আইএফআইসি ব্যাংক পিএলসিবিনিয়োগ ও লোন

আইএফআইসি ব্যাংক পারসোনাল লোন

আপনার যে কোনও ব্যক্তিগত আর্থিক প্রয়োজন মেটাতে আইএফআইসি ব্যাংক ব্যক্তিগত ঋণ দিয়ে থাকে। আপনার যে কোনও ব্যক্তিগত নগদ অর্থের প্রয়োজনীয়তাকে সামনে রেখে একটি নমনীয়, দ্রুত এবং ঝামেলা-মুক্ত সমাধান দিয়ে থাকে।

লোনের বৈশিষ্ট্য
❏ যে কোনও ব্যক্তিগত প্রয়োজন মেটাতে ঋণ সুবিধা।
❏ প্রতিযোগিতামূলক সুদের হার।
❏ সর্বনিম্ন ঋণ প্রক্রিয়াকরণ ফি।
❏ দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ।
❏ কোন লুকায়িত চার্জ নেই।

প্রয়োজনীয় কাগজপত্র
ঋণের আবেদন জমা দেওয়ার প্রাথমিক প্রয়োজনীয় কাগজপত্র-
❏ আবেদনপ্রার্থী এবং জামিনদাতার সর্বশেষ পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
❏ আবেদনপ্রার্থী এবং জামিনদাতার জাতীয় ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
❏ ইউটিলিটি বিলের ফটোকপি (গ্যাস/বিদ্যুৎ/পানি/পৌরসভার কর ইত্যাদি)।
❏ আবেদনপ্রার্থী এবং জামিনদাতার ব্যবসায় কার্ড/অফিস আইডি (যদি থাকে)।
❏ সর্বশেষ ট্যাক্স সার্টিফিকেট/ই-টিআইএন।
❏ ৬ মাসের ব্যাংক বিবরণী।
❏ সকল ঋণ বিবরণী যদি থাকে (সর্বশেষ সর্বনিম্ন ১২ মাস)।
❏ ক্রেডিট কার্ডের বিবৃতি যদি থাকে (সর্বশেষ ৬ মাস)।
❏ স্যালারি সার্টিফিকেট।
❏ লিয়েনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৫ ও ৮৮ ০৯৬৬৬৭ ১৬২৫৫ নম্বরে কল করুন
❏ হান্টিং নম্বরঃ ৮৮ ০৯৬৬৬ ৭১৬২৫০
❏ ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৮৭১৫৪
❏ অথবা ইমেইল করুনঃ info@ificbankbd.com

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

৯ মন্তব্য

  1. আমি নেসকো লিমিটেড ( বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোড এর একটি প্রতিষ্ঠান ) এ স্থায়ি কর্মচারী৷ আমার বর্তমান সর্ব মোট বেতন বেসিক- 23430/= মোট বেতন 46816/= এবং মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা প্রতি মাসে 20000/ টাকা। আমার জরূরী ভাবে পরিবারের ও বাড়ি ঘরের কাজ করার জন্য 200000/= লোন প্রয়োজন৷ পাবনা ব্রাঞ্চ থেকে কি 2 সপ্তাহের মধ্যে দেওয়া সম্ভব হলে জানান।

  2. আমি একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানে চাকরি করি। আমার বর্তমান কোম্পানিতে চাকরির বয়স ছয় মাস, আমি কি কোন লোন পাবো। জানাবেন প্লিজ।

  3. তেলা মাথায় সকলেই তেল দেয়, মহিলা ব্যবসাই আমি, কাপরের দোকান চালাই, ব্যাংক লোনের জন্য গেলে বলে জায়গার দলিল আছে নাকি, না হলে লোন হবে কিনা, নিশ্চয়তা দিতে পারছি না, আর এই দিকে সবাই বলে নারী উন্নয়ন সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button