এনআরবি ব্যাংকে হেড অফ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম) পদে নিয়োগ
বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের অন্যতম একটি ব্যাংক হলো এনআরবি ব্যাংক লিমিটেড। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে “হেড অফ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম)” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ হেড অফ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম)
✓ পদসংখ্যাঃ নির্ধারিত নয়।
✓ চাকরির ধরনঃ ফুল টাইম।
✓ জব লোকেশনঃ বাংলাদেশের যে কোন স্থানে।
✓ বেতনঃ আলোচনা সাপেক্ষে।
✓ আবেদন করতে ক্লিক করুন এখানে।
✓ আবেদনের শেষ তারিখঃ ১০ জানুয়ারি, ২০২১।
চাকরির দায়-দায়িত্বঃ
✓ ঋণ নীতিমালা এবং প্রশাসনিক ঋণ পদ্ধতির পর্যায়ক্রমিক আপডেট এবং বিকাশ করা।
✓ ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার নীতিমালা কার্যকর করা।
✓ ব্যাংকের ঋণ ঝুঁকি এক্সপোজার হ্রাস করার জন্য বিকাশ এবং প্রয়োগকরণ।
✓ ব্যাংকের ঋণ নীতিমালা, ম্যানুয়াল এবং নিয়ন্ত্রক গাইডেন্সের মধ্যে ঋণ সুবিধা এবং ঋণ অনুমোদিত কিনা তা নিশ্চিত করা।
✓ সমৃদ্ধ খাত এবং ব্যবসায়িক বিভাগ নিয়ে কাজ করে কর্তব্যে অবহেলার হার হ্রাস করা।
✓ ক্রেডিট অফিসার/ বিশ্লেষক দ্বারা প্রক্রিয়াধীন ঋণ প্রস্তাব পর্যালোচনা এবং তদারকি করা।
✓ ব্যতিক্রম, শর্ত, চুক্তি, ছাড়পত্র, মেয়াদোত্তীর্ণ ঋণ এবং ডকুমেন্টেশন অনুসরণ করে পোর্টফোলিও কর্মক্ষমতা পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করা।
✓ বরাদ্দকৃত ব্যবসায়িক ঋণ ঝুঁকি বিশ্লেষণ করা এবং সনাক্ত করা (কর্পোরেট, এসএমই, রিটেইল)।
✓ কর্পোরেট, এসএমই এবং রিটেইল ব্যবসায়ের পোর্টফোলিও পর্যালোচনা করা।
✓ বিদ্যমান সমস্যাযুক্ত ক্রেডিট অ্যাকাউন্ট সনাক্ত করা এবং তা প্রতিকারের ব্যবস্থা নেয়া।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী।
✓ ব্যাংকিং এ কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স সর্বোচ্চ ৫০ বছর।
✓ বাণিজ্যিক ব্যাংকগুলোতে সর্বনিম্ন ১২ বছরের অভিজ্ঞতা থাকা এবং ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকা।
✓ ক্রেডিট রিস্ক ফ্যাক্টর, পলিসি, গাইডলাইনস এবং বাজারের গতিবিধি সম্পর্কে বিস্তৃত অভিজ্ঞতা এবং পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
✓ বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে ইস্যুকৃত বিভিন্ন সার্কুলার, নির্দেশিকা এবং নির্দেশাবলী সম্পর্কে ভাল বোঝা।
✓ ব্যাংকিং ব্যবসায়ের সাথে সম্পর্কিত আইন ও বিধি-বিধান সম্পর্কিত জ্ঞান থাকা।
✓ আর্থিক বিবরণী বিশ্লেষণের সক্ষমতা থাকা অর্থাৎ ব্যালেন্স শিট, আয় বিবরণী, ক্যাশ ফ্লো, ইক্যুইটি স্টেটমেন্ট সম্পর্কিত বিষয়গুলো বিশ্লেষণের সক্ষমতা থাকা।
✓ বিশ্লেষণাত্মক, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা থাকা।
✓ স্ব-উদ্যোগী ও ব্যক্তিত্ব থাকা।
আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ আবেদন করতে ক্লিক করুন এখানে।
✓ আবেদনের শেষ তারিখঃ ১০ জানুয়ারি, ২০২১।
সোর্সঃ বিডি জবস