স্ট্যান্ডার্ড ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান গোলাম হাফিজ
স্ট্যান্ডার্ড ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং একই সঙ্গে অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন গোলাম হাফিজ আহমেদ। তিনি ১৯৮২ সালে চার্টার্ড ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ৩৪ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড, পূবালী ব্যাংক, ব্যাংক ইন্দোসুয়েজ, ঢাকা ব্যাংক এবং এনসিসি ব্যাংকে দক্ষতা ও সুনামের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্র্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণের পর ২০১৮ সালে হাফিজ আহমেদ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকালে তিনি প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ও উন্নয়নে অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দেশ-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কোর্স, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি জনাব হাফিজ ফ্রান্সের বিখ্যাত বিজনেস স্কুল ‘ইনসিড’ থেকে ব্যাংকিং-এ ভ্যালু ক্রিয়েশন বিষয়ক লিডারশিপ কোর্স সম্পন্ন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্স-এ বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |