এফএসআইবিএল হোম ফাইন্যান্স
নিজের একটি বাড়ির স্বপ্ন অধিকাংশ মানুষেরা দেখে থাকেন। কিন্তু এই স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা হলো অর্থ। এই বাধা দূর করে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে ব্যাংক। সহজ শর্ত এবং কিস্তিতে ফ্ল্যাট কেনার বিনিয়োগ দিচ্ছে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক। শুধু তাই নয়, নির্মানধীন বাড়ি বা পুরানো বাড়ি সংস্কারের জন্যও ব্যাংক বিনিয়োগ দিয়ে থাকে। ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক জামানতের উপর নির্ভর করে ৫০% থেকে ৬০% পর্যন্ত বিনিয়োগ দিয়ে থাকে।
কারা বিনিয়োগ পাবেন
চাকরিজীবী, ব্যবসায়ী উভয়ই গৃহ বিনিয়োগের জন্য আবেদন করতে পারেন। সরকারি চাকুরিজীবীর ক্ষেত্রে ৩০,০০০ টাকা, বেসরকারি চাকুরীজীবীর ক্ষেত্রে ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা এবং ব্যবসায়ীর ক্ষেত্রে ৫০,০০০ থেকে ৫৫,০০০ টাকা মাসিক আয় দেখে থাকে।
পরিশোধের উপায়
মাসিক সমপরিমাণ কিস্তি পরিশোধে বিনিয়োগ দেওয়া হয়। ব্যাংক সাধারণত ২৫ বছর পরিশোধের শর্তে বিনিয়োগ প্রদান করে।
বিনিয়োগ গ্রহণের প্রক্রিয়া
গৃহ বিনিয়োগ পাওয়ার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ২০ থেকে ২৫ দিনের মধ্যে ব্যাংক বিনিয়োগ মঞ্জুর করে থাকে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রয়োজনীয় কাগজপত্র
১। আবেদনপ্রার্থী এবং জামিনদারের জাতীয় ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি
২। জাতীয় পরিচয় পত্র
৩। টিন/ ট্যাক্স সার্টিফিকেট
৪। আবেদনপত্র
৫। ইউটিলিটি বিল এর কপি (গ্যাস/পানি/বিদ্যুত/পৌর কর)
৬। আবেদনপ্রার্থী এবং জামিনদারের (যদি থাকে) বিজনেস কার্ড/অফিস আইডির কপি
৭। গ্যারেন্টারের পরিচয় পত্র, ছবি
৮। বেতন বা আয় বিবরণী
৯। অন্য কোনো ঋণ নেওয়া থাকলে তার কাগজ পত্র
১০। ক্রেডিট কার্ড ব্যবহার করলে তার কাগজপত্র ইত্যাদি
১১। ব্যবসায়ীদের সর্বশেষ ১২ মাসের ব্যাংক বিবরণী এবং অন্যান্যদের সর্বশেষ ৬ মাসের ব্যাংক বিবরণী।
অন্যান্য প্রয়োজনীয় বিষয়
● বয়সঃ ২৫ – ৬০
● জামিনদারের সংখ্যাঃ ১ জন (স্ত্রী)
● আবেদনপ্রার্থীর যোগ্যতাঃ বেতনভুক্ত ব্যক্তিদের জন্য একটানা দুই বছর বর্তমান কর্মক্ষত্রে কর্মাভিজ্ঞতা এবং অন্যান্যদের জন্য নিজস্ব পেশায় ৫ বছর কর্মরত থাকার অভিজ্ঞতা
● সর্বোচ্চ প্রাপ্য বিনিয়োগের পরিমাণঃ ৫০%।
বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
● অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৭ এ কল করুন
● অথবা ইমেইল করুনঃ info@fsiblbd.com