ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিব্যাংক হিসাবস্কুল ব্যাংকিং

ডাচ-বাংলা ব্যাংক স্টুডেন্ট সেভিংস একাউন্ট

বর্তমান সময়ে ডাচ-বাংলা ব্যাংক একটি জনপ্রিয় ব্যাংক, বিশেষ করে এদের এটিএম কার্ড সাভিস, ফাস্ট ট্রাক, রকেট ও এজেন্ট ব্যাংকিং সার্ভিসের জন্য। সম্প্রতি ডাচ-বাংলা ব্যাংক সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য চালু করেছে নতুন এক সার্ভিস: স্টুডেন্ট ব্যাংকিং। যা সর্ম্পূ্ন্য সাধারণ ব্যাংকিং এর মত তবে এখানে বিশেষ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। স্টুডেন্ট একাউন্ট-এ বছরের সার্ভিস চার্জ অনান্য একাউন্টের তুলনায় কম এবং স্টুডেন্ট একাউন্টে শুধুমাত্র এটিএ্ম কার্ডে লেনদেন করতে হয়। কোন চেক বুক দেয়া হয় না।

ডিবিবিএল স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসের সুবিধাসমূহ
• একাউন্ট ওপেন করতে কোন প্রকার চার্জ দিতে হবে না।
• কোন কারণে একাউন্ট বাতিল করলে ৫০০ টাকা সর্ম্পূণ্য ফেরত দেওয়া হবে।
• আজীবনের জন্য ফ্রী ডিবিবিএল নেক্সাস কার্ড প্রদান করবে।
• ডিবিবিএল নেক্সাস কার্ডে বার্ষিক কোন চার্জ নেই।
• ডিবিবিএল নেক্সাস কার্ড হারিয়ে বা নষ্ট হলে মাত্র ৪০০ টাকা খরচে আপনি পুনরায় একটি কার্ড পাবেন।
• আপনার ডিবিবিএল নেক্সাস কার্ডের মাধ্যমে সকল এটিএম বুথ হতে টাকা তুলতে পারবেন।
• প্রতি বছর আপনাকে জমাকৃত টাকার বিপরীতে ৫% হারে সুদ প্রদান করা হবে । (শর্ত প্রযোজ্য)
• সাধারণ একাউন্টের মত আপনি প্রায় সকল সুযোগ-সবিধা উপভোগ করতে পারবেন।
• সার্বক্ষণিক গ্রাহক কেয়ার সার্ভিস: ১৬২১৬।

ডিবিবিএল স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসের অসুবিধাসমূহ
• একাউন্ট একটিভ করতে আপনাকে প্রথম ৫০০ টাকা জমা দিতে হবে। (সর্ম্পূণ্য ফেরত যোগ্য)।
• এটিএম হতে আপনি একদিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা উত্তোলন করতে পারবেন।
• আপনার একাউন্টে সর্বোচ্চ ১ লক্ষ টাকা জমা রাখতে পারবেন।
• স্টুডেন্ট একাউন্টে কোন চেক বই প্রদান করা হবে না।

অ্যাকাউন্ট খুলতে যা লাগবে
১. হিসাব খোলার আবেদন পত্র যা আবেদনকারী/আবেদনকারীগণকে পূরণ ও স্বাক্ষর করতে হবে (যা ব্যাংক সরবরাহ করবে)।
২. টিপি (TP) ও কেওয়াইসি (KYC) ফরম পূরণ করতে হবে (যা ব্যাংক সরবরাহ করবে)।
৩. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পরিচয় প্রদানকারী কর্তৃক সত্যায়িত আবেদনকারী/আবেদনকারীগণের সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪. অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অভিভাবকেরও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
৫. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
৬. শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র বা আইডি কার্ড।
৭ অভিভাবকের ভোটার আইডি (NID)/ পাসপোর্ট/ নাগরিক সনদপত্র/ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি (ছাত্র-ছাত্রী অথবা অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অভিভাবক কর্তৃক সত্যায়িত)।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
  • ডাচ-বাংলা ব্যাংক স্টুডেন্ট সেভিংস একাউন্ট খোলার আবেদন ফরম পেতে ক্লিক করুন এখানে
  • বিস্তারিত জানতে
    ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন অথবা ✆ কল সেন্টারঃ ১৬২১৬ এ কল করুন।

৫ মন্তব্য

  1. ডিয়ার স্যার/মেডাম,

    আমার একাউন্ট এর ধরন চেক করতে চাই, এমন কি আমার একাউন্ট এর প্রোফাইল বিস্তারিত জানতে চাই ও ইডিট করতে চাই। এই সাপোর্টগুলো কিভাবে পাবো যদি পরামর্শ দিতেন অনেক উপকৃত হতাম।

    ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button