প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ (এফএসআইবিএল)- First Security Islami Bank Limited (FSIBL) বাংলাদেশের অন্যতম বেসরকারি খাতের শরিয়াহ্ ভিত্তিক একটি ইসলামী ব্যাংক। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ (এফএসআইবিএল)। ব্যাংকটিতে ‘প্রবেশনারি অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আগামী ১৬ জুলাই, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নামঃ প্রবেশনারি অফিসার
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যে কোন পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্সসহ এমবিএ/ এমবিএম/ মাস্টার্স ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
✓ প্রার্থীদের এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৪.০০ বা সমমানের সকল পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে।
✓ অনার্স এবং মাস্টার ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.০০ অথবা ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৩.৭৫ থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বেতন ও সুযোগ-সুবিধাঃ
✓ প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
✓ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কেবলমাত্র লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ভাইভার জন্য ডাকা হবে।
✓ নির্বাচিত প্রার্থীদের ০১ (এক) বছর সময়কালের জন্য প্রবেশনারি অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হবে৷
✓ মাসিক সর্বসাকুল্যে বেতন ৪৮,৪০০/- (আটচল্লিশ হাজার চার শত টাকা)।
✓ প্রবেশন পিরিয়ড সফলভাবে সমাপ্তির পরে ব্যাংকের নিয়মিত বেতনের আওতায় অফিসার হিসাবে নিশ্চিত হবে। তখন মাসিক বেতন হবে ৫৯,৫০০/- (ঊনষাট হাজার পাঁচ শত টাকা)।
✓ বয়স: ১৬ জুলাই, ২০২৩ অনুযায়ী সর্বনিম্ন- ২২ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর (২৫ মার্চ, ২০২০ BRPD সার্কুলার- ৪৩ অনুযায়ী)।
অন্যান্য শর্তাবলীঃ
✓ দুর্দান্ত আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রেই দক্ষতা থাকতে হবে।
✓ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বিশেষ করে মাইক্রোসফট অফিস চালনায় পারদর্শী হতে হবে।
✓ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে অব্যাহত বছর ০৫ (পাঁচ) সময়ের জন্য ব্যাংকে সেবা দেওয়ার জন্য একটি সিউরিটি বন্ড কাম সার্ভিস এগ্রিমেন্ট সম্পাদন করতে হবে।
✓ কেবলমাত্র প্রকাশিত একাডেমিক ফলাফল গ্রহণযোগ্য (এপিয়ার্ড সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়)।
✓ অসম্পূর্ণ, হার্ড কপি এবং ই-মেইল এ আবেদন গ্রহণ করা হবে না।
✓ যে কোন অসম্পূর্ণ তথ্য এবং যে কোন প্ররোচনাকে অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে।
✓ লিখিত পরীক্ষা ও ভাইভাতে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ ডিএ দেওয়া হবে না।
✓ ম্যানেজমেন্ট কোন বিজ্ঞপ্তি ছাড়াই যে কোন পর্যায়ে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
আবেদনের প্রক্রিয়াঃ
✓ আগ্রহী আবেদনকারীদের নিন্মোক্ত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে।
✓ সরাসরি আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ১৬ জুলাই, ২০২৩।
সোর্সঃ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (FSIBL)
About First Security Islami Bank Limited (FSIBL):
First Security Islami Bank Limited (FSIBL) a third generation progressive Islami Shariah Based Private Commercial Bank having remarkable number of branches all over the country with excellent working environment, corporate culture & steady growth in it’s business expansion program, desires to recruit Probationary Officers to strengthen the team.
Potential individuals who are challenge striving, forward looking, proactive & self-motivated possessing assertive leadership quality with the following criteria are encouraged to apply.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |