আইএফআইসি ব্যাংক পরিবহন লোন
আইএফআইসি ব্যাংক পরিবহন লোন ব্যক্তিগত, ব্যবসায়িক উদ্যোগে (পাবলিক লিমিটেড সংস্থা ব্যতীত) পরিবহণ ব্যবসায় নিযুক্তদের জন্য দেয়া হয়ে থাকে। কমপক্ষে দুই বছর পরিবহণ ব্যবসায় অভিজ্ঞতা থাকতে হবে।
ঋণের উদ্দেশ্য
❏ বাণিজ্যিক ব্যবহারের জন্য রোড/ জল পরিবহন ক্রয়ের জন্য লোন।
ঋণের প্রকৃতি
❏ মেয়াদি ঋণ।
ঋণের পরিমাণ
❏ সর্বাধিক ৫০ লক্ষ টাকা।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ঋণ সময়কাল
❏ সর্বোচ্চ ৪৮ (আট চল্লিশ) মাস।
ঋণ পরিশোধ
❏ সমান মাসিক কিস্তি (EMI)।
প্রয়োজনীয় কাগজপত্র
❏ ঋণের আবেদন জমা দেওয়ার প্রাথমিক প্রয়োজনীয় কাগজপত্র-
❏ আবেদনপ্রার্থী এবং জামিনদাতার সর্বশেষ পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
❏ আবেদনপ্রার্থী এবং জামিনদাতার জাতীয় ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
❏ ইউটিলিটি বিলের ফটোকপি (গ্যাস/বিদ্যুৎ/পানি/পৌরসভার কর ইত্যাদি)।
❏ আবেদনপ্রার্থী এবং জামিনদাতার ব্যবসায় কার্ড/অফিস আইডি (যদি থাকে)।
❏ সর্বশেষ ট্যাক্স সার্টিফিকেট/ই-টিআইএন।
❏ ব্যবসায়ীদের জন্য ১২ মাসের এবং অন্যান্য শ্রেণীদের জন্য ৬ মাসের ব্যাংক বিবরণী।
❏ নিয়োগকর্তার কাছ থেকে পরিচিতি/লেটার অফ ইন্ট্রোডাকশন (LOI) (বেতনভোগী ব্যক্তিদের জন্য)।
❏ সকল ঋণ বিবরণী (সর্বশেষ সর্বনিম্ন ১২ মাস)।
❏ ক্রেডিট কার্ডের বিবৃতি যদি থাকে (সর্বশেষ ৬ মাস)।
❏ স্যালারি সার্টিফিকেট/ট্রেড লাইসেন্স/পেশাগত সর্বশেষ/এমওএ/ফর্ম XII ইত্যাদি।
❏ গাড়ির প্রাইস কোটেশন।
❏ আবেদনপ্রার্থী এবং ব্যাংকের নামে গাড়ি নিবন্ধিত হবে।
❏ আবেদনের সময় ইক্যুইটি অংশের সাথে বীমা খরচ এবং নিবন্ধকরণ ফি জমা দিতে হবে।
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৫ ও ৮৮ ০৯৬৬৬৭ ১৬২৫৫ নম্বরে কল করুন
❏ হান্টিং নম্বরঃ ৮৮ ০৯৬৬৬ ৭১৬২৫০
❏ ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৮৭১৫৪
❏ অথবা ইমেইল করুনঃ info@ificbankbd.com
পরিবহণ লোন করতে চাই
পরিবহন লোন করতে চাই