এক্সিম ব্যাংক লকার সার্ভিস
যেকোন দুর্ঘটনা ঘটার পূর্বেই আপনার মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত রাখতে এক্সিম ব্যাংক লকার সেবা গ্রহন করুন। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত লকার সেবা পাওয়া যায়।
লকার সার্ভিসের সাইজ ও ফি
লকার সার্ভিসে বার্ষিক ভিত্তিতে নিম্নলিখিত ফি দিয়ে এই সেবা গ্রহণ করা যায়-
● লকার সাইজ বড়- বার্ষিক চার্জ= ৩৫০০ টাকা
● লকার সাইজ মধ্যম- বার্ষিক চার্জ= ২৮০০ টাকা
● লকার সাইজ ছোট- বার্ষিক চার্জ= ২২০০ টাকা
* সিকিউরিটি আমানত (ফেরতযোগ্য) ৫০০০ টাকা।
লকার সার্ভিসের শর্তাবলী
● লকার প্রাপ্তির জন্য আপনাকে অবশ্যই এক্সিম ব্যাংকের একাউন্ট ধারক হতে হবে।
● চাবি হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শাখায় অবহিত করতে হবে।
● বার্ষিক ভিত্তিতে লকার বরাদ্দ দেওয়া হবে।
বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
● অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৪৬ এ কল করুন।
● অথবা ইমেইল করুনঃ info@eximbankbd.com
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |