ইন্টারনেট ব্যাংকিংইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিবিকল্প ব্যাংকিং

ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং- ব্যাংকিং এখন যখন তখন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত ব্যাংক হিসেবে ১৯৮৩ সালে তাদের পথ চলা শুরু করে। iBanking বা ইন্টারনেট ব্যাংকিং আধুনিক ব্যাংকিং সেবায় ব্যাংকের নতুন সংযোজন। এর মাধ্যমে অনেক ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যায়। Islami Bank ইন্টারনেট ব্যাংকিং এ Registration করে ঘরে বসেই বিদ্যুৎ বিল, বাংলালায়ন, কিউবি বিল প্রদান ও মোবাইল রিচার্জ এবং বিভিন্ন ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার অতি সহজ একটি পদ্ধতি। এই সার্ভিস পাওয়ার জন্য আপনার ইসলামী ব্যাংকে একটি সেভিংস হিসাব/ চলতি হিসাব/ এসএনডি/ ফার্মার্স হিসাব/ স্টুডেন্ট সেভিংস হিসাব থাকতে হবে।

IBBL iBanking ব্যাংকিং এখন যখন তখন
ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কর্মস্থলে, বাসায় কিংবা চলার পথে খুবই সহজ, নিরাপদ ও দ্রুত সেরে নেয়া যাবে আপনার ব্যাংকিং চাহিদার প্রায় সবটুকুই। গ্রাহকবান্ধব এ সেবা এখন দিন রাত ২৪ ঘণ্টা আপনার হাতের নাগালে।

IBBL iBanking ঝুকিমুক্ত ব্যাংকিং সেবা
❏ Two factor authentication (Login Password & One Time Key) এর মাধ্যমে বিশ্বের যেকোন স্থান থেকে ২৪ ঘন্টা ঝুঁকিমুক্ত ব্যাংকিং সেবা।
❏ নতুন ডিভাইস থেকে লগইন এর ক্ষেত্রে One Time Key এর মাধ্যমে Authentication চাওয়া।

IBBL iBanking এর সুবিধা
নিম্নে ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং (IBBL iBanking) এর সুবিধাসমূহ তুলে ধরা হলো-

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

• একাউন্ট সংক্রান্ত সেবা
❏ একাউন্টের ব্যালেন্স দেখা
❏ একাউন্ট স্টেটমেন্ট দেখা
❏ ট্রানজেকশন সামারি দেখা।

• লেনদেন সংক্রান্ত সেবা
❏ আই ট্রান্সফার (ফান্ড ট্রান্সফার) অর্থাৎ এক একাউন্ট থেকে অন্য একাউন্ট এ অর্থ স্থানান্তর
❏ আইবিবিএল টু আইবিবিএল
❏ আইবিবিএল টু অন্যান্য ব্যাংক।

• iRecharge (যেকোন মোবাইলে রিচার্জ)
❏ ইন্টারনেট থেকে আপনার মোবাইল ব্যালান্স রিচার্জ করতে পারবেন। জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল গ্রাহকদের (পোস্টপেইড ও প্রিপেইড) জন্য এয়ারটাইম রিচার্জ/ ফ্লেক্সিলোড/মোবাইল টপআপ করা যায়।
❏ টেলিটক গ্রাহকগণ শুধুমাত্র প্রিপেইড প্যাকেজের সাথে তাদের সেল নম্বর রিচার্জ করতে পারবেন।

• বিনিয়োগ সংক্রান্ত সেবা
❏ বিনিয়োগ একাউন্ট স্টেটমেন্ট দেখা
❏ কাস্টমার ওয়াইজ লায়াবিলিটি দেখা
❏ মোড ওয়াইজ লায়াবিলিটি দেখা
❏ এক নজরে পার্টি ওয়াইজ লায়াবিলিটি দেখা।

• বৈদেশিক লেনদেন সংক্রান্ত সেবা
❏ বৈদেশিক লেনদেনের বিবরণী
❏ বিল ক্রয়ের বিবরণী (Cost Sheet)
❏ এফসি বিল গ্রহনের বিবরণী (Cost Sheet)
❏ FC বিল নেগোসিয়েশনের বিবরণী (Cost Sheet)
❏ Foreign TT পরিশোধের বিবরণী ইত্যাদি।

• ক্লিয়ারিং ইন্সট্রুমেন্ট সংক্রান্ত সেবা
❏ ক্রেডিট ক্লিয়ারিং ইন্সট্রুমেন্ট স্ট্যাটাস
❏ ডেবিট ক্লিয়ারিং ইন্সট্রুমেন্ট স্ট্যাটাস

• এফটিটি ও এফডিডি সংক্রান্ত সেবা
❏ এফটিটি ম্যাসেজ সার্চ করা
❏ এফডিডি পেমেন্ট সার্চ করা।

• চেক পরিচালনা সংক্রান্ত সেবা
❏ নতুন চেক বই ইস্যু অনুরোধ
❏ চেক পেমেন্ট বন্ধ করা।

এছাড়াও আপনি নিম্নোক্ত সেবা গুলো পাবেন এর মাধ্যমে
• খিদমাহ ক্রেডিট কার্ড–বিল পে
• জিপি ওয়ালেট রিফিল
• আরটিজিএস ফান্ড ট্রান্সফার
• এনপিএসবি ফান্ড ট্রান্সফার।

IBBL iBanking এর শর্তাবলী
❏ সর্বাধিক ১০০০ টাকা ও সর্বনিম্ন ১০ টাকা (প্রি-পেইড প্যাকেজের জন্য)।
❏ সর্বাধিক ১০,০০০ টাকা ও সর্বনিম্ন ৫০ টাকা (পোস্ট-পেইড প্যাকেজের জন্য)।
❏ iRecharge এর জন্য কোনও চার্জ নাই, ফ্রি।
❏ প্রতিদিন সর্বোচ্চ ৫০ বার রিচার্জ করা যাবে।

iTransfer (Fund Transfer) এর সুবিধা
❏ আপনার একাউন্ট হতে অন্য একাউন্ট এ ফান্ড ট্রানাস্ফার করা যাবে।
❏ সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত প্রতিদিন মোট ১০ টি লেনদেন করা যাবে।
❏ প্রথমে ইন্টারনেট হতে iTransfer (Fund Transfer) এর রেজিষ্ট্রেশন করে শাখা হতে পিন নম্বর সংগ্রহ করতে হবে।

IBBL iBanking এর চার্জ
❏ ০.২৫ টাকা/ হাজার।
❏ সর্বনিম্ন ৫ টাকা
❏ সর্বোচ্চ চার্জ ১০০ টাকা। (চার্জের সাথে সরকারি নিয়ম অনুসারে ভ্যাট যুক্ত হবে)
❏ MSSA/MMSA/MHSA/MWCDA একাউন্টে জমা ফ্রি।
❏ একই শাখার একাউন্টে Fund Transfer ফ্রি।

ওয়াই ম্যাক্স রিচার্জ
❏ এই সেবার মাধ্যমে WiMax রিচার্জ/ বিল পরিশোধ করা আপনার জন্য সহজতর হবে। বর্তমানে ‘Banglalion’ এবং ‘Qubee’ এই সেবার মাধ্যমে পাওয়া যায়।
❏ প্রতিদিন ৫ টি লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ ৩০,০০০ টাকা।
❏ প্রতিটি রিচার্জ ৬,০০০ টাকা।

ইউটিলিটি বিল পেমেন্ট সিস্টেম
❏ এর মাধ্যমে আপনার IBBL অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল ও গ্যাস বিল পরিশোধ করতে পারবেন। সফল বিল পরিশোধ করার পর একটি SMS বিজ্ঞপ্তি গ্রাহকের সেল নম্বরে পাঠানো হবে।
❏ পিডিবি, ডিপিডিসি, ডেসকো, তিতাস গ্যাস, কর্ণফুলী গ্যাস, বাখরাবাদ গ্যাস, জালালাবাদ গ্যাস, সিওয়াসা, কেওয়াসা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর বিল পরিশোধ।

বিদ্যুৎ বিলে চার্জ প্রযোজ্য
❏ ০ টাকা – ৪০০ টাকা পর্যন্ত= ৫ টাকা
❏ ৪০১ টাকা – ১,৫০০ টাকা পর্যন্ত= ১০ টাকা
❏ ১,৫০০ টাকা – ৫,০০০ টাকা পর্যন্ত= ১৫ টাকা
❏ ৫,০০১ টাকা – ৫০,০০,০০০ টাকা পর্যন্ত= ২৫ টাকা।

ই-কমার্স/ মার্চেন্ট পেমেন্ট/ ফিস পেমেন্ট/ অনলাইন পণ্য ক্রয়-বিক্রয়/ টিকেট ক্রয়
❏ ই-কমার্সের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়, মার্চেন্ট পেমেন্ট ও ট্রেনের টিকেট ক্রয়
❏ স্কুল ফিস পেমেন্ট
❏ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহৃত সফটওয়্যার এর সাথে সংযুক্তিকরণ সুবিধা।

IBBL iBanking এর পাসওয়ার্ড
❏ পাসওয়ার্ড মিনিমাম ১২ সংখ্যার হবে।
❏ ছোট, বড় ও সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার মিলে পাসওয়ার্ড সেট করতে হবে।

আইবিবিএল ইন্টারনেট ব্যাংকিং এর রেজিস্ট্রেশনের জন্য নির্দেশিকা
❏ গ্রাহকের একটি সচল এবং নিয়মিত ব্যবহৃত ই-মেইল থাকতে হবে।
❏ গ্রাহকের ই-মেইলটি iBanking এর User ID হিসাবে ব্যবহৃত হবে।
❏ গ্রাহকের ১৭ ডিজিটের পূর্ণ একাউন্ট নাম্বার এবং ১৩ ডিজিটের কাস্টমার আইডি ব্যাংক শাখা থেকে অথবা কল সেন্টার থেকে (১৬২৫৯/+৮৮০২৮৩৩১০৯০) সংগ্রহ করে রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করতে হবে।
❏ রেজিস্ট্রেশনের সময় @hotmail.com/ @msn.com/ @live.com/ @aol.com ই-মেইল ব্যবহার না করা বাঞ্ছনীয়।
❏ ব্যাংকের পাঠানো ই-মেইল চেক করার সময় গ্রাহকের ই-মেইল এর Inbox এ দেখতে হবে (না পাওয়া গেলে অবশ্যই Spam Box-এ দেখতে হবে)।
❏ রেজিস্ট্রেশন করার সময় একটি ফোন নাম্বার ও জন্ম তারিখ বাধ্যতামূলকভাবে দিতে হবে। পরবর্তীতে Unbanned Request পাঠানোর জন্য তথ্যগুলো সংরক্ষণ করতে হবে।
❏ কর্পোরেট ক্লায়েন্টদের ক্ষেত্রে (কোম্পানি, এক্সচেঞ্জ হাউস, ইনস্টিটিউট গ্রুপ)
– কর্মকর্তা/কর্মচারীদের ব্যক্তিগত ই-মেইল আইডির পরিবর্তে কোম্পানির ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
– গ্রুপ অফ কোম্পানির ক্ষেত্রে, অথবা যারা এক/ একাধিক অ্যাকাউন্টে বিপরীতে একাধিক অ্যাক্সেস দিতে চায় তাদেরকে একটি মাত্র ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

IBBL iBanking Registration এর পদ্ধতি
❏ প্রথমে আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে https://ibblportal.islamibankbd.com এই ঠিকানায় প্রবেশ করুন।
❏ এরপর আইবিবিএল iBanking পেজে Sign up অপশনে ক্লিক করুন।
❏ ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমে সাথে ই-মেইল এ্যাড্রেস দিয়ে সাবমিট করুন।
❏ আপনার ই-মেইলে একটি লিংক পাবেন সে লিংকে ক্লিক করলে মূল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।
❏ এরপর যে পেজ আসবে সেই পেজে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, NID নম্বর দিয়ে সাবমিট দিন।
❏ নতুন একটি পেজ আসবে সেই পেজে আপনার অ্যাকাউন্টের ১৭ ডিজিট নাম্বার ও ১৩ ডিজিটের আইডি নাম্বার দিয়ে সাবমিট দিন।
❏ নতুন পেজে আপনার দেশ সিলেক্ট করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিন (পাসওয়ার্ড মিনিমাম ১২ সংখ্যার হবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম্বল এবং নাম্বার মিলে পাসওয়ার্ড সেট করতে হবে)।
❏ আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোডের ম্যাসেজ পাবেন।
❏ এরপর যে পেজ আসবে সেই পেজে আপনার মোবাইলে প্রাপ্ত ভেরিফিকেশন কোড এবং Challenge Image দিয়ে সাবমিট দিন।
❏ আপনার রেজিষ্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
❏ এরপর ফাইনাল যে পেজ আসবে সেই পেজটি প্রিন্ট করার পর স্বাক্ষর করে সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।
❏ ব্যাংক কর্মকর্তাগণ তা Verify করে অনুমোদন করেন।
❏ শাখা থেকে অনুমোদন করার পর পরই একটি এ্যাক্টিভেশন মেইল চলে যায় গ্রাহকের ই-মেইল এ।
❏ ই-মেইল খুলে তাতে নির্দেশিত পদ্ধতি অনুসরণ করে iBanking অ্যাক্টিভেট করতে হবে।

• পিডিএফ ম্যানুয়াল পেতে ক্লিক করুন এখানে

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ info@islamibankbd.com
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com

কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল

২ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button