আয়কর

২০২২ থেকে যে সকল কাজে ট্যাক্স রিটার্ন দাখিল বাধ্যতামূলক

অর্থ আইন-২০২২ এর মাধ্যমে আয়কর আইনের “ধারা ১৮৪ এ” পরিবর্তন করা হয়েছে। এখন থেকে অর্থাৎ ১ জুলাই, ২০২২ থেকে যে সকল কাজে বা সেবার ক্ষেত্রে (প্রায় ৪০ ধরনের সেবা) ই-টিনের পরিবর্তে “ট্যাক্স রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকার পত্র/ ট্যাক্স রিটার্ন জমার রশিদ/ ট্যাক্স পরিশোধের সার্টিফিকেট” জমা দিতে হবে। তাঁর মধ্যে গুরুত্বপূর্ণ/ উল্লেখযোগ্য খাতগুলো হলো-

১) সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স ইস্যু/ নবায়ন করার জন্য।
২) মোটরগাড়ির রেজিস্ট্রেশন/ মালিকানা পরিবর্তন/ ফিটনেস নবায়ন করার জন্য।
৩) ক্রেডিট কার্ড নেওয়ার আবেদন অথবা ক্রেডিট কার্ড চালু করার জন্য।
৪) ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫,০০,০০০ টাকার অধিক লোনের আবেদন করার জন্য।
৫) ৫,০০,০০০ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয় করা অথবা পোস্টাল সঞ্চয় হিসাব খোলার জন্য।

আরও দেখুন:
টিন সার্টিফিকেট কেন প্রয়োজন হয়?
টিন থাকলেই কি রিটার্ন দাখিল বাধ্যতামূলক?

৬) ব্যাংক হিসাবে ১০,০০,০০০ টাকার অধিক অর্থ জমা রাখা অথবা অ্যাকাউন্ট চালু রাখার জন্য।
৭) আমদানির জন্য এলসি (L/C) খুলতে এবং আমদানি/ রফতানির (IRC/ ERC) লাইসেন্স করার জন্য।
৮) আমদানি/ রফতানির জন্য বিল অফ এন্ট্রি/ বিল অফ এক্সপোর্ট দাখিল করার জন্য।
৯) পণ্য বা সেবা সরবরাহ, চুক্তি সম্পাদন ইত্যাদি কাজের জন্য দরপত্র জমা দেয়ার জন্য।
১০) সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকার বিল্ডিং নির্মাণের নকশা অনুমোদনের আবেদন করার জন্য।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

১১) যে কোন এলাকায় বাণিজ্যিক/ শিল্প কাজে গাস সংযোগ পাওয়ার জন্য।
১২) সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক ভবনে গাস সংযোগ পাওয়ার জন্য।
১৩) কোন কোম্পানির পরিচালক হওয়ার জন্য।
১৪) ডিজিটাল প্লাটফর্মে কোন পণ্য/ সেবা বিক্রি করার জন্য।
১৫) সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুত লাইন পাওয়ার জন্য।

১৬) সিটি কর্পোরেশন, জেলা সদর, পৌরসভা এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুলে সন্তান ভর্তি করার জন্য।
১৭) কোন প্রতিষ্ঠানে নির্বাহী বা ব্যবস্থাপনা পদে চাকুরিরত ব্যক্তিদের বেতন-ভাতা পাওয়ার জন্য।
১৮) সরকারি/ আধা-সরকারি প্রতিষ্ঠানে ১৬,০০০ টাকার বেশি বেসিক বেতন প্রাপ্তদের বেতন পাওয়ার জন্য।
১৯) এমপিও ভুক্ত শিক্ষকেরা সরকারের নিকট থেকে মাসিক ১৬,০০০ টাকার বেশি বেতন পাওয়ার জন্য।
২০) ড্রাগ/ ফায়ার/ বিএসটিআই লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র পাওয়ার জন্য/ নবায়ন করার জন্য।

২১) ডাক্তার, প্রকৌশলী, আইনজীবীসহ পেশাজীবী সংগঠনের সদস্যদের জন্য অথবা সদস্যপদ পাওয়ার জন্য।
২২) কনসালটেন্সি, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল সরবরাহ সেবার বিল পাওয়ার জন্য।
২৩) সিটি কর্পোরেশন, জেলা পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ লাখ টাকার অধিক মূল্যের জমি, দালান, ফ্ল্যাট ইত্যাদি ক্রয়ের রেজিস্ট্রেশন করার জন্য।

যে সকল ব্যক্তি উপরোক্ত বিষয়/ সেবাগুলো প্রদান বা অনুমোদনের দায়িত্বে থাকবেন তিনি/ তারা যদি উক্ত রিটার্ন জমার রশিদ/ ট্যাক্স সার্টিফিকেট যথাযথভাবে যাচায় না করেন তাহলে তাঁর/ তাদেরকে ম্যাক্সিমাম ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button