তিরাশির ট্রেন (ইসলামী ব্যাংক)
সুদ মুক্ত অর্থনীতির খুললো যখন ব্রেইন
তখন থেকে চালু হল তিরাশির ট্রেন।
সেবার পসরা সাজিয়ে নিয়ে শহর থেকে গ্রামে
দারে দারে ঘুরে বেড়ায় ইসলামী ব্যাংক নামে।
সুদ মুক্ত অর্থনীতির হুইসেল বাজে শোন
সুদের ভিতর আমরা সবাই ডুবে থাকবো কেন?
আল্লাহ যাকে হারাম করলো তাকে বেসে ভালো
আমরা কেন পাপী হবো একবার ভেবে বল।
বগি বাড়ছে যাত্রী বাড়ছে, বাড়ছে সেবার মান
দক্ষ কর্মী, দক্ষ চালক- চলছে বিশাল যান।
শরিয়তের বিধান মেনে দিচ্ছে জন সেবা
এ সময়ে এমন সেবক বল আছে কেবা?
শহর, বন্দর, গ্রাম, গঞ্জ, পাড়া, মহল্লায়
সেবার পসরা পৌঁছে দিচ্ছে নিজেই নিয়ে দায়।
ব্যবসায়, বানিজ্য, শিল্প, কৃষি কি নেই সেথা বল
স্বাস্থ্য সেবা শিক্ষা বৃত্তি সবই পাবে চল।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
আন্তর্জাতিক ব্যবসায়-বানিজ্য প্রবাসীদের আয়
সব সুবিধা পাবে হেথায় সঠিক সময়।
দুর্নীতি স্বজন প্রীতি হয়রানি নেই কোথাও
আগে আসলে আগে পাবেন সকলকে তা বুঝাও।
রাত-দিন চব্বিশ ঘণ্টা সেবার দুয়ার খোলা
ঘরে বসেই সেবা নিবেন আজব সেবার মেলা।
এই ট্রেনে চড়ে যাবেন দুর-বহুদুর
লক্ষ্য যেথায় পৌঁছে যাবার সেই স্বপ্নপুর।
সামাজিক দায়বদ্ধতা আছে প্রতি জনে
কর্মসংস্থান সৃষ্টি করে যাচ্ছে এ যান মেনে।
অসহায় গরীব দুঃখী দুস্থ আছে যারা
মুক্ত হস্তে সহায়তার সুযোগ পাচ্ছে তারা।
সকল ধর্মের সব মানুষের প্রিয় প্রতিষ্ঠান
আন্তর্জাতিক পুরস্কারের পেয়েছে সম্মান।
শ্রেষ্ঠ হাজার ব্যাংকের মাঝে সে আসে বার বার
সুদ-মুক্ত অর্থনীতির যোগ্য রাহবার।
এই ট্রেনের কুশি-লব, যে যেখানে আছে
তাদের জন্য কুশল কামি মহান আল্লাহর কাছে।
কার্টেসিঃ নজরুল ইসলাম, কবি ও ব্যাংকার