অর্থনীতি

​​​​​সামষ্টিক অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ কি কি?

​​​​​সামষ্টিক অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ কি কি? অর্থনীতিতে লর্ড কেইনস (Lord Keynes)-কে সামষ্টিক অর্থনীতির জনক বলা হয়। তিনি ১৯৩৬ সালে প্রকাশিত The General Theory of Employment Interest and Money’ শীর্ষক বিখ্যাত গ্রন্থে সামষ্টিক অর্থনীতির গুরুত্ব আরোপ করেন। কাজেই একক বা ব্যক্তিগত অর্থনৈতিক সমস্যার বিশ্লেষণ না করে যখন সামগ্রিক বা জাতীয় অর্থনৈতিক সমস্যার আলোচনা করা হয়, তখন তাকে সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত করা হয়। এই লেখায় সামষ্টিক অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা হয়েছে।

সামষ্টিক অর্থনীতির বৈশিষ্ট্য

নিম্নে সামষ্টিক অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলো-

  • সামষ্টিক অর্থনীতিতে অর্থব্যবস্থার সামষ্টিক দিক নিয়ে আলোচনা করা হয়।
  • সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতির বৃহৎ বিষয় নিয়ে আলোচনা করে। তাই সামষ্টিক অর্থনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত।
  • সামষ্টিক অর্থনীতিতে কোনো দেশের জাতীয় উৎপাদন, জাতীয় ভোগ, জাতীয় সঞ্চয়, দাম স্তর, মজুরি স্তর, জাতীয় বণ্টন, জাতীয় আয়-ব্যয়, বিনিয়োগ স্তর ইত্যাদি বিষয় পঠন-পাঠন ও গবেষণা করা হয়।
  • সামষ্টিক অর্থনীতির মাধ্যমে অর্থনীতির সামগ্রিক চিত্র পাওয়া যায়।
  • সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতির প্রায়োগিক দিক আলোচনা করে।
  • লর্ড জে, এম কেইন্সসহ আধুনিক অর্থনীতিবিদগণ সামষ্টিক অর্থনীতির অনুসারী।
  • সামষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক খাতসমূহ সামগ্রিকভাবে আলোচিত হয় বলে খাতসমূহের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকে।
  • সামষ্টিক অর্থনীতিতে যা পরিবর্তনশীল, ব্যষ্টিক অর্থনীতিতে তা স্থির।
  • সামষ্টিক অর্থনীতিতে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বিবেচনা করা হয়, যা বাস্তব সম্মত।
  • সামষ্টিক অর্থনীতি দ্বারা সামগ্রিক অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া যায়।

আরও দেখুন:
সামষ্টিক অর্থনীতি বলতে কী বোঝায়?

মোটকথা, সামষ্টিক অর্থনীতিতে একটি জাতি কীভাবে আয় করে, কীভাবে ব্যয় করে এবং কীভাবে সঞ্চয় করে তা আলোচনা করা হয়। এভাবে জাতীয় আয়, জাতীয় সঞ্চয়, জাতীয় উৎপাদন ও জাতীয় ব্যয় ইত্যাদি সামষ্টিক অর্থনীতিতে মোট সংস্থান কীভাবে মোট উৎপাদন দ্বারা নির্ধারিত হয় তা দেখানো হয়েছে। উৎপাদন দেশের মোট চাহিদা, মোট সঞ্চয়, মোট পুঁজি ইত্যাদির ওপর নির্ভর করে। কাজেই অর্থনীতির সামগ্রিক রূপ হলো সামষ্টিক অর্থনীতি

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button