এক্সিম ব্যাংক পিএলসিব্যাংক হিসাব

এক্সিম ব্যাংক মুদারাবা শেফা মাসিক সঞ্চয়ী আমানত প্রকল্প

প্রয়ােজনের মুহূর্তে নিরাপত্তার আশ্বাস। সুচিকিৎসার সহজলভ্যতা সত্বেও বেশিরভাগ সময়ে আর্থিক অপর্যাপ্ততাই আরােগ্য লাভের ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাড়ায়। কল্যাণমুখী ব্যাংকিংয়ের পথিকৃত এক্সিম ব্যাংক, মানুষের এই প্রয়োজনের মুহূর্তে দিতে চায় নিরাপত্তার আশ্বাস, পাশে থাকতে চায় বন্ধুর মত। তাই যথাযথ চিকিৎসা সেবা পাওয়া নিশ্চিত করতে এক্সিম ব্যাংক নিয়ে এসেছে ব্যতিক্রমী ব্যাংকিং সেবা- মুদারাবা শেফা মাসিক সঞ্চয়ী আমানত প্রকল্প।

মুদারাবা শেফা মাসিক সঞ্চয়ী আমানত প্রকল্পের বৈশিষ্ট্য
● আকর্ষণীয় মুনাফার হার
● জমাকৃত অর্থের ৯০ ভাগ পর্যন্ত চিকিৎসা খরচ হিসেবে বিনিয়ােগ লাভের সুযােগ;
● এক্সিম ব্যাংক হাসপাতালে বিভিন্ন সেবায় ৩০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা;
● অপ্রাপ্তবয়স্কের নামেও এই হিসাব খােলা যায়।

হিসাব খোলার প্রয়োজনীয় কাগজপত্র
● একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষর সহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
● আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
● জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
● নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
● নমিনীর আইডি কার্ডের কপি।
● ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
● টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
● একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারীর স্বাক্ষর।

বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
● অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৪৬ এ কল করুন।
● অথবা ইমেইল করুনঃ info@eximbankbd.com

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button