ঢাকা ব্যাংক স্টুডেন্টস লেজার
আপনার সন্তানদের অর্থ সঞ্চয় করা এবং বিচক্ষণতার সাথে তা ব্যয় করার অভ্যাস গড়ে তুলুন। এই হিসাবের মাধ্যমে শিক্ষা সুরক্ষা এবং আর্থিক ব্যবস্থাপনাগত বৈশিষ্ট্য রয়েছে।
Who Can Open This Account (কে এই হিসাব খুলতে পারে)
৬ থেকে ১৭ বছর বয়সের কোনও স্কুলে যাওয়া শিক্ষার্থী তার বাবা-মা/অভিভাবকদের দ্বারা পরিচালিত এই হিসাবটি খুলতে পারে।
Key Features (মূল বৈশিষ্ট্য)
• Metlife Alico কর্তৃক জীবন বীমা কভারেজ
• সঞ্চয়ী হিসাব (প্যারেন্টস সহ যৌথভাবে)
• বয়স সীমা: শিক্ষার্থীর বয়স ১৮ বছর পর্যন্ত; পিতা-মাতা/অভিভাবকের বয়স ১৮ থেকে ৫৯ বছর
• সুদের হার: দৈনিক ব্যালান্সে সর্বাধিক ১.৫০% সঞ্চয়ী হার থেকে বেশি
• নূন্যতম ব্যালান্স: ৫০০ টাকা (বীমা সহ), ৩০০ টাকা (বীমা ছাড়া)
• ভিসা ডেবিট কার্ড
• সকল সার্ভিস চার্জ এ ২৫% ছাড়
• ফ্রি চেক বই (৫০ পাতা/বছর)
• দেশের সিনিয়র নাগরিক যাদের বয়স ৪৫ থেকে ৬৫ বছর বছরের মধ্যে
• একাডেমিক অর্জনের জন্য বিশেষ পুরস্কার
• কোন অর্থ উত্তোলন না করলে স্থিতির উপর ২% বার্ষিক বোনাস
• চেক বই এবং ডেবিট কার্ড ফ্রি।
• আমানত সীমা: সর্বোচ্চ ৫০,০০০ টাকা (প্রতি মাসে)
• উত্তোলন সীমা: সর্বোচ্চ ৪০,০০০ টাকা প্রতি মাসে (প্রতিদিন চেকের মাদ্যমে ১০,০০০ টাকা, ডেবিট কার্ডের মাধ্যমে ২,০০০ টাকা, ফান্ড ট্রান্সফার/ক্লিয়ারিং সর্বোচ্চ ২৮,০০০ টাকা)
• একাডেমিক ফি প্রকৃতপক্ষে পে- অর্ডার দ্বারা পরিশোধ
• এই সেবাটি ঢাকা ব্যাংকের সকল শাখায় পাওয়া যায়।
Required Document (প্রয়োজনীয় কাগজপত্র)
• হিসাব খোলার ফর্ম যথাযথভাবে পূরণ
• জাতীয় পরিচয়পত্রের অনুলিপি/বৈধ পাসপোর্টের ফটোকপি
• জন্ম নিবন্ধন সার্টিফিকেট/পাসপোর্ট/স্কুল থেকে বয়সের সার্টিফিকেটের ফটোকপি
• বৈধ স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি
• শিক্ষার্থীর সাম্প্রতিক পাসপোর্ট আকারের সত্যায়িত ২ কপি ছবি
• এক কপি সাম্প্রতিক পাসপোর্ট আকারের পিতামাতা/আইনি অভিভাবকের ছবি
• নমিনীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ১ কপি ছবি
• স্কুল/ইনস্টিটিউট থেকে মাসিক টিউশন ফি প্রদানের প্রমাণ
• কেওয়াইসি প্রোফাইল
• হিসাব খোলার জন্য প্রয়োজনীয় অন্য যেকোন ডকুমেন্টস।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |