আইএফআইসি ব্যাংক লকার সার্ভিস
আইএফআইসি ব্যাংক বর্ধিত সুরক্ষা এবং গোপনীয়তা নিশ্চিত করে আপনার জন্য লকার সেবা দিয়ে থাকে। আপনি আইএফআইসি ব্যাংক লিমিটেডের এই লকার সুবিধাটি ব্যবহার করতে পারেন এবং যেকোন দুর্ভাগ্যজনক ঘটনা থেকে আপনার মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখতে পারেন।
লকার সার্ভিসের সুবিধা
❏ দ্রুত অ্যাক্সেস এবং সহজ প্রাপ্যতা;
❏ বিভিন্ন সাইজের লকার সুবিধা। অর্থাৎ ছোট, মাঝারি এবং বড়;
❏ লকার ন্যূনতম এক বছরের জন্য ভাড়া দেওয়া হয়। ভাড়া অগ্রিম প্রদানযোগ্য।
লকার সাইজ ও ফি
লকার সার্ভিসে বার্ষিক ভিত্তিতে নিম্নলিখিত ফি দিয়ে এই সেবা গ্রহণ করা যায়-
❏ লকার সাইজ বড়- বার্ষিক চার্জ= ১০,০০০ টাকা + ভ্যাট প্রতি বছর;
❏ লকার সাইজ মধ্যম- বার্ষিক চার্জ= ৮,০০০ টাকা + ভ্যাট প্রতি বছর;
❏ লকার সাইজ ছোট- বার্ষিক চার্জ= ৫,০০০ টাকা + ভ্যাট প্রতি বছর;
* সিকিউরিটি আমানত (ফেরতযোগ্য) ৬,০০০ টাকা;
* চাবি হারিয়ে গেলে রিপ্লেসমেন্ট ফি- হ্যান্ডলিং চার্জ ও এর ভাড়া এবং ১৫% ভ্যাট।
নির্বাচিত হইবার যোগ্যতা
❏ যেকোন ব্যক্তি (নাবালক ব্যতীত), ফার্মস, লিমিটেড কোম্পানি, সমিতি, ক্লাব, ট্রাস্ট, সোসাইটি ইত্যাদি।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
লকার সার্ভিসের শর্তাবলী
❏ লকার চার্জ পেমেন্ট করার জন্য আইএফআইসি ব্যাংকে একটি লিঙ্ক অ্যাকাউন্ট (কারেন্ট/ সেভিংস) থাকতে হবে;
❏ লকার চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে।
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৫ ও ৮৮ ০৯৬৬৬৭ ১৬২৫৫ নম্বরে কল করুন
❏ হান্টিং নম্বরঃ ৮৮ ০৯৬৬৬ ৭১৬২৫০
❏ ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৮৭১৫৪
❏ অথবা ইমেইল করুনঃ info@ificbankbd.com