ফরেন এক্সচেঞ্জ

ফরেন এক্সচেঞ্জ এর জরুরী কিছু নোট

ফরেক্স বিনিয়োগ মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ আর এখানে বিনিয়োগকারী এবং স্পেকুলেটররা কারেন্সি মার্কেটে ট্রেড করে। বিনিয়োগকারী যেমন স্টক অথবা কমোডিটিতে ট্রেড করতে পারে, একজন ইনভেস্টর কারেন্সিতেও সেভাবে ট্রেড করতে পারে এবং ২টি দেশের কারেন্সির এক্সচেঞ্জ রেটের পার্থক্যের মধ্যে দিয়ে লাভ করতে পারে। ফরেন এক্সচেঞ্জ (Foreign Exchange) এর জরুরী কিছু নোট নিম্নে তুলে ধরা হলো-

Document against Acceptance Bills:
১. Acceptance অর্থ দায়গ্রহ‌নের সম্ম‌তি।
২. আমদানীকারক Bill of Exchange এ সম্ম‌তি সুচক স্বাক্ষর করে।
৩. আমদানী কারক স্বাক্ষর দি‌লে মা‌লের দ‌লিল তা‌কে হস্তান্তর করা হয়।
৪. Accept করা Bill নি‌র্দিষ্ট তা‌রি‌খে প‌রি‌শোধ‌যোগ্য।
৫. Document পে‌য়ে আমদানী কারক মালামাল খালাস ক‌রে নেয়।

Document against Payment Bill:
১. আমদানীকারক তার ব্যাংক এ মুল্য প‌রি‌শোধ কর‌লে Document হস্তান্তর করা হয়।
২. Letter of Credit সংক্রান্ত চার্জ ও ক‌মিশন বাচা‌তে এ পদ্ধতি গ্রহন করা হয়।
৩. এ পদ্ধ‌তি‌তে আমদানীকারক মূল্য প‌রি‌শোধ এ গ‌ড়িম‌সি করার সম্ভাবনা থা‌কে।
৪. আমদানীকারক মাল নি‌তে অস্বীকার করতে পা‌রে।
৫. কখনও কখনও রপ্তানীকারক মাল দে‌শে ফেরত নি‌তে বাধ্য হয়।

Euro Currency:
১. Euro Currency নি‌র্দিষ্ট কোন দে‌শের মূদ্রা না।
২. এক‌দে‌শের মুদ্রা অন্য দে‌শে লেন‌দেন হ‌লে বা ধার-কর্জ করা হ‌লে সে Currency এর না‌মের পূ‌র্বে Euro সং‌যোগ করা হয়।
৩. Euro Currency গু‌লোর ম‌ধ্যে উল্লেখ্য‌যোগ্য হ‌লো Euro Mark, Euro Yen, Euro Doller.
৪. Euro এবং Euro Currency এক নয়।
৫. Euro Currency তে শুধুমাত্র মা‌লিকানা প‌রিবর্তন হয় কারণ বেশী লাভ পে‌তে অন্য‌কে ধার দেওয়া হ‌লেও মুদ্রা‌টি দে‌শের ভৌগ‌লিক সীমা অতিক্রম ক‌রে না।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Value Date:
১. যে Date এ দু‌টি Currency বি‌নিময় হবে তা‌কে ব‌লে Value Date.
২. এক‌দি‌নে Delivery করার কার‌নে কোন ব্যাং‌কে স‌ুদ বাবদ কোন লোকসান দি‌তে হয় না।
৩. এক‌টি নি‌র্দিষ্ট Date এ দু‌টি ব্যাংক একে অপ‌রের Nostra A/C এ জমার চু‌ক্তি ক‌রে।
৪. আন্তর্জাতীক রী‌তি অনুযায়ী দুই কার্য‌দিবস প‌রে তহ‌বিল ডে‌লিভারী করা যায়।
৫. আন্তর্জাতীক বাজা‌রে Value Date টার্ম‌টি অত্যান্ত জন‌প্রিয়।

Swap:
১. SWAP শ‌ব্দের আক্ষ‌রিক অর্থ বদলাবদ‌লি করা।
২. Spot Market এ ক্রয় ক‌রে Forward Market এ বিক্রয় করা‌কে SWAP ব‌লে।
৩. ক্রয় এবং বিক্রয় এর মা‌ঝে যা অতি‌রিক্ত তা‌কে ব‌লে SWAP Margin.
৪. বি‌ভিন্ন মেয়া‌দের Forward ক্রয় বিক্রয় করা য‌ায়।
৫. বাংলা‌দে‌শে SWAP এর ব্যবহার তেমন নাই।

Pecking Credit:
১. রপ্তানীকারক‌কে পন্য সংগ্রহ, প্র‌ক্রিয়া করন, বন্দ‌রে প‌রিবহন বা অনান্য খরচ নির্বাহ কর‌তে যে ঋণ প্রদান করা হয় তা‌কে ব‌লে Pecking Credit.
২. Pecking Credit কে Pres shipment export Credit ও বলা হয়।
৩. সাধারনত বি‌দেশী ক্রেতার কাছ থে‌কে LC পাওয়ার পর এ ঋণ দেওয়া হয়।
৪. বাংলা‌দে‌শের রপ্তানীকে উৎসাহ যোগা‌তে এ ঋণ‌কে বি‌শেষ গুরুত্ব দেওয়া হয়।
৫. রপ্তানী পণ্য হাইপো‌থি‌কেসন ও অনান্য চার্জ Document গ্রাহ‌কের কাছ থে‌কে পাওয়ার পর তহ‌বিল হস্তান্তর করা হয়।

আরও দেখুন:
বৈদেশিক মুদ্রা বাজার কি?
ব্যালেন্স অব পেমেন্ট কী?
ফরেক্স কি? ফরেক্স, স্টক এক্সচেঞ্জ এবং অন্যান্য মার্কেট

কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল।

২ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button