আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসি

আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসি

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড (ICB Islamic Bank Limited) বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক যেটি মূলতঃ ইসলামী ব্যাংকিং ব্যবসায় জড়িত। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড ১৯৮৭ সালের এপ্রিল মাসে কোম্পানী আইন, ১৯১৩ এর অধীনে একটি পাবলিক লিমিটেড সংস্থা হিসাবে নিবন্ধিত হয়। প্রতিষ্ঠার পর এটি একটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে সকল ধরণের ব্যাংকিং, আর্থিক এবং ব্যবসায়িক কার্যক্রম সম্পাদনের অনুমতি পায়। ব্যাংকটি ইসলামিক আইন (শরিয়াহ) কঠোরভাবে মেনে তার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড ১৯৮৭ সালের ২০ মে বাণিজ্যিক ব্যাংক হিসাবে কাজ শুরু করে।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে (আলবেনিয়া, তানজানিয়া, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, বাংলাদেশ) আরও ১৩টি ব্যাংক আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ হোল্ডিংস এজির সদস্য। আন্তর্জাতিক ব্যাংক হিসাবে আইসিবি গ্রুপ নতুন হোস্ট দেশগুলোতে আরও উন্নতি করার চেষ্টা করছে। এছাড়াও এই গ্রুপটি সুইজারল্যান্ডে নিবন্ধিত হয়েছে। ব্যাংকটির হেড অফিস মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত।

বাংলাদেশে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এর ৩৩টি শাখা ও ১৩টি এটিএম বুথ রয়েছে। ব্যাংকটি দক্ষ ব্যাংকারদের দ্বারা সমৃদ্ধ, যারা তাদের কার্যক্রম দ্বারা আরও উন্নত সেবা দিতে প্রস্তুত এবং কেন্দ্রীয় ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আর্থিক উন্নয়নে অংশ নিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

এক নজরে

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
নামICB Islamic Bank Limited
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
লোগোICB Islamic Bank PLC
লিগ্যাল স্টাটাসপাবলিক লিমিটেড কোম্পানী
প্রতিষ্ঠাকাল১৯৮৭
ধরনপ্রাইভেট ব্যাংক
ক্যাটাগরিকমার্শিয়াল ব্যাংক
উৎপত্তিদেশী ব্যাংক
কোড২৩০
ঠিকানাটি.কে. ভবন (১৫ তলা), ১৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা -১২১৫
টেলিফোন+৮৮-০২-৫৫০১২০৬১, +৮৮-০২-৫৫০১২০৬৩, +৮৮-০২-৫৫০১২০৬৫
ফ্যাক্স
+৮৮-০২-৫৫০১২০৬০
মোবাইল+৮৮-০১৮৪১-২৪২২৪২
ইমেইলcare@icbislamic-bd.com; enquiry@icbislamic-bd.com
ওয়েবসাইটwww.icbislamic-bd.com
সুইফটBBSHBDDH
স্টক কোড
ICBIBANK – DSE CSE

সার্ভিস

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড (ICB Islamic Bank Limited) বাংলাদেশের একটি বণিজ্যিক ব্যাংক যেটি মূলতঃ ইসলামী ব্যাংকিং ব্যবসায় জড়িত। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড গ্রাহকদেরকে সকল ধরনের ব্যাংকিং সেবা সরবরাহ করে। নিম্নে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এর ব্যাংকিং সেবাসমূহ তুলে ধরা হলো।

সাধারণ ব্যাংকিং
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড গ্রাহকদেরকে সকল ধরনের ব্যাংকিং সেবা সরবরাহ করে। এর মধ্যে মুদারাবাহ সঞ্চয়ী অ্যাকাউন্ট এবং আল ওয়াদিয়াহ কারেন্ট অ্যাকাউন্টের মতো আমানত অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

আইসিবি ব্যাংক কর্তৃক প্রদত্ত অন্যান্য আমানত স্কিমগুলো হলো মুদারাবা স্বল্প মেয়াদী আমানত (এমএসটিডি) এবং আল-মুকুওফা এক্সেকিউটিভ অ্যাকাউন্ট। এই সকল অ্যাকাউন্ট খোলার জন্য একটি নির্দিষ্ট ন্যূনতম পরিমাণে টাকা জমা দেওয়া প্রয়োজন। ব্যাংক ইসলামী আইন (শরিয়াহ) এর সাথে সঙ্গতি রেখে আল ওয়াদিয়াহ কারেন্ট অ্যাকাউন্ট ব্যতীত প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে মুনাফা প্রদান করে।

আইসিবি ইসলামিক ব্যাংক পে অর্ডার, ফরেন ডিমান্ড ড্রাফট এবং আন্তঃব্যাংক লেনদেনের মতো তহবিল স্থানান্তর সেবা সরবরাহ করে।

বিনিয়োগ স্কিম
আইসিবি ইসলামিক ব্যাংক তার ক্লায়েন্টদের জন্য বেশ কয়েকটি বিনিয়োগ প্রকল্প চালু করেছে। এগুলো হলো-
✔ আইসিবি ইসলামিক ব্যাংক মনজিল (হোম) ফাইন্যান্স;
✔ আইসিবি ইসলামিক ব্যাংক রাহবার (অটো) ফাইন্যান্স; এবং
✔ সহিব (ব্যক্তিগত) ফাইন্যান্স।

আইসিবি এটিএম সার্ভিস
আইসিবি ইসলামিক ব্যাংক তার মূল্যবান ক্লায়েন্টদের জন্য এটিএম কার্ড চালু করেছে। আপনি আইসিবি ইসলামিক ব্যাংক এটিএম থেকে এবং কিউ-ক্যাশ, ওমনিবাস সাপোর্টেড এবং ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে আইসিবি ইসলামিক ব্যাংক এটিএম ছাড়া অন্যান্য এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করতে চার্জ প্রযোজ্য হবে।

আপনার মূল্যবান জিনিসগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ দলিলাদির সুরক্ষায় আইসিবি ইসলামিক ব্যাংক আপনাকে লকার সেবা দিয়ে থাকে। আইসিবি ইসলামিক ব্যাংক আপনার জন্য তিনটি বিভিন্ন আকারের লকার তৈরি করেছে। এগুলো ছোট, মাঝারি এবং বড় আকারের হয়ে থাকে। লকার সেবার জন্য চার্জ প্রযোজ্য।

আইসিবি ইসলামিক ব্যাংকের ডিপোজিট হিসাবসমূহ

আইসিবি ইসলামিক ব্যাংকের ডিপোজিট হিসাবসমূহ

আইসিবি ইসলামিক ব্যাংক তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের হিসাব খুলে থাকে। যেমন- চলতি, সঞ্চয়ী, ফিক্সড ডিপোজিট ইত্যাদি। নিম্নে আইসিবি ইসলামিক ...
আইসিবি ইসলামিক ব্যাংক বিনিয়োগ

আইসিবি ইসলামিক ব্যাংক বিনিয়োগ

আইসিবি ইসলামিক ব্যাংক তাদের ক্লায়েন্টদের জন্য বিভিন্ন ধরনের Investment বা বিনিয়োগ সুবিধা দিয়ে থাকে। আইসিবি ইসলামিক ব্যাংক বিনিয়োগ স্কিমগুলো প্রধানত ...
আইসিবি ইসলামিক ব্যাংক ডিপোজিট রেট

আইসিবি ইসলামিক ব্যাংক ডিপোজিট রেট

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড গ্রাহকদেরকে বিভিন্ন ধরনের আকর্ষনীয় ডিপোজিট এর বিপরীতে প্রফিট রেট দিয়ে থাকে। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এর ...
আইসিবি ইসলামিক ব্যাংক ডেবিট কার্ড

আইসিবি ইসলামিক ব্যাংক ডেবিট কার্ড

আইসিবি ইসলামিক ব্যাংক তার মূল্যবান ক্লায়েন্টদের জন্য এটিএম কার্ড চালু করেছে। আপনি আইসিবি ইসলামিক ব্যাংক এটিএম থেকে এবং কিউ-ক্যাশ, ওমনিবাস ...
আইসিবি ইসলামিক ব্যাংক লকার সার্ভিস

আইসিবি ইসলামিক ব্যাংক লকার সার্ভিস

আপনার মূল্যবান জিনিসগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ দলিলাদির সুরক্ষায় আইসিবি ইসলামিক ব্যাংক আপনাকে লকার সেবা দিয়ে থাকে। আইসিবি ইসলামিক ব্যাংক আপনার জন্য ...
আইসিবি ইসলামিক ব্যাংক এর শাখাসমূহ

আইসিবি ইসলামিক ব্যাংক এর শাখাসমূহ

বাংলাদেশে আইসিবি ইসলামিক ব্যাংক এর ৩৩টি শাখা রয়েছে। আপনি নিচের তালিকা থেকে সরাসরি আপনার নিকটবর্তী শাখাকে বেছে নিতে পারেন। আইসিবি ...
আইসিবি ইসলামিক ব্যাংক এর এটিএম বুথসমূহ

আইসিবি ইসলামিক ব্যাংক এর এটিএম বুথসমূহ

আইসিবি ইসলামিক ব্যাংক এর সারা দেশে ১৩টি ATM বুথ রয়েছে। আপনি নীচে তালিকা থেকে সরাসরি আপনার কাছাকাছি বুথটি বেছে নিতে ...
আইসিবি ইসলামিক ব্যাংক এর রাউটিং নম্বরসমূহ

আইসিবি ইসলামিক ব্যাংক এর রাউটিং নম্বরসমূহ

ব্যাংক রাউটিং নম্বর একটি নয় অঙ্কের সনাক্তকরণ নম্বর এবং এই নম্বর নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে সনাক্ত করে যার উপর অর্থ প্রদান ...

শাখা

বাংলাদেশে আইসিবি ইসলামিক ব্যাংক এর ৩৩টি শাখা রয়েছে। আপনি নিচের তালিকা থেকে সরাসরি আপনার নিকটবর্তী শাখাকে বেছে নিতে পারেন। আইসিবি ইসলামিক ব্যাংক এর ব্যাংক শাখার নাম, অবস্থান, টেলিফোন নম্বর সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ শাখার ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখাগুলোর নামের তালিকা সাজিয়েছি।

Dhaka Division

Name of Branch with AddressCell & Phone
PRINCIPAL OFFICE BRANCH
17, Motijheel C.A. Dhaka-1000
02-9560940, 02-9560876, 02-9572078
01811408251
IMAMGANJ BRANCH
4,4/5,5, Gulbadan Super Market Moulavi Bazar, Dhaka
02-57310339, 02-57313707
01833313610
VIP ROAD BRANCH
35/C, Naya Paltan, VIP Road, Dhaka
02-9341029, 02-48314486
01811418396
NARAYANGONJ BRANCH
Al-Haj Benu Tower (1st floor), 117 (Old), 152 (New), B.B Road, Narayanganj-1400.
02-7630276, 02-7630477
01811408266
NEW MARKET BRANCH
26, MIRPUR ROAD (2ND FLOOR), ABC MARKET, NEWMARKET, DHAKA-1205
02-58614105, 02-58613475, 02-9666204
01811-408257
BANGSHAL BRANCH
13, Bangshal Road ( 1st Floor) Dhaka-1100
02-9563007, 02-9562999
01811408259
NARSINGDHI BRANCH
Sharif Mansion, 136/3, C & B Road, Narsingdi
02-9451768, 02-9462194
01811408267
ISLAMPUR BRANCH
9, ASIAN PLAZA, ISLAMPUR, DHAKA
02-57391485, 02-57390340
01811408260
KAWRAN BAZAR BRANCH
10, Kazi Nazrul Islam Avenue, Kawranbazar, Dhaka
02-9144039, 02-9126954
01833332993
GULSHAN BRANCH
48, South Avenue, Gulshan-1, Dhaka-1212
02-9843005, 02-9862822
01811418401
BABU BAZAR BRANCH
Mona Complex (1st floor), 21, Armanian Street, Babu Bazar, Dhaka-1100
02-57316574, 02-57316579
01833-327722
NAWABPUR BRANCH
52/68, Tipu Sultan Road, Manika Mansion (1st & 2nd floor), Wari, Dhaka-1100
02-9580967, 02-9562790
01811408262
Mirpur Circle 10
Maa Amena Plaza, House No:37, Road-02, Block- Kha, Section-06, Senpara Porbota, Mirpur-10
02-58050342
01811408263
BANANI BRANCH
1st Floor, House–25, Road–11, Banani, Dhaka-1213
9884176, 9884137
01811485324
DHANMONDI BRANCH
24/C, Sheikh Kamal Sharani, Road# 27 (Old), 16 (New), Dhanmondi, Dhaka-1209
02-9126059, 02-9134914 (100-107)
01811485326
UTTARA BRANCH
House No-2/A Road No-13, Sector-4, Uttara, Dhaka 1230
02-48962970, 02-48962979
01847-0907788

Chattogram Division

Name of Branch with AddressCell & Phone
AGRABAD BRANCH (Regional Office)
108, Basher Square, Agrabad, Chattogram
031-710511, 031-715967, 031-715648
01847028158
KHATUNGONJ BRANCH
276, Khatungonj, Chowdhury Market, Chattogram
031-637227
01811408269
JUBILEE ROAD BRANCH
829, Jubilee Road, Chattogram
031-615499, 031-621139
01811408270
FENI BRANCH
83/1, Shaheed Shaid Ullah Kaiser Sarak, Feni
0331-74065, 0331-63277
01811408272
MURADPUR BRANCH
93, Rajamiah Market (1st Floor), CDA Avenue, Muradpuer, Chattogram-4203
031-651237, 031-652071
01811408271

Sylhet Division

Name of Branch with AddressCell & Phone
SYLHET BRANCH (Regional Office)
Collectorate Mosque Building (1st floor), Court Point, Zinda Bazar Road, Sylhet 3100
0821-713469, 0821-714197, 0821-710264
01811-408273
BISWANATH BRANCH
Plot no. 9545, Thana Road, Biswanath, Sylhet
08224-56204
01811-408276
BEANIBAZAR BRANCH
National Market, 1st floor, Main Road, P.O & P.S. Beanibazar-31700, Sylhet
08223-56152
01811-408275
HABIGANJ BRANCH
London Tower (1st Floor), Kali Bari Road, Habiganj
0831-61557
01811408277
MOULAVIBAZAR BRANCH
10, Court Road, Chowmohana, Moulavibazar
0861-53153
01811408274

Rajshahi Division

Name of Branch with AddressCell & Phone
RAJSHAHI BRANCH
120, Natore Road, Shahmokhdum Market, Shaheb bazar, Rajshahi-6100.
0247-812416, 0247-812417
01811408283
NAOGAON BRANCH
K. R. Rahman Super Market, Naogaon
0741-62774, 0741-63375
01811408284

Khulna Division

Name of Branch with AddressCell & Phone
KHULNA BRANCH
Tayamun Centr 181, Upper Jessore Road, Khulna-911
02-44110387
01811408278
JASHORE BRANCH
25, R.N Road, Kotwali, Jashore Sadar, Jashore.
0421-67653, 0421-68529
01811408279
NOAPARA BRANCH
Station Bazar, Noapara, Jashore
0421-44215
01811408280
BENAPOLE BRANCH
265, Kaz Tower, (In front of Custom House) Benapole, Jashore
4422-875747
01811408281

Barishal Division

Name of Branch with AddressCell & Phone
BARISHAL BRANCH
67/65, Katpotty Road, Barishal
0431-65141
01811408282

ATM বুথ

আইসিবি ইসলামিক ব্যাংক এর সারা দেশে ১৩টি ATM বুথ রয়েছে। আপনি নীচে তালিকা থেকে সরাসরি আপনার কাছাকাছি বুথটি বেছে নিতে পারেন। আইসিবি ইসলামিক ব্যাংক এর ATM Booth এর নাম, অবস্থান সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ ATM Booth এর ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে ATM Booth গুলোর নামের তালিকা সাজিয়েছি।

Agrabad Branch
Address: Basher Square, 108 Agrabad C/A, Chittagong
Banani Branch
Address: House No. 25, Road 11, Banani, Dhaka 1213
Dhanmondi Branch
Address: 24/C Sheikh Kamal Sarani, Road 27 (New 16), Dhanmondi, Dhaka 1209
Gulshan Branch
Address: 48 South Avenue, Gulshan, Dhaka
Karwanbazar Branch
Address: 10 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka
TK Bhaban Branch
Address: TK Bhaban, 14th Floor, Kazi Nazrul Islam Ave, Dhaka 1215
Mirpur 10 Branch
Address: Ma Amena Plaza, House No. 37, Road 2, Block Kha, Section 6, Senpara Parbota, Mirpur 10, Dhaka

Principal Branch
Address: 17 Motijheel Commercial Area, Dhaka 1000
VIP Road Branch
Address: 35/C Naya Paltan, VIP Road, Dhaka 1000
Uttara Branch
Address: House 2/A, Road 13, Sector 4, Uttara, Dhaka 1230
Benapole Branch
Address: Kaz Tower, House No. 265, In front of Custom House, Benapole, Sharsha, Jessore
Moulvibazar Branch
Address: 10 Court Road, Chowmuhani, Moulvibazar
Sylhet Branch
Address: Sylhet Collectorate Masjid Building, Plot No. 7769 & 5741, Zindabazar, Sylhet 3100

রাউটিং নম্বর

ব্যাংক রাউটিং নম্বর একটি নয় অঙ্কের সনাক্তকরণ নম্বর এবং এই নম্বর নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে সনাক্ত করে যার উপর অর্থ প্রদান করা হয়। এই বিশেষ কোডের ৩ সংখ্যা ব্যাংক কোড, ২ সংখ্যা জেলা কোড, ৩ সংখ্যা শাখা কোড এবং সর্বশেষ ১ সংখ্যা চেক ডিজিটের সংমিশ্রণে তৈরি হয়। এই নম্বরটি ব্যাংক চেকের নীচে-বামে মুদ্রিত থাকে। আইসিবি ইসলামিক ব্যাংক এর সারা দেশে ৩৩টি শাখা রয়েছে। আমরা জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখা গুলোর রাউটিং নম্বরের তালিকা সাজিয়েছি।

জেলাশাখার নামরাউটিং নম্বর
BarisalBarisal Branch230060281
ChittagongAgrabad Branch230150133
ChittagongJubilee Road Branch230153648
ChittagongKhatunganj Branch230154276
ChittagongMuradpur Branch230155354
DhakaBabubazar Branch230270550
DhakaBanani Branch230260436
DhakaBangshal Branch230270884
DhakaDhanmondi Branch230261185
DhakaGulshan Branch230261727
DhakaIDB Bhaban Branch230262142
DhakaImamganj Branch230272808
DhakaIslampur Branch230272987
DhakaKarwan Bazar Branch230262539
DhakaMirpur Road Branch230263075
DhakaNawabpur Branch230274756
DhakaPrincipal Branch230275355
DhakaUttara Branch230263075
DhakaVIP Road Branch230276859
FeniFeni Branch230300525
HabiganjHabiganj Branch230360615
JessoreBenapole Branch230360615
JessoreJessore Branch230410949
JessoreNoapara Branch230411630
KhulnaKhulna Branch230471546
MoulvibazarMoulvibazar Branch230581186
NaogaonNaogaon Branch230641189
NarayanganjNarayanganj Branch230671188
NarsingdiNarsingdi Branch230680858
RajshahiRajshahi Branch230811935
SylhetBeanibazar Branch230910315
SylhetBiswanath Branch230910465
SylhetSylhet Branch230913554

কার্ড

আইসিবি ইসলামিক ব্যাংক তার মূল্যবান ক্লায়েন্টদের জন্য এটিএম কার্ড চালু করেছে। আপনি আইসিবি ইসলামিক ব্যাংক এটিএম থেকে এবং কিউ-ক্যাশ, ওমনিবাস সাপোর্টেড এবং ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে আইসিবি ইসলামিক ব্যাংক এটিএম ছাড়া অন্যান্য এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করতে চার্জ প্রযোজ্য হবে।

আইসিবি ইসলামিক ব্যাংক তাদের গ্রাহকদের জন্য ডেবিট কার্ড সেবা দিয়ে থাকে। নিম্নে আইসিবি ইসলামিক ব্যাংক এর কার্ড সুবিধা ও বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো।

আইসিবি ইসলামিক ব্যাংক ডেবিট কার্ড এর বৈশিষ্ট্য
আইসিবি ইসলামিক ব্যাংক এর কার্ড সুবিধা ও বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো-
✔ ইস্যু ফি- প্রথমবার ফ্রি;
✔ রিইস্যু ফি- ৪০০ টাকা (হারিয়ে গেলে বা চুরি হলে);
✔ বার্ষিক ফি- প্রথম বছর ফ্রি, দ্বিতীয় বছর থেকে ৪০০ টাকা;
✔ ইস্যু ফি- (প্রথম বছরের জন্য/ হারিয়ে গেলে বা চুরি হলে: আল মুকুওফাহ এক্সিকিউটিভ অ্যাকাউন্ট এর জন্য) ৩০০ টাকা;
✔ বার্ষিক ফি- প্রথম বছর ফ্রি, দ্বিতীয় বছর ৩০০ টাকা (আল মুকুওফাহ এক্সিকিউটিভ অ্যাকাউন্ট এর জন্য);
✔ ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট চার্জ- ৪০০ টাকা;
✔ ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট চার্জ (ক্যাপচার কার্ডের জন্য)- ১ম রিপ্লেসমেন্ট ফ্রি;
✔ পিন রিপ্লেসমেন্ট চার্জ- ২০০ টাকা;
✔ নগদ উত্তোলন: আইসিবি- ফ্রি;
✔ নগদ উত্তোলন: Q-Cash এটিএম- ১০ টাকা (প্রতি উত্তোলনে);
✔ মিনি স্টেটমেন্ট: Q-Cash এটিএম- ফ্রি;
✔ নগদ উত্তোলন: এনপিএসবি এটিএম- ১৫ টাকা (প্রতি উত্তোলনে);
✔ মিনি স্টেটমেন্ট: এনপিএসবি এটিএম- ৫ টাকা।
*বিশেষ দ্রষ্টব্যঃ সকল ফি ও চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য।

হিসাব

আইসিবি ইসলামিক ব্যাংক তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের হিসাব খুলে থাকে। যেমন- চলতি, সঞ্চয়ী, ফিক্সড ডিপোজিট ইত্যাদি। নিম্নে আইসিবি ইসলামিক ব্যাংক এর হিসাবসমূহ তুলে ধরা হলো-

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ মিলিওনিয়ার স্কিম সেভিংস প্লান একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ মিলিওনিয়ার স্কিম সেভিংস প্লান একাউন্ট

নির্দিষ্ট সময় সীমার পর একটা সঞ্চয় করার জন্য যারা স্বপ্ন দেখেন সেই সকল আমানতকারীদের জন্য আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়ে ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ গ্রাজুয়াল সেভিংস প্লান একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ গ্রাজুয়াল সেভিংস প্লান একাউন্ট

নির্দিষ্ট সময় সীমার পর একটা সঞ্চয় করার জন্য যারা স্বপ্ন দেখেন সেই সকল আমানতকারীদের জন্য আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়ে ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ হজ্জ সেভিংস প্লান একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ হজ্জ সেভিংস প্লান একাউন্ট

নির্দিষ্ট সময় সীমার মধ্যে হজ্জ পালন করার জন্য যারা স্বপ্ন দেখেন সেই সকল হাজ্জীদের জন্য আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়ে ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ চাইল্ড সেভিংস প্লান একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ চাইল্ড সেভিংস প্লান একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা চাইল্ড সেভিংস প্লান অ্যাকাউন্ট আকর্ষণীয় মুনাফা হারের সাথে বিভিন্ন মেয়াদে বিভিন্ন সুবিধা দান করে থাকে। ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ হোম সেভিংস প্লান একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ হোম সেভিংস প্লান একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা হোম সেভিংস প্লান অ্যাকাউন্ট আকর্ষণীয় মুনাফা হারের সাথে বিভিন্ন মেয়াদে বিভিন্ন সুবিধা দান করে থাকে। ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ ডাবল বেনিফিট একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ ডাবল বেনিফিট একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা ডাবল বেনিফিট অ্যাকাউন্ট আকর্ষণীয় মুনাফা হারের সাথে সুবিধা দান করে থাকে। কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ কর্পোরেট টার্ম ডিপোজিট একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ কর্পোরেট টার্ম ডিপোজিট একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা কর্পোরেট টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট আকর্ষণীয় মুনাফা হারের সাথে বিভিন্ন মেয়াদে বিভিন্ন সুবিধা দান করে থাকে। ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ ইন্সটা প্রফিট একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ ইন্সটা প্রফিট একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা ইন্সটা প্রফিট অ্যাকাউন্ট আকর্ষণীয় মুনাফা হারের সাথে বিভিন্ন মেয়াদে বিভিন্ন সুবিধা দান করে থাকে। কোনও ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ মান্থলি প্রফিট একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ মান্থলি প্রফিট একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা মান্থলি প্রফিট অ্যাকাউন্ট আকর্ষণীয় মুনাফা হারের সাথে বিভিন্ন মেয়াদে বিভিন্ন সুবিধা দান করে থাকে। কোনও ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ টার্ম ডিপোজিট একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ টার্ম ডিপোজিট একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট আকর্ষণীয় মুনাফা হারের সাথে বিভিন্ন মেয়াদে বিভিন্ন সুবিধা দান করে থাকে। কোনও ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ নন-এক্সিকিউটিভ একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ নন-এক্সিকিউটিভ একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা নন-এক্সিকিউটিভ হিসাব (Non-Exceutive A/C) মুদারাবাহ নীতি অনুযায়ী পরিচালিত হয়। এটা ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ স্কুল ব্যাংকিং একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ স্কুল ব্যাংকিং একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা স্কুল ব্যাংকিং হিসাব (School Banking A/C) মুদারাবাহ নীতি অনুযায়ী পরিচালিত হয়। এটা ব্যাংক ও গ্রাহকের ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ আল-মুকুওয়াফাহ এক্সিকিউটিভ একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ আল-মুকুওয়াফাহ এক্সিকিউটিভ একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা আল-মুকুওয়াফাহ এক্সিকিউটিভ হিসাব (Al-Muquafah Executive A/C) মুদারাবাহ নীতি অনুযায়ী পরিচালিত হয়। এটা ব্যাংক ও গ্রাহকের ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ ফিউচার লিডার একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ ফিউচার লিডার একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা ফিউচার লিডার হিসাব (Future Leader A/C) মুদারাবাহ নীতি অনুযায়ী পরিচালিত হয়। এটা ব্যাংক ও গ্রাহকের ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ সিনিয়র সিটিজেন একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ সিনিয়র সিটিজেন একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা সিনিয়র সিটিজেন হিসাব (Senior Citizens A/C) মুদারাবাহ নীতি অনুযায়ী পরিচালিত হয়। এটা ব্যাংক ও গ্রাহকের ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ সুপার সেভার একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ সুপার সেভার একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা সুপার সেভার হিসাব (Supper Saver A/C) মুদারাবাহ নীতি অনুযায়ী পরিচালিত হয়। এটা ব্যাংক ও গ্রাহকের ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ এক্সট্রা সেভিংস একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ এক্সট্রা সেভিংস একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা এক্সট্রা সঞ্চয়ী হিসাব (Extra Savings A/C) মুদারাবাহ নীতি অনুযায়ী পরিচালিত হয়। এটা ব্যাংক ও গ্রাহকের ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ সেভিংস একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ সেভিংস একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবা সঞ্চয়ী হিসাব (Savings A/C) মুদারাবাহ নীতি অনুযায়ী পরিচালিত হয়। এটা ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ...
আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ স্পেশাল নোটিশ একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ স্পেশাল নোটিশ একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবাহ স্পেশাল নোটিশ একাউন্ট ইসলামী শরীয়াহর নীতি অনুযায়ী পরিচালিত হয় যেখানে ব্যাংক রক্ষক এবং ট্রাস্টী রূপে ...
আইসিবি ইসলামিক ব্যাংক ফরেন কারেন্সি একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক ফরেন কারেন্সি একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক ফরেন কারেন্সি একাউন্ট (নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট) অনিবাসী বাংলাদেশীদের জন্য একটি কারেন্ট বা চলতি হিসাব যা ...
আইসিবি ইসলামিক ব্যাংক আল-ওয়াদিয়াহ কারেন্ট একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক আল-ওয়াদিয়াহ কারেন্ট একাউন্ট

আইসিবি ইসলামিক ব্যাংক এ আল-ওয়াদিয়াহ কারেন্ট একাউন্ট ইসলামী শরীয়াহর নীতি অনুযায়ী পরিচালিত হয় যেখানে ব্যাংক রক্ষক এবং ট্রাস্টী রূপে আল-আমানাহ ...

লোন

আইসিবি ইসলামিক ব্যাংক তাদের ক্লায়েন্টদের জন্য বিভিন্ন ধরনের Investment বা বিনিয়োগ সুবিধা দিয়ে থাকে। আইসিবি ইসলামিক ব্যাংক বিনিয়োগ স্কিমগুলো প্রধানত অল্প আয়ের মানুষকে হাউস হোল্ড আইটেমগুলো স্বতঃস্ফূর্তভাবে ক্রয় করতে সহায়তা করার জন্য এবং ব্যবসায়িদের রপ্তানি ও আমদানি ব্যবসা বাড়াতে কাজ করে যাচ্ছে। একই সাথে আইসিবি ইসলামিক ব্যাংক দেশের এসএমই- খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক বৃদ্ধির প্রধান ক্ষেত্র হিসেবে কাজ করে যাচ্ছে। নিম্নে আইসিবি ইসলামিক ব্যাংক এর বিনিয়োগ সুবিধা সমূহ তুলে ধরা হলো-

বিনিয়োগ স্কিম
আইসিবি ইসলামিক ব্যাংক তার ক্লায়েন্টদের জন্য বেশ কয়েকটি বিনিয়োগ প্রকল্প চালু করেছে। এগুলো হলো-
✔ আইসিবি ইসলামিক ব্যাংক মনজিল (হোম) ফাইন্যান্স;
✔ আইসিবি ইসলামিক ব্যাংক রাহবার (অটো) ফাইন্যান্স; এবং
✔ সহিব (ব্যক্তিগত) ফাইন্যান্স।

আইসিবি ইসলামিক ব্যাংক মনজিল (হোম) ফাইন্যান্স স্কিম ঘর তৈরি বা অ্যাপার্টমেন্ট কেনার জন্য বিনিয়োগ সরবরাহ করে। আপনার বিদ্যমান বাড়িটিও সংস্কারের জন্য আপনার এই স্কিমটিতে বিনিয়োগ থাকতে পারে। বিনিয়োগের পরিমাণ ৫ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা হতে পারে।

বর্তমানে বাংলাদেশে একটি গাড়ি নিম্ন মধ্যবিত্ত লোকদের জন্যও প্রয়োজনীয় বাহন হয়ে উঠেছে। আপনার গাড়ি কিনতে হবে কিন্তু আপনার পর্যাপ্ত তহবিল নেই। এ ক্ষেত্রে আইসিবি ইসলামিক ব্যাংক গাড়ি কেনার জন্য তহবিল দিয়ে থাকে। তবে এক্ষেত্রে যুক্তিসঙ্গত টার্মস এবং কন্ডিশন রয়েছে।

এছাড়াও আইসিবি ইসলামিক ব্যাংক মুরাবাহা আন্ডার সিকিউরড গ্যারান্টিতে বিনিয়োগ করে থাকে। আপনি এই গ্যারান্টিটি ১০,০০০ টাকা বা তারও বেশি পরিমাণের জন্য পেতে পারেন।

❏ বিস্তারিত জানতে
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, টি.কে. ভবন (১৫ তলা), ১৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা -১২১৫ অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
✆ মোবাইলঃ +৮৮-০১৮৪১-২৪২২৪২ ও টেলিফোনঃ +৮৮-০২-৫৫০১২০৬১, +৮৮-০২-৫৫০১২০৬৩, +৮৮-০২-৫৫০১২০৬৫
ফ্যাক্সঃ +৮৮-০২-৫৫০১২০৬০
সুইফট কোডঃ BBSHBDDH
ইমেইলঃ care@icbislamic-bd.com; enquiry@icbislamic-bd.com
ওয়েবসাইটঃ www.icbislamic-bd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button