ব্যাংক জব সার্কুলারব্যাংকার্স সিলেকশন জব
পাঁচ ব্যাংকে কর্মকর্তা পদে আবেদনের সময়সীমা বৃদ্ধি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংকে ১ হাজার ৫১৮ কর্মকর্তা পদে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রনী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে সমন্বিতভাবে ১ হাজার ৫১১ জন অফিসার (ক্যাশ) পদে আবেদন করা যাবে ১০ জুন পর্যন্ত।
একই সাথে সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকে ৭ জন সিনিয়র অফিসার (প্রকৌশলী-মেকানিক্যাল) পদে আবেদনের সময়সীমাও ১০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
উভয় পদে আবেদন শেষে ১৪ জুন পর্যন্ত ট্র্যাকিং পেজ সংগ্রহ করা যাবে। পদগুলোতে আবেদনের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |