আইএফআইসি ব্যাংক দুরন্ত সেভিংস অ্যাকাউন্ট
আইএফআইসি ব্যাংক দুরন্ত সেভিংস অ্যাকাউন্ট শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। কেবলমাত্র ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থী বা তাদের অভিভাবকরা এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এই হিসাবে কোন ধরনের রক্ষণাবেক্ষণের ফি নেই, আকর্ষণীয় সুদের হার, ন্যূনতম প্রাথমিক আমানত এবং দুর্দান্ত সব সুবিধা যেমন- ডিপিএস অ্যাকাউন্টধারীদের জন্য এক লাখ টাকার শিক্ষা বীমা পাশাপাশি ৫,০০০ টাকা স্কলারশিপ সুবিধা, দুরন্ত হিসাব নিজেকে ছাত্র এবং তাদের পিতামাতার জন্য নিখুঁত ব্যাংকিং সমাধান হিসাবে প্রতিষ্ঠিত করেছে।
হিসাবের বৈশিষ্ট্য
❏ শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ সঞ্চয়ী অ্যাকাউন্ট;
❏ ন্যূনতম প্রাথমিক আমানত জমা দিতে হয়;
❏ ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ড দিতে হয়;
❏ আকর্ষণীয় সুদের হার;
❏ সুদ দৈনিক ব্যালেন্স অনুযায়ী গণনা করে মাসিক ভিত্তিতে প্রদান করা হয়;
❏ ৫০০ টাকা কিস্তির ডিপিএস অ্যাকাউন্টধারীদের জন্য এক লাখ টাকার শিক্ষা বীমা সুবিধা;
❏ অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের জন্য ফ্রি রঙিন নোট বই;
❏ অভিভাবক বা আইনী অভিভাবক কর্তৃক যৌথভাবে পরিচালনা (নাবালক হলে);
❏ অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের জন্য ডেবিট কার্ডের সুবিধা;
❏ কোন অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি নেই;
❏ আবেদনকারীর বয়স ১৮ বছর হওয়ার পরে দুরন্ত অ্যাকাউন্ট অবশ্যই বন্ধ করতে হবে এবং গ্রাহকদের ইচ্ছা অনুযায়ী নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।
❏ মাইনর অ্যাকাউন্টে উত্তোলন সীমা ৫,০০০ টাকা;
❏ অভিভাবকদের মোবাইলে এসএমএসের মাধ্যমে লেনদেনের তথ্য প্রেরণ করা হবে;
❏ “স্কুল সেভিংস এ প্লাস” ডিপিএস চালু রাখলে ৫,০০০ টাকা স্কলারশিপের সুবিধা।
প্রয়োজনীয় কাগজপত্রঃ শিক্ষার্থী (১৮ বছরের নীচে)
শিক্ষার্থীদের জন্য:
❏ স্বাক্ষর সহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ স্টুডেন্ট আইডি বা সার্টিফিকেট বা টিউশন ফি স্লিপ (বিগত মাসের)।
❏ আবেদনপ্রার্থীর ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
❏ জন্ম সনদের কপি।
❏ নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
❏ নমিনীর আইডি কার্ডের কপি।
❏ একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারীর স্বাক্ষর।
অভিভাবক বা আইনী অভিভাবকের জন্য:
❏ জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
❏ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
❏ আইনী অভিভাবকত্বের প্রমাণ (পিতামাতা না হলে)।
❏ নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
❏ নমিনীর আইডি কার্ডের কপি।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৫ ও ৮৮ ০৯৬৬৬৭ ১৬২৫৫ নম্বরে কল করুন
❏ হান্টিং নম্বরঃ ৮৮ ০৯৬৬৬ ৭১৬২৫০
❏ ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৮৭১৫৪
❏ অথবা ইমেইল করুনঃ info@ificbankbd.com