ঢাকা ব্যাংক জব সার্কুলার

ঢাকা ব্যাংক ইন্টারনাল অডিটর (PO-SAVP) নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা ব্যাংক পিএলসি (Dhaka Bank PLC) বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং খাতের একটি অন্যতম ব্যাংক। ব্যাংকটি তার ব্যবসায়িক শক্তিশালী টিম গঠনের জন্য গতিশীল এবং পরিশ্রমী পেশাদারদের নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘ইন্টারনাল অডিটর’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৮ নভেম্বর, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ ইন্টারনাল অডিটর
✓ জব গ্রেড: PO – SAVP।
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে বিজনেস স্টাডিজে ন্যূনতম ব্যাচেলরস/ স্নাতক ডিগ্রী থাকতে হবে।
✓ অ্যাকাউন্টিং, ফাইন্যান্সে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ ব্যাংকিং অডিট এর অভিজ্ঞতা, প্রসেস অ্যান্ড রেগুলেশন, ট্রেজারী এন্ড ইন্টারন্যাশনাল ডিভিশন, ফ্রড ইনভেস্টিগেশন, ক্রেডিট, রিস্ক ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেড ট্রান্সজেকশন সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে।
✓ বিশ্লেষণ দক্ষতা, ব্যতিক্রম রিপোর্ট বিশ্লেষণ, যোগাযোগ দক্ষতা, ওভাররাইডিং রিপোর্ট, KRI এবং MAT ইত্যাদিতে ভাল জ্ঞান থাকতে হবে।
✓ ভাল উপস্থাপনা দক্ষতা অতিরিক্ত সুবিধা হবে।
✓ এক্সেলে ভালো দক্ষতা, রিপোর্ট তৈরিতে দক্ষ ও ডাটাবেজ ব্যবহারে পারদর্শী হতে হবে।
✓ CIA, CFE, CA এর মত পেশাগত যোগ্যতা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।
✓ একাধিক কাজ পরিচালনা করা এবং চাপের মধ্যে কাজ করার পাশাপাশি ঘন ঘন ভ্রমণ করার ক্ষমতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোনো কারণ ছাড়াই ব্যাংক যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৮ নভেম্বর, ২০২৪।

সোর্সঃ বিডি জবস

About Dhaka Bank PLC:
Dhaka Bank PLC is a private commercial bank in Bangladesh. The bank was founded on July 5, 1995. Founder Chairman of the Board of Directors of this Bank is Abdul Hai Sarker. Dhaka Bank PLC was incorporated as a public limited company under the Companies Act 1994, the Bank started its commercial operation on July 05, 1995 with the Authorized Capital of Tk. 1,000 million and paid-up Capital of Tk. 100 million. Strong with 252 delivery centers, the Bank is still going strong with more expansion and inclusive Banking programs.

Opening many gateways for financial freedom and services, Dhaka Bank PLC has made its presence at 114 locations (including 2 Islamic Banking Branches), 2 Off-shore Banking Units, 3 SME Service Centers, 26 Sub Branches, 87 ATMs and 20 ADMs across the country. Catering to the needs of Capital Markets, the Bank has established a subsidiary company named ‘Dhaka Bank Securities Limited’ having 6 countrywide Branches. Another subsidiary in the name of ‘Dhaka Bank Investment Limited’ has been established with the aim to operate Merchant Banking activities.

Dhaka Bank offers the full range of banking and investment services for personal and corporate customers backed by state-of-the-art technology and a team of highly motivated professionals. As an integral part of their commitment to Excellence in Banking, Dhaka Bank now offers the full range of real-time online banking services through its all Branches, ATMs, ADMs and Internet Banking Channels. Dhaka Bank is the preferred choice in banking for friendly and personalized services, cutting edge technology, tailored solutions for business needs, global reach in trade and commerce and high yield on investments.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

ঢাকা ব্যাংক পিএলসি (Dhaka Bank PLC) বাংলাদেশের একটি বেসরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১৯৯৪ সালে কোম্পানি আইনের আওতায় পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়ে ১৯৯৫ সালের ৫ জুলাই ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এর অনুমোদিত মূলধন ১০০০ মিলিয়ন টাকা। শুরুতে ব্যাংকটির পরিশোধিত মূলধন ছিল ১০০ মিলিয়ন টাকা এবং সম্পূর্ণভাবে উদ্যোক্তাগণ পরিশোধ করেন। এ ব্যাংকের অন্যতম উদ্যোক্তা হচ্ছেন, বাংলাদেশের টেক্সটাইল খাতের অগ্রদুত ও পূর্বাণী গ্রুপের কর্ণধার জনাব আব্দুল হাই সরকার যিনি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে ছিলেন। এটি দেশের প্রথম দিকে বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। ব্যাংকটির প্রধান কার্যালয় সিডব্লিউএস (সি)-১০, বীর উত্তম এ কে খন্দকার রোড, গুলশান-০১, ঢাকায় অবস্থিত।

দেশ জুড়ে ঢাকা ব্যাংকের ১১৪টি শাখা আছে, যার মধ্যে দু’টি শরীয়াহ ভিত্তিক ইসলামিক ব্যাংকিং শাখা, ২৬টি উপ-শাখা, ৩টি এসএমই সার্ভিস সেন্টার, ১টি বিজনেস Kiosk সেন্টার এবং ২টি অফশোর ব্যাংকিং আউটলেট রয়েছে। এছাড়া ৮৭টি এটিএম, ২০টি এডিএম রয়েছে। উন্নত ও ব্যাপকভিত্তিক গ্রাহক সেবার লক্ষ্যে ঢাকা ব্যাংক পিএলসি তথ্যপ্রযুক্তি, রিটেইল, গ্লোবাল ট্র্যানজ্যাকশন সার্ভিস, পুঁজিবাজার সেবা, কাস্টোডিয়াল সার্ভিস ও এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) ইত্যাদি উদ্যোগ নিয়েছে। ক্যাপিটাল মার্কেটের চাহিদা পূরণে ব্যাংকটি দেশব্যাপী ৬টি শাখার মাধ্যমে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড নামে একটি সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button