সিআইবিতে মিথ্যা তথ্য দিলে ৫ লাখ টাকা জরিমানা
কোনো বকেয়া ঋণের বিষয়ে মিথ্যা বা ভুল তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গুনতে হবে জরিমানা। একই সঙ্গে ভুল তথ্য দেওয়ার সঙ্গে কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও জরিমানা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২১ জুলাই, ২০২২) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিড ইনফরমেশন ব্যুরো (সিআইবি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (সিআইবি সার্কুলার লেটার নং-০৩/২০২২) জারি করে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আরও দেখুন:
◾ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার
নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্রেডিড ইনফরমেশন ব্যুরোতে বকেয়া ঋণের মিথ্যা বা ভুল তথ্য দিলে কমপক্ষে ৫০ হাজার এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা করবে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া সিআইবিতে যথাসময়ে ঋণের তথ্য না দিলেও জরিমানা করা হবে। আর তথ্য গোপন করার ক্ষেত্রেও জরিমানা প্রযোজ্য হবে। তবে জরিমানা করার আগে সংশ্লিষ্ট ব্যাংক বা প্রতিষ্ঠানকে তথ্যের বিষয়ে জবাব চাওয়ার কথা বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে জরিমানা করা হবে এবং তা ৭ দিনের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নির্ধারিত সময়ে জরিমানা পরিশোধে করতে ব্যর্থ হলে তা কেন্দ্রীয় ব্যাংকের হিসাব থেকে কেটে নেওয়া হবে। আর প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ৩০ দিনের মধ্যে তার জরিমানা অর্থ আদায় করতে পারবে।
ব্যাংকিং খাতের ঋণ শৃঙ্খলা সুসংহত করার নিমিত্তে সর্ব সময়ে সিআইবি তথ্যভান্ডারের সঠিকতা বজায় রাখা ও হালনাগাদ তথ্য সংরক্ষণ একান্ত আবশ্যক। উল্লেখ্য, সিআইবি সার্কুলার নং-০২/২০১১-তে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক যথাসময়ে ও যথাযথভাবে সিআইবি অনলাইন সিস্টেমে তথ্য প্রদান করা না হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে নির্দেশনা রয়েছে। এমতাবস্থায়, সিআইবি তথ্যভান্ডারের উচ্চমান নিশ্চিতকল্পে উপর্যুক্ত সার্কুলারসমূহের নির্দেশনা যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে সিআইবি সার্কুলার নং০২/২০১১ এর ৪ এবং ৬ নং অনুচ্ছেদ নিম্নরূপভাবে প্রতিস্থাপন করেছে বাংলাদেশ ব্যাংকঃ
আপলোডকৃত তথ্যের মধ্যে ভুল/ মিথ্যা তথ্য প্রদান কিংবা তথ্য গোপন করা হলেঃ
কোন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক Uploaded মাসিক বকেয়া ঋণ তথ্যের কোন অংশ মিথ্যা/ ভুল পরিলক্ষিত হলে এবং তথ্য গোপন প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান, কিংবা, ক্ষেত্রমতে, উক্তরূপ মিথ্যা/ ভুল তথ্য দাখিলকারী কর্মকর্তা(গণ) বা তথ্য গোপনের জন্য দায়ী কর্মকর্তা(গণ)-কে ন্যূনতম ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা এবং সর্বোচ্চ ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা আরোপ করা হবে।
জরিমানা আদায়ের পদ্ধতিঃ
(ক) নির্ধারিত সময়ে Monthly Batch Contribution বা Error File এর প্রয়োজনীয় সংশোধন করতে ব্যর্থ হলে বিলম্ব দিনের সংখ্যা, ভুল/ মিথ্যা তথ্য প্রদানের প্রকৃতি ও মাত্রা অনুযায়ী এবং ঋণতথ্যের গোপনীয়তা ভঙ্গের বিষয় উদ্ঘাটিত হলে জরিমানার কারণ এবং জরিমানার টাকার পরিমাণ উল্লেখপূর্বক ব্যুরো হতে উক্ত ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান বা দায়ী কর্মকর্তা(গণ)-কে পত্র প্রেরণ করা হবে এবং উক্ত জরিমানার টাকা কেন আদায় করা হবে না মর্মে ব্যাখ্যা তলব করা হবে।
(খ) সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান কিংবা কর্মকর্তা(গণ) কর্তৃক প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক না হলে জরিমানা আরোপের বিষয়টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান কিংবা কর্মকর্তা(গণ)-কে জানিয়ে ৭ (সাত) দিনের মধ্যে ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার এর মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের জন্য পত্র দেয়া হবে।
(গ) নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের ব্যর্থতায় কোনরূপ নোটিশ প্রদান ব্যতিরেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে রক্ষিত সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের হিসাব বিকলন করে তা আদায় করা হবে। দায়ী কর্মকর্তা(গণ)-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান এরূপ কর্তনকৃত জরিমানার অর্থ ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত কর্মকর্তা(গণ)-এর নিকট হতে আদায় করে অত্র বিভাগকে অবহিত করবে।
উক্ত সার্কুলারে আরো বলা হয়েছে, Bangladesh Bank Order, 1972 এর Chapter-IV, Article 48 এ প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
সূত্রঃ ক্রেডিড ইনফরমেশন ব্যুরো, বাংলাদেশ ব্যাংক
✓ সিআইবি সার্কুলার লেটার নং-০৩/২০২২, তারিখঃ ২১ জুলাই, ২০২২
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে।