আইএফআইসি ব্যাংক আমার বাড়ি লোন
আপনি যদি নিজের একটি বাড়ি থাকার স্বপ্ন দেখে থাকেন তবে আইএফআইসি আমার বাড়ি লোন হলো আপনার জন্য নিখুঁত আর্থিক সমাধান। এটি বাংলাদেশের সেই সকল ক্রেডিট যোগ্য ব্যক্তিদের জন্য যারা নতুন বা ব্যবহৃত অ্যাপার্টমেন্ট/ফ্ল্যাট কিনতে চান কিংবা বিদ্যমান ফ্ল্যাট/বাড়ি ইত্যাদি নির্মাণ/সংস্কার/প্রসারিত করতে চান তাদের বিদ্যমান বাড়ি/ফ্ল্যাট বন্ধক রেখে একটি আকর্ষণীয় ঋণ সুবিধার মাধ্যমে। আইএফআইসি ব্যাংক আমার বাড়ি গৃহ ঋণ দেয়া হয় মাত্র ৪৮ ঘন্টায়।
পণ্যের মূল বৈশিষ্ট্য
❏ ঋণের পরিমাণ ২ কোটি টাকা পর্যন্ত।
❏ মেয়াদ: বেতন ভোগীদের জন্য সর্বাধিক ২৫ বছর এবং প্রফেশনালদের জন্য সর্বাধিক ২০ বছর ।
❏ প্রতিযোগিতামূলক সুদের হার।
❏ টেকওভার লোনের জন্য এবং অতিরিক্ত অর্থায়নের জন্য কোন প্রসেসিং ফী নেই।
❏ সাধারণ শর্তাদি।
❏ দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ।
❏ কোনো হিডেন চার্জ নেই।
❏ Early Settlement- এ কোনো ফি এবং বিধি নিষেধ নেই।
❏ সেমি- পাকা বাড়ি নির্মাণেও লোন প্রাপ্তির সুযোগ।
❏ ঋণ প্রাপ্তির দিন থেকেই প্রিমিয়াম ওভারড্রাফট সুবিধা।
❏ তুলনামূলক কম খরচে অন্যান্য ঋণ একীভূত করার সুবিধা।
❏ নতুন লোন প্রাপ্তির ক্ষেত্রে ন্যূনতম প্রসেসিং ফি।
❏ কিস্তি প্রদানে গ্রেস পিরিওডের সুবিধা।
ফি ও চার্জ
❏ সম্পত্তি মূল্য নির্ধারণ চার্জ- সম্পত্তি মূল্যায়নের ০.৫%।
❏ সম্পত্তি বন্ধক চার্জ- ৮,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত।
❏ দ্রুত নিষ্পত্তি- বকেয়া লোনের পরিমাণের উপর ১% ফী।
❏ গ্রাহকের ধরনের উপর ভিত্তি করে সুদের হার ৮.৭৫% থেকে ৯.৫% পর্যন্ত হতে পারে।
❏ বিলম্বে পরিশোধ ফি- ৩%।
❏ প্রক্রিয়াকরণ ফী- ১% (টেকওভার লোনের জন্য এবং অতিরিক্ত অর্থায়নের জন্য কোন প্রসেসিং ফী নেই।)
❏ ডকুমেন্টেশন ফি- ৫ লক্ষ টাকা পর্যন্ত ৫০০ টাকা, ৫ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ১,০০০ টাকা, ২৫ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ২,০০০ টাকা, ৫০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ২,৫০০ টাকা, ১ কোটির উপরে হলে ৩,০০০ টাকা।
নির্বাচিত হওয়ার যোগ্যতা
❏ বয়স- ২২ থেকে ৬৫ বছর।
❏ সর্বনিম্ন আয়- চাকুরীজীবীদের জন্য ৩৫ হাজার টাকা এবং ব্যবসায়ীদের জন্য ৪০ হাজার টাকা।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রয়োজনীয় কাগজপত্র
❏ ঋণের আবেদন জমা দেওয়ার প্রাথমিক প্রয়োজনীয় কাগজপত্র-
❏ আবেদনপ্রার্থী এবং জামিনদাতার সর্বশেষ পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
❏ আবেদনপ্রার্থী এবং জামিনদাতার জাতীয় ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
❏ ইউটিলিটি বিলের ফটোকপি (গ্যাস/বিদ্যুৎ/পানি/পৌরসভার কর ইত্যাদি)।
❏ আবেদনপ্রার্থী এবং জামিনদাতার ব্যবসায় কার্ড/অফিস আইডি (যদি থাকে)।
❏ সর্বশেষ ট্যাক্স সার্টিফিকেট/ই-টিআইএন।
❏ ব্যবসায়ীদের জন্য ১২ মাসের এবং অন্যান্য শ্রেণীদের জন্য ৬ মাসের ব্যাংক বিবরণী।
❏ বাড়ি বা সম্পত্তির ভাড়া বা ইজারার চুক্তিপত্র (যদি থাকে)।
❏ নিয়োগকর্তার কাছ থেকে পরিচিতি/লেটার অফ ইন্ট্রোডাকশন (LOI) (বেতনভোগী ব্যক্তিদের জন্য)।
❏ সকল ঋণ বিবরণী (সর্বশেষ সর্বনিম্ন ১২ মাস)।
❏ ক্রেডিট কার্ডের বিবৃতি যদি থাকে (সর্বশেষ ৬ মাস)।
❏ স্যালারি সার্টিফিকেট/ট্রেড লাইসেন্স/পেশাগত সর্বশেষ/এমওএ/ফর্ম XII ইত্যাদি।
❏ অনুমোদিত কর্তৃপক্ষের নকশা ও পরিকল্পনা অনুমোদনের চিঠি।
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৫ ও ৮৮ ০৯৬৬৬৭ ১৬২৫৫ নম্বরে কল করুন
❏ হান্টিং নম্বরঃ ৮৮ ০৯৬৬৬ ৭১৬২৫০
❏ ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৮৭১৫৪
❏ অথবা ইমেইল করুনঃ info@ificbankbd.com
আমি একজন সরকারি চাকুরিজীবী মাসিক সেলারী ২৬ হাজার ও বাড়ি ভাড়া বাবদ পাই আরো ৩০ হাজার। আমি ৩৫ লক্ষ টাকা ঋন নিতে ইচ্ছুক। অনুগ্রহ করে জানাবেন আমি কি ঋন নিতে পারবো কি না।
আইএফআইসি ব্যাংকে যোগাযোগ করে দেখতে পারেন।
এই হোম লোন কী গ্রামে চালু আছে?
আমি ব্যবসায়ী। মগবাজার এলাকায় একটা বাড়ী কিনতে চাই, আমার তিন কোটি টাকা দরকার। আমার মাসে লক্ষ টাকার মত আয়। এই তিন কোটি টাকা কি লোন পাওয়া যাবে? আমি যে বাড়ী কিনতে চাই সে বাড়ী থেকে মাসে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায়। ২৫ বছরের কিস্তিতে মাসে কত টাকা আসবে। আমি কি যে বাড়ী কিনতে চাই। তিন কাঠা জায়গার উপর পাঁচ তলা বাড়ী। আমার ফোন নাম্বার 01790734900. আই এফ আই সি ব্যাংক যদি লোন দেয় তহলে আমার স্বপ্ন বাস্তব হবে। এই ব্যাংক থেকে লোন নিয়ে আমার শশুর মগবাজার তার বাড়ী সম্পন্ন করছে।
আমার ২০ লক্ষ টাকা লোন ১৫ বছর মেয়াদি ২৪ হাজার টাকা কিস্তি প্রতি মাসে।
আমার লোনটি ২০ বছর মেয়াদি করে ২৪ হাজার টাকা থেকে কমিয়ে আনার জন্য কি করতে হবে দয়া করে জানাবেন।
আইএফআইসি ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
হাউজ লোনের ক্ষেত্রে ১২ বছরের জন্য ২৫ লক্ষ টাকার মাসিক কিস্তি কত আসবে দয়া করে বলবেন।