ইন্টারনেট ব্যাংকিংফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর অ্যাকাউন্ট হোল্ডারগণ ইন্টারনেট ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের উন্নতর সেবা প্রদান এর লক্ষ্যে FSIBL ইতােমধ্যে ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস চালু করেছে যার মাধ্যমে গ্রাহকরা ব্যালেন্স ইনকুয়ারী, চেক বই রিকুইজিশন, বিস্তারিত টার্ম ডিপােজিট, একাউন্ট স্টেটমেন্ট, চেক ক্লিয়ারিং অবস্থা এবং ইনভেস্টমেন্ট রিপেমেন্ট সিডিউল ইত্যাদি সহজেই করতে পারেন। SSL Wireless FSIBL এর সাথে টেকনােলজি সলিউশন পার্টনার হিসেবে VeriSign-এর মাধ্যমে Web Security Solution প্রদানে কাজ করেছে। একাউন্ট খোলার সময় বা অ্যাকাউন্ট খোলার পরে গ্রাহক এই সুবিধা পাবেন।

FSIBL ইন্টারনেট ব্যাংকিং এর বৈশিষ্ট্য
FSIBL ইন্টারনেট ব্যাংকিং এর বৈশিষ্ট্য সমূহ নিম্নে তুলে ধরা হলো-
● ব্যালেন্স অনুসন্ধান
● বিনিয়োগ লেনদেনের বিবরণ
● ক্লিয়ারিং চেকের ইনফরমেশন
● লেনদেন বিবরণ
● গ্রাহক ইনফরমেশন
● হিসাব বিবরণী
● চেক পেমেন্ট বন্ধকরণ
● ঠিকানা পরিবর্তনের অনুরোধ
● চেক বইয়ের আবেদন
● পাসওয়ার্ড পরিবর্তন ও
● ইএমআই ক্যালকুলেটর।

● ইন্টারনেট ব্যাংকিং এ লগ ইন করতে ক্লিক করুন এখানে;
● ইন্টারনেট ব্যাংকিং এর আবেদন ফরম পেতে ক্লিক করুন এখানে;
● ইন্টারনেট ব্যাংকিং এর নির্দেশিকা পেতে ক্লিক করুন এখানে;
● ইন্টারনেট ব্যাংকিং এর নিরাপত্তা টিপস জানতে ক্লিক করুন এখানে;
● ইন্টারনেট ব্যাংকিং এর টার্ম এন্ড কন্ডিশন জানতে ক্লিক করুন এখানে

বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
● অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৭ এ কল করুন
● অথবা ইমেইল করুনঃ info@fsiblbd.com

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button