এইচএসবিসি কারেন্ট অ্যাকাউন্ট
এইচএসবিসি চলতি হিসাবের মাধ্যমে আপনার প্রতিদিনের আর্থিক লেনদেন পরিচালনা করা সহজ। আপনার বিল পরিশোধের জন্য আপনাকে আশপাশে ছুটে যাওয়ার দরকার হবে না। কেবল একটি চেক লিখে প্রাপককে পাঠান। এইচএসবিসি এটিএম কার্ডের সাহায্যে আপনার অ্যাকাউন্টের বিভিন্ন ধরণের লেনদেন, দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে সাত দিন অ্যাক্সেস করতে পারবেন।
হিসাবের বৈশিষ্ট্য
❏ কোন শাখায় না গিয়ে এটিএম কার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবেন। প্রতিদিন ২৪ ঘন্টা, সপ্তাহে সাত দিন এটিএম এর মাধ্যমে আপনার চলতি অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবেন।
❏ আপনি যখন এইচএসবিসি এর সাথে একটি চলতি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি একটি ফ্রি চেকবই পাবেন।
❏ আনলিমিটেড লেনদেন।
❏ অনলাইন ব্যাংকিং সুবিধা।
❏ ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
❏ এসএমএস ব্যাংকিং সুবিধা।
নির্বাচিত হওয়ার যোগ্যতা
❏ নূন্যতম বয়স: ১৮ বছর।
❏ বাংলাদেশী নাগরিক হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
❏ একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষর সহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
❏ আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
❏ ট্রেড লাইসেন্স এর কপি।
❏ জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
❏ নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
❏ নমিনীর আইডি কার্ডের কপি।
❏ ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
❏ টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
❏ একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারী স্বাক্ষর।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ বাংলাদেশ থেকে ১৬২৪০ এবং বিদেশ থেকে: +৮৮ ০৯৬১২৭ ১৬২৪০ নম্বরে কল করুন (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সরকারী ছুটি ব্যতীত)
❏ অথবা ইমেইল করুনঃ contact@hsbc.com.bd