ব্যাংক ক্যাশিয়ারের কষ্ট
ক্যাশিয়ার কাজ করে
একাগ্রচিত্তে
জীবনটা ঘোরে তার
একই বৃত্তে।
টাকা নেয় টাকা দেয়
এই তার কর্ম
গ্রাহকের সেবাটাই
ক্যাশিয়ারের ধর্ম।
তাই বলে সারাদিন
যন্ত্রের মতো
পরের টাকা সে
গুনবে আর কতো?
প্রকৃতির ডাক আসে
যদি তার কভু
কষ্টে জীবন তার
হয় নিভু নিভু।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
গ্রাহক সামনে
থাকে সদা দাড়িয়ে
টাকা দেয় টাকা নেয়
হাত দুটি বাড়িয়ে।
ক্যাশিয়ার বলে ভাই
করো মোরে দয়া
ওয়াশ রুমে যেতে চাই
আমি অপয়া!
গ্রাহক বলে ভাই
মোর টাকা নিয়ে
যা খুশি করো তুমি
ওয়াশ রুমে গিয়ে।
ক্যাশিয়ার কষ্টে
নেয় টাকা জমা
আরেকজন এসে বলে
যাবে কেন? ও মা!
লাইনে দাড়িয়ে
আছি এক ঘন্টা
টাকা নাও, বিষিয়ে
আছে মোর মনটা।
ক্যাশিয়ার কি আর
করতে পারে?
শেষ ভেবে তার টাকা
শেষে জমা করে।
এরপর আরেকজন
এসে বলে ভাই :
আমি শেষ, এরপর
আর কেউ নাই।
আমার টাকাটা
নিয়ে করে রক্ষা
বোঝে না ক্যাশিয়ার
যাবে এবার অক্কা!
গ্রাহক বোঝে শুধু
সে তো আছে একা
কতজনে এলো গেলো
পায়নি যে দেখা!
বেচারা ক্যাশিয়ার
করবে কি আর?
গাঁধার খাটুনি খেটে
হয় একাকার।
গ্রাহক বোঝে শুধু
নিজেরটা ভালো
বোঝেনা ক্যাশিয়ারের
কি যে হয়ে গেলো!
হোক না ক্যাশিয়ারের
কাপড় টা নষ্ট
তবু তারা বোঝে না
ক্যাশিয়ারের কষ্ট।
লেখকঃ বেলাল হোসেন ফকির, কবি ও ব্যাংকার