আইএফআইসি ব্যাংক কৃষি সরঞ্জাম ঋণ
আইএফআইসি ব্যাংক কৃষি সরঞ্জাম ঋণ এর মাধ্যমে ব্যক্তি/ গ্রুপ ভিত্তিক ক্ষুদ্র স্তরের কৃষি ক্ষেত্রে নতুন পাওয়ার টিলার/ লাঙল (ট্র্যাক্টর) সহ পাওয়ার টিলার, লাঙলের সাথে একক সিলিন্ডার ট্র্যাক্টর, ট্রলির সাথে পাওয়ার টিলার, রোটাভেটার ইত্যাদি সরবরাহ করে।
নির্বাচিত হইবার যোগ্যতা
❏ যে কোন ব্যক্তি/ গ্রুপ (সর্বনিম্ন ০২ জন সদস্য সর্বাধিক ১০ জন) ঋণ অনুমোদনের সময় ১৮ বছরের বেশি এবং ৬০ বছরের কম বয়সী হতে হবে।
❏ কৃষি ভিত্তিক উত্পাদনের সাথে কমপক্ষে ৩ বছর জড়িত থাকতে হবে।
❏ নির্দিষ্ট এলাকায় স্থায়ীভাবে বসবাস করতে হবে।
ঋণের পরিমাণ
❏ সর্বনিম্ন ৫০ হাজার টাকা।
❏ সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা।
ঋণের সময়কাল
❏ সর্বনিম্ন ১২ (বারো) মাস।
❏ সর্বোচ্চ ৩৬ (ছত্রিশ) মাস।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ঋণের প্রকৃতি
❏ লিজ ফাইন্যান্সিং/ টার্ম লোন।
ঋণ পরিশোধ
❏ সমান মাসিক কিস্তি (EMI)।
জামানত
❏ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য জামানত প্রয়োজন নেই।
❏ দ্রুত প্রক্রিয়াকরণ এবং সর্বনিম্ন ফরমালিটিজ।
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৫ ও ৮৮ ০৯৬৬৬৭ ১৬২৫৫ নম্বরে কল করুন
❏ হান্টিং নম্বরঃ ৮৮ ০৯৬৬৬ ৭১৬২৫০
❏ ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৮৭১৫৪
❏ অথবা ইমেইল করুনঃ info@ificbankbd.com