক্রিয়া
ধাপ_১: প্রথমতঃ “Cancel” চাপুন (PIC এর নীচে লাল কালারের বাটন)
ধাপ_২: এরপর ব্যাংক অফিসারের সহায়তায় কার্ডটি সোয়াইপ করুন
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ধাপ_৩: কার্ডটি সোয়াইপ করার পরে যে পরিমাণ টাকা উত্তোলন করতে চান তা টাইপ করুন এবং তারপর “এন্টার” চাপুন
ধাপ_৪: তারপর আপনার “পিন নম্বর” দিয়ে এন্টার চাপুন
ধাপ_৫: তারপর লেনদেনটি Approved হবে এবং লেনদেনের প্রমাণ হিসাবে রিসিপ্ট বের হবে
ধাপ_৬: এরপর প্রিন্ট (শাখা কপি) আসবে এবং আর গ্রাহক কপির জন্য “এন্টার” চাপুন। শাখা কপি শাখা কর্তৃক সংরক্ষিত থাকবে
ধাপ_৭: গ্রাহক কপি এবং শাখা কপি দুটিতেই গ্রাহককে স্বাক্ষর দিতে হবে এবং ক্যাশ নেয়ার জন্য ব্যাংক কপি কাউন্টারে জমা দিতে হবে।
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ info@islamibankbd.com
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com
কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল