২০১৯-২০২০ কর বছরে ব্যক্তি করদাতাসহ অন্যান্য করদাতার জন্য সাধারণ কর হার
সঠিক সময়ে কর দিন। উন্নয়নে অংশ নিন। সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর এই শ্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে ২০১৯-২০২০ কর বছরের কর মেলা৷
আয়ের উপর কর হার
২০১৯-২০২০ কর বছরে ব্যক্তি করদাতাসহ অন্যান্য করদাতার (কোম্পানি ব্যতীত) জন্য সাধারণ কর হার৷ অর্থ আইন, ২০১৯ -এ বর্ণিত কর হারের তফসিল অনুযায়ী প্রত্যেক নিবাসী ব্যক্তি-করদাতা (অনিবাসী বাংলাদেশীসহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি-সংঘ ও আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসহ অন্যান্য করদাতার ক্ষেত্রে মােট আয়ের উপর আয়করের হার হবে নিম্নরূপ-
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
❏ প্রথম ২,৫০,০০০ টাকা পর্যন্ত মােট আয়ের উপর কর হার- শূন্য
❏ পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত মােট আয়ের উপর কর হার- ১০%
❏ পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মােট আয়ের উপর কর হার- ১৫%
❏ পরবর্তী ৬,০০,০০০ টাকা পর্যন্ত মােট আয়ের উপর কর হার- ২০%
❏ পরবর্তী ৩০,০০,০০০ টাকা পর্যন্ত মােট আয়ের উপর কর হার- ২৫%
❏ অবশিষ্ট মােট আয়ের উপর কর হার- ৩০%৷
নিম্নবর্ণিত ক্ষেত্রে করমুক্ত সীমা হবে নিম্নরূপ–
(১) মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা- ৩,০০,০০০ টাকা;
(২) প্রতিবন্ধী ব্যক্তি করদাতা- ৪,০০,০০০ টাকা;
(৩) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযােদ্ধা করদাতা- ৪,২৫,০০০ টাকা৷
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
√ কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের জন্য করমুক্ত সীমা ২৫,০০০ টাকা বেশী হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হলে যে কোন একজন এ সুবিধা পাবেন।
করদাতার অবস্থান ভেদে ন্যূনতম কর
❏ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার ন্যূনতম করের হার- ৫,০০০ টাকা
❏ অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার ন্যূনতম করের হার- ৪,০০০ টাকা
❏ সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতার ন্যূনতম করের হার- ৩,০০০ টাকা৷
√ করমুক্ত সীমার উর্ধ্বে আয় আছে এমন করদাতার প্রদেয় আয়করের পরিমাণ বা বিনিয়ােগজনিত কর রেয়াত বিবেচনার পর প্রদেয় আয়করের পরিমাণ ন্যূনতম আয়করের চেয়ে কম, শূন্য বা ঋণাত্বক হলেও তাকে প্রযােজ্য হারে ন্যূনতম আয়কর পরিশােধ করতে হবে।
ব্যক্তি-করদাতার সারচার্জ
কোন ব্যক্তি-করদাতার section ৮০ অনুযায়ী পরিসম্পদ, দায় ও খরচের বিবরণী (statement of assets, liabilities and expenses) তে প্রদর্শিত নীট পরিসম্পদের মূল্যমান (total net worth) নিম্নরূপ হলে, ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়কর প্রযােজ্য এরূপ আয়ের উপর প্রদেয় আয়করের উপর নিম্নরূপ হারে সারচার্জ পরিশোধ করতে হবে, যথা-
❏ নীট পরিসম্পদের মূল্যমান তিন কোটি টাকা পর্যন্ত সারচার্জের হার শুন্য ও নূন্যতম সারচার্জ শুন্য
❏ নীট পরিসম্পদের মূল্যমান তিন কোটি টাকার অধিক কিন্তু পাঁচ কোটি টাকার অধিক নয় সারচার্জের হার ১০% ও নূন্যতম সারচার্জ ৩,০০০ টাকা
❏ নীট পরিসম্পদের মূল্যমান পাঁচ কোটি টাকার অধিক কিন্তু দশ কোটি টাকার অধিক নয় সারচার্জের হার ১৫% ও নূন্যতম সারচার্জ ৩,০০০ টাকা
❏ নীট পরিসম্পদের মূল্যমান দশ কোটি টাকার অধিক কিন্তু পনেরাে কোটি টাকার অধিক নয় সারচার্জের হার ২০% ও নূন্যতম সারচার্জ ৫,০০০ টাকা
❏ নীট পরিসম্পদের মূল্যমান পনেরাে কোটি টাকার অধিক কিন্তু বিশ কোটি টাকার অধিক নয় সারচার্জের হার ২৫% ও নূন্যতম সারচার্জ ৫,০০০ টাকা
❏ নীট পরিসম্পদের মূল্যমান বিশ কোটি টাকার অধিক যে কোন অংকের উপর সারচার্জের হার ৩০% ও নূন্যতম সারচার্জ ৫,০০০ টাকা৷
√ তবে শর্ত থাকে যে, যে সকল করদাতার নীট পরিসম্পদ ৫০ কোটি টাকা বা উহার উর্ধ্বে সেই সকল করদাতার সারচার্জ এর পরিমাণ হবে উক্ত করদাতার নীট পরিসম্পদের ০.১% অথবা আয়কর প্রযােজ্য এইরূপ আয়ের উপর প্রযােজ্য আয়করের উপর ৩০% হারে প্রদেয় সারচার্জ, এই দুইটির মধ্যে যেটি বেশি।
√ বিস্তারিত জানার জন্য ভিজিট করুন www.nbr.gov.bd ও
(ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন পূরণ ও কর পরিপালন নির্দেশিকা ২০১৯-২০২০ দেখুন)