রিলেশনশিপ অফিসার (CMTBCB) পদে নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (Eastern Bank Limited) বাংলাদেশের বেসরকারী ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ একটি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড চাকরি প্রার্থীদের জন্য তাদের ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রানজেকশন ব্যাংকিং ও কর্পোরেট ব্যাংকিং বিভাগে “রিলেশনশিপ অফিসার (RO) – সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (SRM)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশ করেছে। উক্ত পদের যোগ্য ও অভিজ্ঞদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগামী ০৩ জুন, ২০২৩ এর মধ্যে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।
পদের নামঃ রিলেশনশিপ অফিসার (RO) – সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (SRM)
✓ বিভাগ: ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রানজেকশন ব্যাংকিং ও কর্পোরেট ব্যাংকিং।
✓ জব গ্রেড: অফিসার – ভিপি।
– RO থেকে RM (Officer – SPO);
– SRM (AVP – SAVP);
– ইউনিট প্রধান (AVP – VP)।
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: বাংলাদেশের যে কোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বীকৃত যে কোন প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রী/ গ্রাজুয়েশন থাকতে হবে।
✓ স্বনামধন্য যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ক্যাশ ম্যানেজমেন্ট/ ট্রেড সেলস/ ট্রেড ফাইন্যান্স/ কর্পোরেট ব্যাংকিং-এ ৩ থেকে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
– RO থেকে RM পদে (Officer – SPO): ৩-৫ বছর;
– SRM পদে (AVP – SAVP): ৮-১২ বছর;
– ইউনিট প্রধান পদে (AVP – VP): ৮-১২ বছর।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বাংলাদেশের বাজারে প্রচলিত ক্যাশ ম্যানেজমেন্ট পণ্য এবং সমাধান সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।
✓ গ্রাহকের প্রয়োজনীয়তা বোঝা এবং সেই অনুযায়ী সমাধান করার ক্ষমতা থাকতে হবে।
✓ কার্যকর ব্যবসায়িক দক্ষতার সাথে শক্তিশালী আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ ভাল কম্পিউটার দক্ষতা (অনলাইন সফটওয়্যার মডিউল, এমএস অফিস, ইন্ট্রানেট/ ইন্টারনেট, ই-মেইল হ্যান্ডলিং ইত্যাদি) থাকতে হবে।
✓ ভৌগলিক গতিশীলতা এবং নমনীয়তা অগ্রাধিকারযোগ্য।
✓ ভাল ব্যবসায়িক নেটওয়ার্কের সাথে স্ব-প্রণোদিত হতে হবে (বিশেষ করে সরকারী সেক্টর/ MNC/ বীমা এবং অন্যান্য বেসরকারী খাত)।
বেতন ও ভাতাঃ
✓ প্রতিযোগিতামূলক বেতন এবং সুবিধা প্যাকেজ।
✓ ক্যারিয়ারের অগ্রগতির সুযোগ।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী সকল সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ কোন কারণ ছাড়াই ব্যাংক যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে।
✓ সরাসরি আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ০৩ জুন, ২০২৩।
সোর্সঃ বিডি জবস
About Eastern Bank Limited:
Eastern Bank Limited is a private commercial bank in Dhaka, Bangladesh. It was established on August 8, 1992, as a public limited company with limited liability under the Bank Companies Act of 1991. Its share are listed in the Dhaka Stock Exchange and the Chittagong Stock Exchange.
EBL offers Retail Banking, Corporate Banking, SME Banking, Treasury and Investment Banking services within Bangladesh and through partners globally. It has 85 branches and 214 ATMs in Bangladesh and employs around 3000 employees.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ বাংলাদেশ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ বাংলাদেশ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ বাংলাদেশ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |