চেইন ব্যাংকিং এর অসুবিধা সমূহ
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ যে ব্যবস্থার মাধ্যমে তিন বা ততোধিক ব্যাংক নিজস্ব মূলধন কর্মচারী ও সত্তা বজায় রেখে একই নিয়ন্ত্রণে কাজ করে থাকে চেইন ব্যাংকিং বলে৷ নিম্নে চেইন ব্যাংকিং ব্যবস্থার অসুবিধা সমূহ তুলে ধরা হলো-
১) চেইন ব্যাংকিং এর ক্ষেত্রে সদস্য সংখ্যা বেশি হয়ে গেলে এরা একচেটিয়া কারবার করার সুযোগ পায়।
২) চেইন ব্যাংকিং ব্যবস্থায় সদস্য ব্যাংকগুলো যদি নিজ নিজ স্বার্থের প্রতি বেশি যত্নবান হয় তবে চেইন ব্যাংকিং উদ্দেশ্য ব্যাহত হয়।
৩) এই ব্যাংক ব্যবস্থায় প্রায়ই ব্যক্তিগত স্বার্থে সম্পদের ব্যবহার করা হয়ে থাকে।
৪) সদস্য ব্যাংকগুলোর ফটকা কারবারের দ্বারা চেইন ব্যাংকিং পদ্ধতি ব্যর্থ হয়ে যায়।
৫) চেইন ব্যাংকিং ব্যবস্থায় মূলধন, সম্পদ ও কর্মচারীর আন্তঃব্যাংক বিনিয়োগের ও নিয়োগ এর ফলে একটি অদক্ষ ব্যাংক উপকৃত হলেও দক্ষ ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।