প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের এমডি ফজলুর রহমান
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘ ৩৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব মো. ফজলুর রহমান সম্প্রতি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর মো. ফজলুর রহমান ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংক নিয়োগ কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে পূবালী ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে ব্যাংকিং
পেশা শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড ও এনসিসি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং শাখা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সফলভাবে দায়িত্ব পালন করেন।
ফজলুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা (প্রথম পর্ব) সফলভাবে সম্পন্ন করেন। তিনি বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |