আইএফআইসি ব্যাংক এনএফসিডি একাউন্ট
আইএফআইসি ব্যাংক এনএফসিডি (নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট) অ্যাকাউন্ট অনিবাসী বাংলাদেশীদের জন্য একটি সুদ বহনকারী মেয়াদি আমানত হিসাব যা বিভিন্ন মেয়াদে বৈদেশিক মুদ্রার (মার্কিন ডলার/ জিবিপি/ ইউরো) সাথে খোলা যায়। এই হিসাবে দৈনিক এক্সচেঞ্জ রেট অনুসারে বিদেশী মুদ্রায় সুদ প্রদান করা হয়।
ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড
❏ ওয়েজ আর্নার্সরা তার নিজের নামে বা বেনিফিসিয়ারির নামে বৈদেশিক মুদ্রায় রেমিট্যান্সের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সুদের হারে পাঁচ বছরের মেয়াদে বাংলাদেশি টাকায় ওয়েজ আর্নার্স ডেভলপমেন্ট বন্ড কিনতে পারবেন।
❏ মেয়াদপূর্তির পূর্বে এনকাশমেন্টের ক্ষেত্রে সুদের হার কম প্রদান করা হবে।
❏ অটো নবায়ন সুবিধা রয়েছে।
ইউএসডি প্রিমিয়াম বন্ড
❏ এই বন্ডগুলো তিন বছরের মেয়াদে এফসি অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে ইস্যু করা যেতে পারে।
❏ মূল আমানত মার্কিন ডলারে প্রদানযোগ্য।
❏ সুদ বাংলাদেশি টাকায় প্রযোজ্য।
❏ ক্রেতারা চাইলে মূল টাকা বাংলাদেশি টাকায় পরিশোধ করা যাবে।
ইউএসডি বিনিয়োগ বন্ড
❏ এই বন্ডগুলো তিন বছরের মেয়াদে এফসি অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে ইস্যু করা যেতে পারে।
❏ মূল আমানত মার্কিন ডলারে প্রদানযোগ্য।
❏ সুদ বাংলাদেশি টাকায় প্রযোজ্য।
❏ ক্রেতারা চাইলে মূল টাকা বাংলাদেশি টাকায় পরিশোধ করা যাবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
নির্বাচিত হইবার যোগ্যতা
❏ ফরেন এক্সচেঞ্জ লেনদেনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশাবলী অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব এবং সাধারণভাবে বসবাসকারী সকল নাগরিকেরা আইএফআইসি ব্যাংক এনএফসিডি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
❏ বয়স: কমপক্ষে ১৮ বছর হতে হবে;
❏ নূন্যতম প্রাথমিক আমানত ১,০০০ মার্কিন ডলার বা ৫০০ জিবিপি বা সমতুল্য পরিমাণ।
❏ সুদের হার- প্রতিযোগিতামূলক সুদের হার।
❏ ব্যাংকের নিয়ম অনুযায়ী ফি এবং চার্জ প্রযোজ্য।
Formalities For Opening Foreign Currency Account (ফরেন কারেন্সি হিসাব খোলার নিয়মাবলী)
১. হিসাব খোলার ফর্ম যথাযথভাবে পূরণ এবং স্বাক্ষরিত হতে হবে।
২. মূল পাসপোর্ট যাচাইকরণের জন্য আনতে হবে এবং প্রথম সাত পৃষ্ঠার (এক সেট) ফটোকপি জমা দিতে হবে।
৩. চাকুরীর প্রমাণপত্র, উপার্জন সনদপত্র, পে-স্লিপ, চাকুরীর নিয়োগপত্র যাতে বাৎসরিক বা মাসিক আয় বর্ণিত থাকে বা সর্বশেষ আয়কর রিটার্ন ফরম এর অনুলিপি।
৪. পরিচয় প্রদানকারী কর্তৃক সত্যায়িত আবেদনকারীর সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
৫. নমিনী বা নমিনীগণের বিস্তারিত বিবরণ ও আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের ১ (এক) কপিপাসপোর্ট সাইজের ছবি।
৬. সার্ভিস/চুক্তি/নিয়োগের চিঠি/অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিসা, ইত্যাদি জমা দিতে হবে। হিসাব খোলার ফর্ম বাংলা বা ইংরেজিতে যথাযথভাবে অনুবাদকৃত হতে হবে।
৬. যদি ব্যক্তি বিদেশ থেকে হিসাব খুলতে চায় তবে প্রয়োজনীয় কাগজপত্র (আসল পাসপোর্ট ব্যতীত) বাংলাদেশ দূতাবাসের অনুমোদিত কর্মকর্তা কর্তৃক যথাযথভাবে সত্যায়িত করে পাঠানো হবে। এক্ষেত্রে আপনার স্বাক্ষর পাসপোর্ট এ দেয়া স্বাক্ষরের অনুরুপ হতে হবে।
৭. বিদেশী নাগরিকের ক্ষেত্রে পাসপোর্ট, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট এর অনুলিপি (বিদেশী পাসপোর্টের ক্ষেত্রে ”বাংলাদেশের জন্য ভিসা প্রযোজ্য নয়”) পৃষ্ঠাটি সংযুক্ত করতে হবে।
৮. হিসাব ঠিকানার স্বপক্ষে সাম্প্রতিক ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) এর অনুলিপি (যদি থাকে)।
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৫ ও ৮৮ ০৯৬৬৬৭ ১৬২৫৫ নম্বরে কল করুন
❏ হান্টিং নম্বরঃ ৮৮ ০৯৬৬৬ ৭১৬২৫০
❏ ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৮৭১৫৪
❏ অথবা ইমেইল করুনঃ info@ificbankbd.com