শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক- ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (Dutch Bangla Bank Limited) একটি স্বনামধন্য এবং শীর্ষস্থানীয় যৌথ-উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারী বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির সিলেট অঞ্চলে অবস্থিত শাখা এবং উপশাখার জন্য “শাখা ব্যবস্থাপক” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: শাখা ব্যবস্থাপক
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী।
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই।
✓ কর্মস্থল: সিলেট অঞ্চল।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
✓ শিক্ষাজীবনে ৩য় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়।
✓ স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকে শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অন্যান্য শর্তাবলীঃ
✓ বয়সসীমা: ২০ নভেম্বর, ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।
✓ প্রার্থীদের স্থায়ী ঠিকানা (NID অনুযায়ী) অবশ্যই সিলেট বিভাগে হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।
✓ আবেদনপত্রে কোনরকম ভুল তথ্য প্রদান করা হলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
✓ জেনারেল ব্যাংকিং, ট্রেড ফিনান্স, লেন্ডিং অপারেশন এবং ঋণ পরিচালনায় বিস্তৃত অভিজ্ঞতা থাকতে হবে।
✓ প্রার্থীকে উদ্ভাবনী, স্ব-অনুপ্রাণিত এবং ফলাফল-ভিত্তিক হতে হবে।
✓ প্রার্থীকে ইংরেজি ও বাংলায় দক্ষ হতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ বেতন ও পদমর্যাদা নির্বাচিত প্রার্থীদের কর্মক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নির্ধারিত হবে।
আবেদন পদ্ধতি
যোগ্য প্রার্থীগণ যেকোন একটি পদের জন্য আবেদন করতে পারবেন। কোন প্রার্থী একাধিক পদে আবেদন করলে কোনও কারণ দর্শানো ব্যতীত সকল পদের জন্য আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে কোনরকম ভুল তথ্য প্রদান করা হলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকেই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সরাসরি কোন আবেদন গ্রহণযোগ্য নয়। যোগ্য ও আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২০ নভেম্বর, ২০২৩ তারিখের মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের নিয়োগ সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্প্রতি তোলা স্ক্যানকৃত ছবিসহ জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং সর্বশেষ পে-স্লিপ এর স্ক্যানকৃত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ২০ নভেম্বর, ২০২৩।
সোর্স: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
About Dutch-Bangla Bank Limited:
Dutch-Bangla Bank Limited (DBBL) is a bank in Bangladesh. DBBL is a scheduled joint venture private commercial bank between local Bangladeshi parties by M Sahabuddin Ahmed (Founder & Chairman) and a Dutch company FMO. DBBL was established under the Bank Companies Act 1991 and incorporated as a public limited company under the Companies Act 1994 in Bangladesh.
DBBL commenced formal operation from June 3, 1996. The Bank is listed with the Dhaka Stock Exchange Limited and Chittagong Stock Exchange Limited. The bank is often colloquially referred to as “DBBL”.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |