আমি ব্যাংকার
আমি ব্যাংকার…
পেয়েছি অনেক বেতন, যশ খ্যাতি আর টাকা
কিন্তু ফেরেনি যে আমার ভাগ্যের চাকা।
আমি ব্যাংকার…
সারাদিন আছে আমার কাজ আর কাজ
দু:চিন্তায় ঘুচাতে পারিনা কপালের ভাঁজ।
আমি ব্যাংকার…
টাকার হিসাব মিলাইতে সারাদিন ব্যস্ত
আমার উপর আছে অনেক দায়িত্ব ন্যস্ত।
আমি ব্যাংকার…
আমাকে নিতে হয় গ্রাহকের দেওয়া অপমানের ভার
দিতে পারে না কেউ, এই কষ্টের প্রতিকার।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
আমি ব্যাংকার…
ঘরে এসে দেখি পথ চেয়ে আছে বউ বাচ্চা
ক্লান্ত শরীরে সব অভিযোগে বলতে হয় আচ্ছা!
আমি ব্যাংকার…
যখন বলে বেড়াতে যাব, বসে আছি তোমার আশায়
ভাবি তখন ছুটি যে নাই, কথা দিব কোন ভরসায়।
আমি ব্যাংকার…
বসের বকুনি সময় অসময়ে বেশি কথা
হাসি মুখে বরণ করি সব দু:খ ব্যথা।
আমি ব্যাংকার…
নিত্য নতুন ঝুট ঝামেলা, আসে নিয়মিত
সবাই মিলে এক সিদ্ধান্তে হই উপনিত।
আমি ব্যাংকার…
নই কেহ মেশিন, আর নেই কোনো মন্তর
আমাদের আছে শুধু ছোট এক অন্তর।
আমি ব্যাংকার…
মনে কত সখ জাগে, আসে কত বায়না
নাই যে সময় কি যে করি, ভেবে পাই না।
আমি ব্যাংকার…
নিজ বুকে যত ব্যথা, যত থাক দু:খ
চাকুরীটা যে করিতে হবে এটাই বড় মুখ্য।
আমি ব্যাংকার…
দু:খ নামের ষ্টেশনেতে থামলো আমার গাড়ী
আজও খুঁজে পেলাম না, কোথায় আমার সুখের বাড়ী।
সৌজন্যেঃ মাসুদ ইকবাল রানা