মনিটারি পলিসি বা মুদ্রানীতির হাতিয়ার
মুদ্রানীতি বা আর্থিক নীতি, বিশেষ করে অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়ন্ত্রণ, গ্রহণ অর্থনৈতিক কার্যকলাপ প্রভাবিত করতে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা বোঝায়। অর্জন বা একটি নির্দিষ্ট নীতি লক্ষ্য বজায় রাখার জন্য- মুদ্রাস্ফীতি হিসাবে, পূর্ণ কর্মসংস্থান বা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন।
মুদ্রানীতির বিভিন্ন হাতিয়ার (Instruments of Monetary Policy)
মুদ্রানীতি বা আর্থিক নীতির মূল লক্ষ্য হচ্ছে, দামস্তরের স্থিতিশীলতার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং পূর্ণ নিয়োগস্তর অর্জন করা। আর এই লক্ষ্যে সরকার অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য যেসকল উপায় অবলম্বন করে তাদেরকে মুদ্রানীতি বা আর্থিক নীতির উপকরণ বা হাতিয়ার বলা হয়। যেমন:
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
১. ধাতব মুদ্রা ও কাগজি নোট ইস্যু নিয়ন্ত্রন:
দেশের অর্থ সরবরাহে ঘাটতি দেখা দিলে সরকার প্রয়োজনে অর্থের যোগান বাড়ানোর জন্য নতুন ধাতব মুদ্রা ও কাগজি নোট প্রচলন করতে পারে। আবার অতিরিক্ত অর্থ সরবরাহের কারণে মুদ্রাস্ফীতির আশংকা দেখো দিলে সরকার পুরাতন ধাতব মুদ্রা বা কাগজি নোট বাতিল কিংবা ক্ষেত্র বিশেষে নির্দিষ্ট মানের মুদ্রা নিষিদ্ধ ঘোষণা করতে পারে।
২. খোলা বাজার কার্যক্রম:
সরকার কেন্দ্রীয় ব্যাংক কিংবা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণপত্র, সঞ্চয়পত্র, বন্ড ইত্যাদি খোলা বাজারে ক্রয়-বিক্রয় করে থাকে। যখন অর্থনীতিতে অর্থের যোগান বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি বিরাজ করে তখন সরকার জনগণের কাছে আকর্ষণীয় সুদের হারে বিভিন্ন ধরনের ঋণপত্র, সঞ্চয়পত্র এবং বন্ড বিক্রি করে। ফলে বাজারে অর্থের যোগান হ্রাস পায়। বিপরীত অবস্থায় অর্থাৎ মন্দা বা বেকারত্ব দূরীকরণের জন্য সরকার ঋণপত্র ও সঞ্চয়পত্র ক্রয় করলে জনগণের হাতে নগদ অর্থ বেড়ে যায়, অর্থের যোগান বাড়ে।
৩. ব্যাংক হারের পরিবর্তন:
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে যে হারে ঋণ প্রদান করে। সরকারের আদেশে কেন্দ্রীয় ব্যাংক তার ব্যাংক হার পরিবর্তন করে অর্থের যোগান নিয়ন্ত্রন করে।
৪. রিজার্ভ হারের পরিবর্তন:
বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের আমানতকারীদের কাছ থেকে দৈনিক জমা পড়া নগদ অর্থের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। রিজার্ভ হার বাড়লে ব্যাংকসমূহের ঋণদান ক্ষমতা কমে, অর্থের যোগান কমে। বিপরীতে বাড়ে।
৫. গুণগত হাতিয়ার:
উপরিউক্ত পরিমাণগত হাতিয়ার ছাড়াও রয়েছে গুণগত হাতিয়ার। যেমন নৈতিক চাপ সৃষ্টি, উৎসাহ প্রদান, ঋণের রেশনিং, বিশেষ কোন খাতে ঋণদান নিষিদ্ধ।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |