আইএফআইসি ব্যাংক ইজি কমার্শিয়াল লোন
আর্থিক ইন্সট্রুমেন্ট এর বিপরীতে ব্যবসায় প্রতিষ্ঠান এর ঋণ সুবিধার জন্য (পাবলিক লিমিটেড সংস্থা ব্যতীত) যেমন এফডিআর, এমআইএস, পিএসএস অ্যাকাউন্ট, আইসিবি ইউনিট সার্টিফিকেট, ডব্লিউইডিবি, এনএফসিডি, শেয়ার সার্টিফিকেট এবং অন্য যেকোন সরকারী সিকিউরিটি।
উদ্দেশ্য
❏ ব্যবসায়িক মূলধন প্রয়োজন মেটাতে লোন।
সুদের হার
❏ আইএফআইসি ব্যাংকের ফিক্সড ডিপোজিট (এফডি) এর বিপরীতে ঋণ (সকল এফডি/ এফডি স্কিম) – এফডি হার + ২.০০%।
❏ অন্যান্য আর্থিক বাধ্যবাধকতার বিপরীতে ঋণ (পেনশন সেভিংস স্কিম/ সরকার অনুমোদিত সিকিওরিটিজ/ আইসিবি ইউনিট সার্টিফিকেট/ ডব্লিউইডিবি/ এনএফসিডি/ শেয়ার সার্টিফিকেট) – এফও হার + ৩.০০% (ন্যূনতম ১২.০০%)।
ঋণের প্রকৃতি
❏ কমার্শিয়াল লোন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ঋণ সময়কাল
❏ সর্বোচ্চ ১২ (বারো) মাস নবায়নযোগ্য।
ঋণ পরিশোধ
❏ পরিশোধ সময় সীমার মধ্যে যে কোন পরিমাণ।
প্রয়োজনীয় কাগজপত্র
ঋণের আবেদন জমা দেওয়ার প্রাথমিক প্রয়োজনীয় কাগজপত্র-
❏ আবেদনপ্রার্থী এবং জামিনদাতার সর্বশেষ পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
❏ আবেদনপ্রার্থী এবং জামিনদাতার জাতীয় ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
❏ ইউটিলিটি বিলের ফটোকপি (গ্যাস/বিদ্যুৎ/পানি/পৌরসভার কর ইত্যাদি)।
❏ আবেদনপ্রার্থী এবং জামিনদাতার ব্যবসায় কার্ড/অফিস আইডি (যদি থাকে)।
❏ সর্বশেষ ট্যাক্স সার্টিফিকেট/ই-টিআইএন (যদি থাকে)।
❏ ৬ মাসের ব্যাংক বিবরণী।
❏ সকল ঋণ বিবরণী যদি থাকে (সর্বশেষ সর্বনিম্ন ১২ মাস)।
❏ লিয়েনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৫ ও ৮৮ ০৯৬৬৬৭ ১৬২৫৫ নম্বরে কল করুন
❏ হান্টিং নম্বরঃ ৮৮ ০৯৬৬৬ ৭১৬২৫০
❏ ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৮৭১৫৪
❏ অথবা ইমেইল করুনঃ info@ificbankbd.com