ঢাকা ব্যাংক লাখপটি ডিপোজিট স্কিম
ঢাকা ব্যাংক লাখপটি ডিপোজিট স্কিম আমানত পরিকল্পনায় ৪ থেকে ১৫ বছরে সহজেই দ্রুততর লাখপটি হোন এবং বিনামূল্যে ভিসা কার্ড এবং নমনীয় ঋণ সুবিধা ভোগ করুন।
Key Features (মূল বৈশিষ্ট্য)
• বার্ষিক সুদের হার: ৭.৫০% থেকে ৮.৭৫% পর্যন্ত
• টার্গেটে পৌঁছানোর মাসিক আমানত প্রকল্প
• ৪ থেকে ১৫ বছরে দ্রুততর লাখপটি হয়ে উঠুন
• যেকোন সংখ্যার হিসাব (একক বা যৌথভাবে)
• যেকোন প্রতিষ্ঠান বা অলাভজনক সংস্থাও হিসাব খোলার যোগ্য
• আমানতের বিপরীতে ৮০% পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা
• ভিসা ক্রেডিট কার্ড ইস্যু ফ্রি (প্রথম বছর)।
• এই সেবাটি ঢাকা ব্যাংকের সকল শাখায় পাওয়া যায়।
Required Document (প্রয়োজনীয় কাগজপত্র)
• হিসাব খোলার ফর্ম যথাযথভাবে পূরণ
• আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট আকারের ১ কপি ছবি
• আবেদনকারীর দ্বারা প্রত্যয়নকৃত নমিনীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ১ কপি ছবি
• আবেদনকারী ও নমিনীর জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
• কেওয়াইসি প্রোফাইল
• হিসাব খোলার জন্য প্রয়োজনীয় অন্য যেকোন ডকুমেন্টস।
মাসিক কিস্তির পরিমাণ
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |