সাম্প্রতিক ব্যাংক নিউজ
ইসলামী ব্যাংকে ডিজিটাল পেমেন্ট সেবা চালু
কিউআর কোড ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট সেবার একটি অ্যাপ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বুধবার (১৭ নভেম্বর, ২০২১) ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুনিরুল মওলা এ অ্যাপ উদ্বোধন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসএসএল কমার্সের কারিগরি সহযোগিতায় ইসলামী ব্যাংক গ্রাহকদের এ সেবা দেবে।
এস এস এল কমার্স গ্রুপের উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, ওমর ফারুক খান, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।