ঢাকা ব্যাংকের স্বপ্ন যাত্রা স্টুডেন্ট সার্ভিস
ঢাকা ব্যাংকের স্বপ্ন যাত্রা স্টুডেন্ট সার্ভিস এর মাধ্যমে সর্বনিম্ন প্রয়োজনীয় আমানত দিয়ে বিদেশে অধ্যয়ন করার জন্য আপনার স্বপ্ন যাত্রা শুরু করুন। এই হিসাবের আপনার জীবনযাত্রার ব্যয় মেটাতে প্রিপেইড ক্রেডিট কার্ড সুবিধা দেয়া হয়।
Key Features (মূল বৈশিষ্ট্য)
• নূন্যতম ব্যালান্স: ২,৫০০ টাকা
• বার্ষিক হিসাব রক্ষণাবেক্ষণ ফি: ৬০০ টাকা + ভ্যাট
• শিক্ষার্থী ফাইল- ওপেনিং ফি: ৫,০০০ টাকা + ভ্যাট ১ বছরের জন্য
• শিক্ষার্থী ফাইল- রিনিউয়াল ফি: ৪,০০০ টাকা + ভ্যাট ১ বছরের জন্য
• বিদেশী ড্রাফট ইস্যু চার্জ: ১,০০০ টাকা + ভ্যাট (প্রতি ড্রাফট)
• যোগাযোগ চার্জ (সুইফ্ট): ২,০০০ টাকা + ভ্যাট (প্রতি সেবা)
• প্রিপেইড ক্রেডিট কার্ড ইস্যু চার্জ: ৫০০ টাকা + ভ্যাট
• প্রিপেইড ক্রেডিট কার্ড রক্ষণাবেক্ষণ চার্জ: ১,৫০০ টাকা + ভ্যাট (বার্ষিক)
• ফান্ড পুনঃলোডিং ফি- প্রিপেইড ক্রেডিট কার্ড ৫০০ টাকা + ভ্যাট
• বিস্তারিত জানার জন্য: ৮৮০১৪১-৭৩৮২৪৫, ৮৮০১৯৭৭-৭৩৮২৪৫ নম্বর এ যোগাযোগ করুন।
Eligibilities for opening Student File (ছাত্র ফাইল খোলা জন্য যোগ্যতা)
ঢাকা ব্যাংক নিম্নোক্ত কোর্স সমূহের জন্য শিক্ষার্থী ফাইল খুলে থাকে যেমন-
• স্নাতক
• স্নাতকোত্তর
• ভাষা কোর্স স্নাতক ডিগ্রী
• প্রফেশনাল ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স.
Account Opening Requirements (হিসাব খোলার প্রয়োজনীয় কাগজাদি)
ছাত্র:
• বৈধ পাসপোর্ট
• ৪ কপি ছবি
• ইউটিলিটি বিল কপি।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
নমিনি:
• জাতীয় আইডি কার্ড
• দুই কপি ছবি।
Requirement for Application to Prospective Universities (প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার প্রয়োজনীয়তা)
• পাসপোর্টের অনুলিপি
• আবেদন ফির চালান (লিখিত আবেদন বা সংশ্লিষ্ট নোটিশ/সংশ্লিষ্ট বিদেশী প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত চিঠি
• শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস (প্রতিলিপি এবং সার্টিফিকেট)
Student File Opening Requirements (ছাত্র ফাইল খোলা প্রয়োজনীয়তা)
• বৈধ পাসপোর্ট
• সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট
• IELTS/TOFEL/GREE ইত্যাদির অফার লেটার
এছাড়া নিম্নলিখিত তথ্যাদি-
• কোর্সের নাম
• কোর্স শুরুর তারিখ
• কোর্স সময়কাল
• টিউশন ফি
• জীবনযাত্রার ব্যয়
• অগ্রিম পেমেন্ট এর জন্য রিফান্ড পলিসি।