ঢাকা ব্যাংক জমা সঞ্চয়ী হিসাব
বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে রেডি মেড গার্মেন্ট (আরএমজি) শিল্প একটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আরএমজি কর্মীদের জন্য ঢাকা ব্যাংক জমা সঞ্চয়ী হিসাব নামে একটি সঞ্চয়ী হিসাব ডিজাইন করেছে।
Key Features (মূল বৈশিষ্ট্য)
• সর্বনিম্ন আমানতের পরিমাণ: ১০০ টাকা
• সর্বোচ্চ মাসিক উত্তোলন: ১০ বার ফি/চার্জ ছাড়া
• ফ্রি চেক বই (প্রতি বছর পঞ্চাশ পাতা)
• ডেবিট কার্ড সুবিধা
• ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং এবং অনলাইন লেনদেন সুবিধা
• হিসাব রক্ষণাবেক্ষণ ফি: ফ্রি
• বার্ষিক সুদের হার: ৩%
• বয়স সীমা: ১৮ বছর এবং তার উপরে
• সুদের হিসাব: দৈনিক ব্যালান্সের ভিত্তিতে
• হিসাব পরিচালিত: এককভাবে।
Required Documents (প্রয়োজনীয় কাগজপত্র)
• হিসাব খোলার ফর্ম সঠিকভাবে পূরণ
• আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ২ কপি ছবি
• নমিনির সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ২ কপি ছবি
• আবেদনকারীর জাতীয় আইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সার্টিফিকেটের অনুলিপি
• নমিনির জাতীয় আইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সার্টিফিকেটের অনুলিপি
• কোম্পানী দ্বারা ইস্যু করা কর্মচারী আইডি কার্ড এর কপি
• কেওয়াইসি প্রোফাইল
• হিসাব খোলার জন্য প্রয়োজনীয় অন্য যেকোন ডকুমেন্টস।