ইসলামী ব্যাংক মুদারাবা মোহর সঞ্চয়ী হিসাব (MMSA)
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আলোচনা করবো ইসলামী ব্যাংকের মুদারাবা মোহর সঞ্চয়ী হিসাব বা Islami Bank Mudaraba Muhor Savings Account (MMSA) সম্পর্কে।
মুদারাবা মোহর সেভিংস একাউন্ট (এমএমএস) ইসলামী ব্যাংকের একটি বিশেষ মেয়াদি আমানত হিসাব। এর বিপরীতে কোন চেক ইস্যু করা হয় না।
মোহর স্ত্রীর মৌলিক অধিকার। ইসলামী শরিআহ অনুযায়ী নারীর এ অধিকার আদায়কে সহজতর করতে ইসলামী ব্যাংক চালু করেছে মুদারাবা মোহর সঞ্চয় প্রকল্প।
এ প্রকল্পের মাধ্যমে স্বামীরা সুবিধামত কিস্তিতে নির্ধারিত টাকা জমা করে স্ত্রীর অধিকার ও পাওনা পরিশোধ করতে পারেন। এর মাধ্যমে সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয় পাশাপাশি নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। মোহর আদায়ের সংস্কৃতি চালু করতে ইসলামী ব্যাংকের এ উদ্যোগ অনন্য।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
‘আর তোমরা আনন্দের সাথে স্ত্রীদের মোহর আদায় করে দাও। তবে যদি তারা স্বেচ্ছায় কিছু অংশ মাফ করে দেয়, তাহলে তা সানন্দে ভোগ করতে পারো। সুরা আন নিসা।’ আয়াত-৪
আল-কুরআনের এ নির্দেশনার সফল পরিপালন সকলের নিকট সহজ করতেই ইসলামী ব্যাংকের এ উদ্যোগ।
সাধারণত ৫ বছর ও ১০ বছর মেয়াদে এ হিসাব খোলা হয়।
• কিস্তির হার
* মোহরের অপরিশোধিত অংশের পরিমান অনুসারে ৫০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত যে কোন টাকার গুণিতক হারে।
* স্ত্রীর নামে এ হিসাব খুলতে হবে। তবে অবিবাহিত পুরুষও নিজ নামে এ হিসাব খুলতে পারেন।
* হিসাব খোলার সময়ই কিস্তির হার ও মেয়াদ নির্ধারণ করতে হবে। পরবর্তীতে তা পরিবর্তন করা যাবেনা।
• এই হিসাব খোলার নিয়মাবলী
ক. ব্যাংক নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হয়।
খ. নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়।
গ. স্বামী ও স্ত্রী প্রত্যেকের ২ কপি ছবি অন্য হিসাবধারী দ্বারা সত্যায়িত।
ঘ. জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
ঙ. নমিনীর এক কপি ছবি।
• এই হিসাবের সুবিধা সমূহ
১. ঝামেলা কম।
২. মুনাফার হার বেশি।
৩. মেয়াদ পূর্ণ হলে টাকা উত্তোলন না করলে সেভিংস এর রেটে অতিরিক্ত মুনাফা পাওয়া যায়।
৪. অন্য শাখায় হিসাব স্থানান্তর করা যায়।
৫. ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় গ্রাহকের সঞ্চয়ী/ চলতি হিসাব থাকলে তা হতে অটোম্যাটিক কিস্তির টাকা স্থানান্তরের সুবিধা।
৬. অন্য শাখা থেকে অনলাইনের মাধ্যমে বা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে কিস্তির টাকা জমা দেয়া যায়।
৭. iBanking বা mCash এর মাধ্যমে কিস্তির টাকা জমা দেয়া যায়।
• ইসলামী ব্যাংক মুদারাবা মোহর সেভিংস একাউন্ট (MMSA) আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন
ব্যক্তিক হিসাব অথবা অ-ব্যক্তিক হিসাব
• বিস্তারিত জানতে
ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০
আজ এ পর্যন্ত। আবার অন্য কোন বিষয় নিয়ে আসব আপনাদের মাঝে ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।