এইচএসবিসি বাংলাদেশবিনিয়োগ ও লোন

এইচএসবিসি হোম ইক্যুইটি লোন

এপার্টমেন্ট, অফিস ইত্যাদির বর্ধিতকরণ, সাজানো কিংবা বাড়ি বা দোকান তৈরী, সন্তানের শিক্ষা ব্যয়সহ বেশ কিছু খাতে হোম ইকুইটি লোন দেওয়া হয়ে থাকে। কোন ব্যক্তিগত বা নগদ জামানতের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট সম্পদের মোট মূল্যের ৮০% পর্যন্ত ঋণ দেওয়া হয়। তুলনামূলক কম হারে মাসিক ক্রমহ্রাসমান ব্যালেন্সের উপর ইন্টারেস্ট চার্জ করা হয়। ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ১০ বছর সময় পাওয়া যায়। ঋণ আবেদনকারীকে ন্যূনতম ২৩ বছর বয়সী হতে হবে এবং তার মাসিক আয় কমপক্ষে ৫০,০০০ টাকা হতে হবে।

লোনের বৈশিষ্ট্য
❏ ঋণের পরিমাণ ২০,০০,০০০ টাকা থেকে ১,০০,০০,০০০ টাকা।
❏ মাসিক ক্রমহ্রাসমান ব্যালেন্সের উপর ইন্টারেস্ট দিতে হয়।
❏ ঋণের পরিমাণ রেজিস্ট্রেশন ব্যয় সহ সম্পত্তি মূল্যায়নের সর্বাধিক ৭০%।
❏ স্ত্রী, পিতা এবং পুত্র/কন্যা, মা এবং পুত্র/কন্যার আয় যোগ করা যাবে।
❏ প্রতিযোগীতামূলক কম সুদের হার।
❏ ঋণের মেয়াদ সর্বোচ্চ ১৫ বছর।
❏ আবাসিক বাড়ি বা অ্যাপার্টমেন্টের বিপরীতে ঋণ সুবিধার জন্য প্রযোজ্য।
❏ আংশিক বা অগ্রীম কিস্তি প্রদান সুবিধা।
❏ কোন ব্যক্তিগত গ্যারান্টি বা ক্যাশ সিকিউরিটির প্রয়োজন নেই।
❏ ঋণের উদ্দেশ্যে বিস্তৃত পরিসর- অ্যাপার্টমেন্ট, অফিসের জায়গা, সংস্কার, বাড়ী ও দোকান ইত্যাদির সম্প্রসারণ বা নির্মাণ, শিশুদের জন্য শিক্ষামূলক ব্যয় এবং আরও অনেক কিছু।

নির্বাচিত হইবার যোগ্যতা
❏ বয়স: কমপক্ষে ২৩ বছর।
❏ পেশাগত অভিজ্ঞতা
– বেতনভুক্ত: একটি নামী প্রতিষ্ঠান এ কমপক্ষে ২ বছরের জন্য নিযুক্ত
– স্বনিযুক্ত: কমপক্ষে ২ বছর পেশাদার অভিজ্ঞতা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অভিজ্ঞতা (পর্যাপ্ত প্রমাণ সহ)।
❏ সর্বনিম্ন মাসিক আয়
– বেতনভুক্ত: ৪০,০০০ টাকা
– স্বনিযুক্ত: ৫০,০০০ টাকা।

প্রয়োজনীয় কাগজপত্র
❏ এইচএসবিসি এর অনুকূলে বন্ধক এবং ওরিজিনাল টাইটেল ডিড।
❏ সম্পত্তি বীমা আগুন, ভূমিকম্প, বন্যা এবং ঘূর্ণিঝড় কভারেজ।
❏ ইরেভোকেবল জেনারেল পাওয়ার অব অ্যাটর্নি (IGPA)।
❏ আবেদন ফর্মের সাথে ব্যাংকের প্রয়োজন অনুসারে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে।
* দ্রষ্টব্য: শর্তাবলী প্রযোজ্য

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ বাংলাদেশ থেকে ১৬২৪০ এবং বিদেশ থেকে: +৮৮ ০৯৬১২৭ ১৬২৪০ নম্বরে কল করুন (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সরকারী ছুটি ব্যতীত)
❏ অথবা ইমেইল করুনঃ contact@hsbc.com.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button