ফরেক্স মার্কেট বনাম স্টক মার্কেট
আপনারা অনেকেই হয়তো স্টক বা সিকিউরিটি মার্কেট এবং ফরেক্স মার্কেট এর পার্থক্য জানেন না, তাদের জন্যই ফরেক্স মার্কেট বনাম স্টক মার্কেট নিয়ে পোষ্টটি লেখা হয়েছে। ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট (শেয়ার মার্কেট) দুটিকে পুঁজি বাজার বা বিনিয়োগ বাজার বলা হয়। কিন্তু ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট সম্পুর্ণ দুইটি স্বাধীন ভিন্ন মার্কেট। যেগুলোর একজনের সাথে অন্যজনের মধ্যে কোন সম্পর্কই নেই। উভয় মাকের্ট এ ট্রেডের উপাদানসমূহ আলাদা। যেমন ফরেক্স মার্কেটের জন্য মুদ্রা বা কারেন্সি এবং স্টক বা শেয়ার মার্কেটের জন্য শেয়ার বা সিকিউরিটি। যেমন-
শেয়ার মার্কেট হল এমন একটি বাজার যেখানে বিভিন্ন সসীম দায়বদ্ধ কোম্পানিগুলো (পাবলিক লিমিটেড কোম্পানি) স্টক একচেঞ্জ এ নিবন্ধিত হয়ে তাদের শেয়ার বেচা কেনা করে থাকে। আর স্টক মার্কেট প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুই ভাগে বিভক্ত।
০১) প্রাইমারি ষ্টক মার্কেট একটি দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এটার অগ্রগতির মাত্রা এবং প্রভাব প্রাইমারি মার্কেটের উপর বিরাটভাবে প্রভাব বিস্তার করে। প্রাইমারি মার্কেটে কোম্পানিগুলো সাধারণত তাদের IPO প্রবর্তন করে। নিয়মানুসারে, এই মার্কেটে সিকিউরিটিজের ক্রেতারা ব্যক্তিগত বা প্রতিষ্ঠানিক (বিনিয়োগ তহবিল, বিমা প্রতিষ্ঠানসমূহ, ইত্যাদি) বিনিয়োগকারী। প্রাইমারি মার্কেটের সিকিউরিটি বিবেচিত হয় সরাসরি বা মধ্যস্ততাকারিদের মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে লেনদেনের মাধ্যমে।
০২) সেকেন্ডারি স্টক মার্কেটের মধ্যে থাকে ওভার দ্য কাউন্টার মার্কেট এবং স্টক এক্সচেঞ্জ। এখানে গ্রাহকরা অন্য বিনিয়োগকারীদের নিকট তাদের ইতোমধ্যে এমিটেড শেয়ারগুলো পুনরায় বিক্রি করে। প্রাইমারির মত সেকেন্ডারি মার্কেট রাষ্ট্রের বিনিয়োগ প্রবাহের পরিমাণকে কোন ভাবে প্রভাবিত করে না। এই মার্কেটের মূল অংশগ্রহণকারীরা হল ফটকাবাজ যারা কম মূল্যে কিনে এবং বেশি মূল্যে বিক্রি করে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
❏ একটি স্টক মার্কেটের প্রধান নিয়ন্ত্রকদের মধ্যে একটি হল মূল্য। এটা গঠিত হয় ফটকাবাজ, এমিটারস, মধ্যস্ততাকারি এবং বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণে। একটি মার্কেটের মূল্যসমূহ গঠিত হয় বিভিন্ন নীতির মাধ্যমে: উদৃত সিকিউরিটিজ, সেগুলোর অনুমোদনকারী, চাহিদা, বাজার পরিস্থিতি। এই নীতিগুলো বিবেচিত হয় স্টক মার্কেটে মূল্য গঠনের মাধ্যমে, প্রাথমিক সর্বোচ্চ বা সর্বনিম্ন মূল্য নির্ধারণে, বিক্রয় থেকে দ্রুত মুনাফা অর্জনে, মার্কেটে প্রবেশে, এবং মার্কেটের একটি অংশবিশেষ অধিকার করতে। স্টক ট্রেডারদের বিভিন্ন প্রকার লক্ষ্য থাকে: স্টক হারের পার্থক্য থেকে মুনাফা অর্জন, ডেভিডেন্ট অর্জন, ইত্যাদি। স্টক মার্কেটে স্থবরতা এবং নিরাপত্তা সত্ত্বেও এটাতে ট্রেডিং এর পূর্বে যেকাউকে ঝুঁকি কমাতে মার্কেট বিশ্লেষণ করার পরামর্শ দেয়া হয়।
❏ স্টক মার্কেট সাধারনত অবস্থিত হয় স্টক এক্সচেঞ্জে। বিশ্বের বৃহত্তম স্টক এক্সচেঞ্জগুলো অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, চীন, কানাডা, জার্মানি (ফ্রাংক স্টক এক্সচেঞ্জ ), ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসে। আর ফরেক্স মার্কেট হল একটি আন্তর্জাতিক বৈদেশিক বিনিময় বাজার। এই নামটি এসেছে ফরেন (Foreign) এবং এক্সচেঞ্জ (Exchange) শব্দদ্বয়ের সংমিশ্রণ থেকে যার অর্থ হল বৈদেশিক বিনিময় কার্যক্রম। মূলত ফরেক্স হল বৈদেশিক মুদ্রা কেনা-বেচা করার ব্যবসা। একদিনে বেশ কয়েকবার মুদ্রামূল্য উঠানামা করে থাকে। এই মুদ্রার দাম ওঠা-নামার উপর ট্রেড করে লাভ (পিপস্) করতে হয়।
❏ মুদ্রা হারের পরিবর্তন সাধিত হয় সরকারি ব্যক্তিদের পাশাপাশি বাণিজ্যিক কোম্পানির মাধ্যমে, যারা পণ্য বা সেবা রপ্তানির মাধ্যমে অর্জিত মুদ্রা দেশী মুদ্রায় কারেন্সি পরিবর্তন করে থাকে। যদিও এটা বৈদেশিক মুদ্রাবাজার লেনদেনের মাত্র ৫% ভাগ। আর বাকি ৯৫% লেনদেন সংঘটিত হয় ফটকাবাজদের মাধ্যমে যারা বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কিছু মুনাফা অর্জন করতে চায়। এরাই মুলত ফরেক্স ট্রেডার।
❏ ফরেক্স এবং স্টক মার্কেটের মধ্যে আরেকটা পার্থক্য হল ট্রেডিং এর জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ। একটি স্টক মার্কেট থেকে শেয়ার কিনতে একজনের প্রয়োজন হবে বেশ বড় অঙ্কের অর্থ, ১০ হাজার মার্কিন ডলার থেকে ১০০ হাজার মার্কিন ডলার পর্যন্ত।
❏ ফরেক্স মার্কেটের উল্লেখযোগ্য বিষয় হল এটার স্থিতিশীলতা। কেননা যে কোন আর্থিক বাজারে সবচেয়ে খারাপ বিষয়টা হল মেল্টডাউন বা স্টক সূচকের পতন। যদিও, ফরেক্স বাজার তার নির্দিষ্ট উপাদান মুদ্রার মাধ্যমে সুরক্ষিত থাকে যা অন্যান্য স্টক মার্কেট এবং নিত্যপ্রয়োজনীয় বাজার থেকে আলাদা।
❏ যদি শেয়ারের মূল্যহ্রাস ঘটে তবে এটাকে বলা হয় আর্থিক পতন। কিন্তু যদি মার্কিন ডলারের পতন হয় তবে, অন্য মুদ্রা আরও শক্তিশালী হয়। সুতরাং এটা মার্কেটে গতির সঞ্চালন করে। সুতরাং, একজন ট্রেডারের জন্য অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য এটা অনেক ভালো একটি সুযোগ। উল্লেখিত যে বৈশিষ্ট্য ফরেক্স লাইনের চমৎকার স্থবিরতা থাকে তা হল: মুদ্রা হল সবচেয়ে তরল এবং নির্ভরযোগ্য ট্রেডিং উপাদান।
ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট এর ব্যবসায়িক সুবিধা
❏ একটি স্টক মার্কেটে ট্রেডিং হল নিয়ন্ত্রিত এবং স্থির যা ফরেক্স মার্কেটের মত নয় যেখানে একজন অল্প সময়ের ব্যাবধানে খুব বড় অঙ্কের মুনাফা বা লোকসান করতে পারে।
❏ যদিও, আয়তন এবং দ্রুত-বর্ধনশীলতার দিক থেকে এটাই সবচেয়ে বড় বাজার। ফরেক্সে দৈনিক বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার যেটা আমেরিকার সকল স্টক এক্সচেঞ্জ মার্কেটের সম্মিলিত লেনদেনের পরিমাণের ৩০ গুনেরও বেশি।
❏ ফরেক্সের আরেকটি অনস্বীকার্য সুবিধা হল এটাতে সহজেই প্রবেশ করা যায়। একজন নির্ভরযোগ্য ব্রোকার খুজে পাওয়া কঠিন কিছু নয় কারণ বাজারে অনেক বেশি সংখ্যক নির্ভরযোগ্য ব্রোকার আছে। বাকিটা নির্ভর করে শুধুমাত্র ঐ মানুষটার উপর যে ফরেক্সে যোগ দিতে চায়। কিন্তু অধিকাংশ ট্রেডাররা ফরেক্স মার্কেটে লাভবান হওয়ার পর এবং পরবর্তীতে স্টক মার্কেটে চলে যায়।
আরও দেখুন:
◾ ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ কি?
◾ ফরেক্স ও শেয়ার মার্কেটের মধ্যে পার্থক্য কী?
◾ ফরেক্স মার্কেট বনাম স্টক মার্কেট
◾ ফরেন এক্সচেঞ্জ এর জরুরী কিছু নোট