ইসলামী ব্যাংক হজ্জ কার্ড ক্যাম্পেইন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড “হজ্জযাত্রীর সেবায় ইসলামী ব্যাংক হজ্জ কার্ড নিশ্চিন্ত, নিরাপদ” এই স্লোগানকে সামনে রেখে হাজীদের সুবিধার্থে নিয়ে এসেছে হজ্জ কার্ড৷
• সম্মানিত হাজিগণকে ইসলামী ব্যাংক ২০১৪ সাল থেকে হজ্জ প্রিপেইড কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রায় লেনদেনের সুবিধা দিয়ে আসছে।
• এই কার্ড দিয়ে হাজিগণ সৌদি আরবে কেনাকাটা ও নগদ অর্থ (রিয়েল) উত্তোলন করতে পারবেন। যা নগদ অর্থ বহনের ঝুঁকি থেকে মুক্ত রাখবে।
• হজ্জ কার্ড ক্যাম্পেইন ২৫ জুন থেকে ১০ আগস্ট ২০১৯ পর্যন্ত চলবে।
হজ্জ কার্ড ছাড়াও হজ্জ চলাকালে ব্যবহার করুন-
• ট্রাভেল কার্ড;
•খিদমাহ ক্রেডিট কার্ড।
ইসলামী ব্যাংক হজ্জ কার্ডে সুবিধা
• সৌদি আরবে VISA লোগোযুক্ত এটিএম বুথ থেকে সৌদি রিয়াল উত্তোলন;
• POS মেশিনের মাধ্যমে সৌদি আরবের মার্কেট ও শপিং মলে পণ্য ক্রয়;
• কার্ডে লোডকৃত অব্যবহৃত USD দেশে এসে সমপরিমাণ টাকায় উত্তোলন সুবিধা।
ক্যাম্পেইন চলাকালীন হজ্জ কার্ড গ্রহন করলে হাজীগণ নিম্নোক্ত সুবিধা পাবেন
• ব্যক্তিগত ও এজেন্সি হজ্জ কার্ডে সর্বনিম্ন USD 500 এনডোর্সমেন্ট এ প্রত্যেক হজ্জযাত্রী পাচ্ছেন- ছাতা, পাসপোর্ট ব্যাগ, হজ্জ ব্যাগ, পাথর ব্যাগ ইত্যাদি।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ info@islamibankbd.com
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com
কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল