আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ স্পেশাল নোটিশ একাউন্ট
আইসিবি ইসলামিক ব্যাংক এ মুদারাবাহ স্পেশাল নোটিশ একাউন্ট ইসলামী শরীয়াহর নীতি অনুযায়ী পরিচালিত হয় যেখানে ব্যাংক রক্ষক এবং ট্রাস্টী রূপে আল-আমানাহ হিসাবে তহবিল সংরক্ষন করা হয়। এই ক্ষেত্রে সঞ্চয়কারীর অনুমতি সাপেক্ষে ইসলামী শরীয়াহ অনুযায়ী তহবিল ব্যবহার করা হয় এবং আমানতকারী এই হিসাবে মুনাফা লাভ করে থাকে। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের চাহিদা মোতাবেক সম্পূর্ণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকে। টাকা উত্তোলনের ক্ষেত্রে অগ্রিম নোটিশ দিয়ে টাকা উত্তোলন করতে পারেন। এই হিসাবের বিপরীতে চেক ইস্যু করা হয়ে থাকে।
এই হিসাবের বৈশিষ্ট্য
নিম্নে আইসিবি ইসলামিক ব্যাংক মুদারাবাহ স্পেশাল নোটিশ একাউন্ট এর বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
✔ প্রাথমিক আমানত- উদ্বোধনী ব্যালেন্স/ আমানতের পরিমাণ (ন্যূনতম) ১০,০০০ টাকা;
✔ বয়স- হিসাবধারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে;
✔ মুনাফার হার- ৩.০০-৪.৫০%;
✔ >ডেবিট কার্ড ইস্যু ফি- প্রযোজ্য নয়, অর্থাৎ এই হিসাবের বিপরীতে কার্ড ইস্যু করা হয়না;
✔ ডেবিট কার্ড এর বার্ষিক ফি-প্রযোজ্য নয়;
✔ হিসাব বিবৃতি (১/২ বা ১ বছর বা নতুন গ্রাহক)- অর্ধবার্ষিক ফ্রি;
✔ কর ও ভ্যাট- হিসাবের বিপরীতে কর ও ভ্যাট প্রযোজ্য।
প্রয়োজনীয় কাগজপত্র
✔ একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষরসহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
✔ আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
✔ জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
✔ নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
✔ নমিনীর আইডি কার্ডের কপি।
✔ ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
✔ টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
✔ একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারী স্বাক্ষর।
✔ এছাড়া ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র।
❏ বিস্তারিত জানতে
✔ আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, টি.কে. ভবন (১৫ তলা), ১৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা -১২১৫ অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
✔ ✆ মোবাইলঃ +৮৮-০১৮৪১-২৪২২৪২ ও টেলিফোনঃ +৮৮-০২-৫৫০১২০৬১, +৮৮-০২-৫৫০১২০৬৩, +৮৮-০২-৫৫০১২০৬৫
✔ ফ্যাক্সঃ +৮৮-০২-৫৫০১২০৬০
✔ সুইফট কোডঃ BBSHBDDH
✔ ইমেইলঃ care@icbislamic-bd.com; enquiry@icbislamic-bd.com
✔ ওয়েবসাইটঃ www.icbislamic-bd.com
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |