ইবিএল বাংলা QR পেমেন্ট চালু করল
স্পর্শবিহীন বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। গত বুধবার ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপে এ সেবা চালু করা হয়। এর মধ্য দিয়ে ইবিএল বিশ্বের অন্যতম ডিজিটাল পেমেন্ট টেকনোলজি ভিসার এই প্রোগ্রামে যুক্ত হলো। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
নতুন এই সেবাটি চালু করার ফলে ইবিএল গ্রাহকরা এখন কোনোরকম স্পর্শ ছাড়াই বিভিন্ন মার্চেন্ট পয়েন্ট, যেমন- হোটেল, রেস্টুরেন্ট, গ্রোসারি, ফার্মেসি ইত্যাদিতে পেমেন্ট করতে পারবেন তাদের ইবিএল ভিসা কার্ড ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপ ব্যবহার করে। বর্তমানের করোনাভাইরাস মহামারীর এই সময়ে Bangla QR Payment সেবাটি নিশ্চিত করবে ইবিএল গ্রাহকরা যেন কোনোরকম স্পর্শ ছাড়াই বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে পেমেন্ট করতে পারেন।
ইবিএলের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আলী রেজা ইফতেখার বলেছেন, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের প্রতি খেয়াল রাখা এবং সরকার ও WHO নির্ধারিত স্বাস্থ্য নীতিমালা মেনে চলার নানা উদ্ভাবনী উপায় বের করে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করা আমাদের দায়িত্ব। এই স্পর্শবিহীন পেমেন্ট সেবাটি বর্তমানে সময়ের চাহিদা। তিনি আরও বলেন, বর্তমানে গ্রাহকদের ব্যাংকিং অভ্যাস পরিবর্তন হওয়ার প্রেক্ষাপটে QR Payment নিশ্চিত করবে স্পর্শবিহীন পেমেন্ট এবং নিরাপদ লেনদেন। এই সেবাটি আমাদের তরুণ প্রজন্মকেও বেশ আকৃষ্ট করবে।
এই সেবাটি ভিসা, ইবিএল এবং SSLCOMMERZ এর একটি যৌথ উদ্যোগ। সামনের দিনে অন্যান্য ব্যাংকও এই প্রকল্পে যুক্ত হবে এবং সেসব ব্যাংকের গ্রাহকেরা তাদের নিজ নিজ ব্যাংকের মোবাইল অ্যাপ ও ভিসা কার্ড ব্যবহার করে বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে থাকা QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |